Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৫২১ অদ্য ২৩/০৮/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর মতিঝিল ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতীত "ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ক্রাংকেজ অয়েল ও ওয়াটার ফর ইউজ ইন সেকেন্ডারি ব্যাটারিজ" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দি সান ফিলিং সার্ভিস সেন্টার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামীয় প্রতিষ্ঠানকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। দি সান ফিলিং সার্ভিস সেন্টার ছাড়াও সিদ্ধিরগঞ্জস্থ জোনাকী ফিলিং স্টেশন ও সান্টু ফিলিং স্টেশন এবং মতিঝিল, ঢাকাস্থ পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিস স্টেশন এর সকল ডিসপেন্সিং ইউনিটের সরবরাহকৃত জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানসমূহের ক্যালিব্রেশন/ভেরিফিকেশন সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে ডিএমপি সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৪-০৮-২০২২
৫২২ অদ্য ২২/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর মতিঝিল এবং ওয়ারী থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন ক্রাংকেজ অয়েল" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে করিম এন্ড সন্স, ১৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং উক্ত পাম্পটিতে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়াও ১। মেঘনা মডেল সার্ভিস সেন্টার, ১-৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা এবং ২। রহমান ফিলিং এন্ড সার্ভিস স্টেশন, ৯/জে, মতিঝিল বাণিজ্যিক এলাকা(দক্ষিণ), ঢাকা-১০০০ এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, চানাচুর" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড পেস্ট্রি শপ, ৪১, হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৮-২০২২
৫২৩ অদ্য ২১/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক "বিস্কুট, কেক ও পাউরুটি" পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে পুষ্টি হোম মেইড, ৫৯, কল্যাণপুর প্রধান সড়ক, ঢাকা-১২০৭ কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় এবং বাজারজাতকরণ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই থানাস্থ নতুনবাজার কাঁচাবাজারে মুদি, মাছ, মুরগির দোকানে অভিযানকাল পরিচালনাকালে দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৮-২০২২
৫২৪ অদ্য ১৭-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খাজা ‍ফুড প্রোডাক্টস, এইচ-৮৬/২/এ জাফরাবাদ, সাদেকখান রোড, রায়েরবাজার, মোহাম্মদপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ১০,০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জে এম এক্সপ্রেস ফিলিং এন্ড সার্ভিস সেন্টার, বেড়ীবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল ও এ এন্ড টি ট্রেডাস, ৫২/১৭, সুলতানগঞ্জ রোড, বেড়ীবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা এর সিলিন্ডার গ্যাস পরিমাপ যাচাই করা হলে প্রত্যেকটিতে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) ও ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৭-০৮-২০২২
৫২৫ অদ্য ১৬/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক "পাউরুটি, বিস্কুট ও কেক" পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাতের অপরাধে আল-নূর ফুড প্রোডাক্টস, ৬৫/১/এ, লালবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্যসমূহ উৎপাদন, বিক্রি, বাজারজাত করার অপরাধে ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় টাকা ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) মাত্র অর্থাৎ সর্বমোট টাকা ৯০,০০০.০০ (নব্বই হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (ডিএমআই) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৭-০৮-২০২২
৫২৬ অদ্য ১৬-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সিদ্ধিরগঞ্জ ও কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ এম কনজ্যুমার, হাজারা মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ডিজেল পণ্য প্রতি ১০ লিটারে ৪০ মিলি পরিমাপে কম প্রদান করায় খান এন্ড চৌধুরী ফিলিং স্টেশন,মুন্সি স্বরনী, পোল্ডার রোড, মাতুয়াইল, কদমতলী, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১৭-০৮-২০২২
৫২৭ অদ্য ১৪/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারপূর্বক "বিস্কুট, কেক ও পাউরুটি" পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মোহাম্মদীয়া বেকারী, বছিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ) হাজার মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত সাদেক ফিলিং স্টেশন, ৩২/এ/১৮, বেড়ীবাধ, রায়েরবাজার, ঢাকা-তে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৮-২০২২
৫২৮ অদ্য ১৪/০৮/২০২২ খ্রি. তারিখ ঢাকা মহানগরীর গাবতলী ও আমিনবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে ১। জ্বালানী তেল পরিমাপে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার, গাবতলী, ঢাকা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা। ২। জ্বালানী তেল পরিমাপে চারটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৬০মিলিলিটার, ৬০মিলিলিটার, ৬০মিলিলিটার ও ৪০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স এস পি ফিলিং স্টেশন ১৫/৩,গাবতলী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা। ৩। এসপি ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২২-৫১৬৯ ট্যাংকলরি এর হালনাগাদ ক্যালিব্রেশন সনদ না থাকায় গাড়ির মালিককে ২০হাজার টাকা। সর্বমোট ০৪ টি মামলায় ২ লক্ষ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আমিনবাজার এলাকার মেসার্স অভি ফিলিং স্টেশনের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় উক্ত মোবাইল কোর্ট বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে জনাব মো: রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই দায়িত্ব পালন করেন। ১৫-০৮-২০২২
৫২৯ অদ্য ১১/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর ডেমরা এবং যাত্রাবাড়ি থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে পণ্য অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের "কয়েল" উৎপাদন এবং বাজারজাত করায় ভূঁইয়া ম্যানুফাকচার, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। এছাড়াও একই অপরাধে রায়েরবাগ, যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত নামহীন একটি কয়েল উৎপাদনকারী কারখানা সীলগালা করা হয়। এছাড়া 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' অনুসারে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫৯০ মি.লি., ৫০মি.লি. এবং ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫২০ মি.লি. কম প্রদান করায় মেসার্স স্পিড বার্ড সিএনজি এন্ড স্টেশন লিমিটেড, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা-কে ২,০০,০০০/- (দুই) লক্ষ টাকা মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার(সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১১-০৮-২০২২
৫৩০ বিএসটিআই’র অভিযানে ২,০০,০০০/- টাকা জরিমানা। অদ্য ১০-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে অকটেন, পেট্রোল ও ডিজেল পণ্য পরিমাপে কম প্রদান করায় ও আন্ডার গ্রাউন্ড ট্যাঙ্ক এর ক্যালিব্রেশন সনদ না থাকায় ঢাকা ফিলিং স্টেশন, চুনকুটিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-কে ১,২০,০০০.০০ টাকা জরিমানা ও একই এলাকায় অবস্থিত, মেহেরা ফেলিং স্টেশন-কে ৪০,০০০.০০ টাকা এবং এস আহম্মেদ এফ সিএনজি ফিলিং স্টেশন এন্ড পেট্রোল পাম্প, ৩৩১/১, জুরাইন মাজার গেট, শ্যামপুর, ঢাকা-কে ৪০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন এবং মোঃ রিয়াজুল হক, উপ-পরিচালক (সিএম) ও মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (মেট) সার্বিক সহযোগিতা করেন। ১১-০৮-২০২২
৫৩১ অদ্য ০৮-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় দি কেক স্মিথ, ২৯/২, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয় এছাড়ও বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত আমদানিকৃত কসমেটিক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় এমডব্লিউটি ইনফরমেশন লিঃ, হাউজ-১৬এ/৭বি, ব্লক-এফ, হাজি চিনু মিয়া রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে ১,৫০,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১০-০৮-২০২২
৫৩২ অদ্য ০৭.০৮.২০২২ খ্রি. তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন ২০১৮” এবং "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুসারে মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজ, বাতানপাড়া, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামক কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহার করায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সদন গ্রহণ না করায় পৃথক আইনে ০২ (দুই)টি মামলা দায়ের করে ২৫০০০/- ও ৫০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানের উৎপাদিত প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার সমমূল্যের মশার কয়েল ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও নামবিহীন দুটি মশার কয়েল উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করে আনুমানিক প্রায় ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকার সমমূল্যের অবৈধ মশার কয়েল ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়। আরও "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" অনুসারে মেসার্স শ্যামস ফিলিং স্টেশন, পোল্ডার রোড, মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ নামক প্রতিষ্ঠানে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও দুটি ডিসপেন্সিং ইউনিট সিলকরণ ব্যতীত ব্যবহার করায় ০৪ (চার)টি মামলা দায়ের করা হয় এবং ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। ত্রুটিপূর্ণ ইউনিটগুলো সংশোধন না করা পর্যন্ত বিক্রয় ও বিতরণ না করার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক , ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া মোবাইল কোর্ট সার্বিকভাবে পরিচালনা করার জন্য জনাব এস. এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) উপস্থিত ছিলেন। ০৮-০৮-২০২২
৫৩৩ অদ্য ০৭/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক" বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে বেয়ন্ড বাইটস, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে টাকা ১৫,০০০/- (পনের) হাজার মাত্র জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "নাট বিস্কুট, ওভালটিন বিস্কুট, লেমন কেক" বিক্রয় ও বাজারজাতের অপরাধে লা ডেলিসিয়া, বাড়ি-১৫/৬, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ) হাজার মাত্র জরিমানা প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুটিকে দুইটি আইনে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ) হাজার মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৭-০৮-২০২২
৫৩৪ বিএসটিআই’র অভিযানে ১,৭০,০০০/- টাকা জরিমানা ও অবৈধ মালামাল ধ্বংস। অদ্য ০৩-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ডেমরা ও খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ফাহাদ এন্টারপ্রাইজ, ২০, পাইটি, ডেমরা, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুসারে মশার কয়েল পণ্যের মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ৫০,০০০.০০ টাকা জরিমানা এবং এস এল আর কেমিক্যাল ওয়াকস, ২০, পাইটি, ডেমরা, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ট্যাংক লরি ক্যালিব্রেশন সনদ না থাকায় এইচ টি এস রিফুয়েলিং (প্রাঃ) লিঃ, বনশ্রী, রামপুরা লিংক রোড, খিলগাঁও, ঢাকা-কে ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকায় অবস্থিত মুন সিএনজি এন্ড ফিলিং স্টেশন (প্রাঃ) লিঃ ও রাসেল ফিলিং স্টেশন-কে অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপে সঠিক প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ মঈন উদ্দিন , পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৪-০৮-২০২২
৫৩৫ তারিখঃ ০৩/০৮/২০২২ খ্রিঃ, রোজ বুধবার অদ্য ০৩/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর বাড্ডা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১১০ মি.লি. কম প্রদান করার অপরাধে মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশন, চ-১০৭/১-এ, উত্তর বাড্ডা, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) এবং তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫০ মি.লি. কম প্রদান করার অপরাধে সিটি সিএনজি রিফুয়েলিং স্টেশন, ৩২, শহীদ তাজউদ্দিন আহমদ স্মরনী, তেজগাঁও শি/এ, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়া বাড্ডা থানাস্থ এলাকায় অবস্থিত সিটিজেন সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, ৯৫/১, প্রগতি স্মরনী, বাড্ডা, ঢাকা এবং মালিবাগ অটো সার্ভিস (ফিলিং স্টেশন), ৫৮/৩, চৌধুরীপাড়া, ডিআইটি রোড, ঢাকা-১২২৯ এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি ফিলিং স্টেশনে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র উপপরিচালক জনাব মোঃ রিয়াজুল হক এবং সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল আলম এর উপস্থিতিতে বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৮-২০২২
৫৩৬ অদ্য ০২.০৮.২২ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুসারে মেসার্স সোহরাব সার্ভিস স্টেশন, ৪, কল্যাণপুর, ঢাকা দুটি ইউনিটে প্রতি ১০লিটার ডিজেলে ৪০ মিলি করে কম প্রদান করায় ২,০০,০০০/- টাকা এবং মেসার্স খালেক সার্ভিস স্টেশন, মিরপুর, ঢাকা এর প্রতি ১০লিটার ডিজেলে ৫০ মিলি.কম, অক্টেন ইউনিটে যথাক্রমে ৪০মিলি ও ৩১০ মি.লি. কম প্রদান করায় ৩,০০,০০০/- টাকা এবং মেসার্স রহমান সার্ভিস স্টেশন, ১২২/এ, মিরপুর, ঢাকা একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার কম প্রদান করায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় । উক্ত ভ্রাম্যমাণ আদালতে মোট ০৬টি মামলায় মোট ৬,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার । প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম , ফিল্ড অফিসার( সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ কামরুল পলাশ , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৮-২০২২
৫৩৭ অদ্য ০১/০৮/২০২২ তারিখ ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল" উৎপাদন, বিক্রয় ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠান সাধু অয়েল মিল, ২১নং, দারুস সালাম রোড, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ) হাজার মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-০৮-২০২২
৫৩৮ অদ্য ০১-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মধু ও মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে সততা অর্গানিক ফুড, ৬/১০, সাড়ে এগার, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, এ্যারাবিয়ান অর্গানিক ফুড, অর্গানিক ফুড শপ ও আবির ফুড প্রতিষ্ঠান সমূহ-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহন করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০১-০৮-২০২২
৫৩৯ অদ্য ৩১-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের দি পিওর ডেইরী ফার্ম, ৩১৬/১, পূর্ব রামপুরা, ঢাকা-কে ৪০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা আঃ মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩১-০৭-২০২২
৫৪০ অদ্য ৩১-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, ২৮, উত্তর কাফরুল, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা ও মিথ্যা তথ্য প্রদান করায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী, ১০৮৮, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩১-০৭-২০২২

সর্বমোট তথ্য: ১০২০