Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৫০১ অদ্য ০৮-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় তানজিনা ব্রেড এন্ড বিস্কুট বেকারী ও কোকোসি ফুড প্রোডাক্টস, শ্যামপুর, ঢাকা প্রত্যেক-কে ২৫,০০০.০০ টাকা করে মোট (২৫,০০০.০০+২৫,০০০.০০) = ৫০,০০০.০০ হাজার টাকা ও একই এলাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় অমিত মিষ্টান্ন ভান্ডার-কে ৫,০০০.০০ টাকা, সুপার আড়ং সুইট এন্ড কনফেকশনারী-কে ৫,০০০.০০ টাকা ও মহান ফুড-কে ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (মেট) দায়িত্ব পালন করেন। ১১-০৯-২০২২
৫০২ অদ্য ০৮.০৯.২০২২ তারিখে ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে- ১) মেঘলা মিষ্টান্ন ভান্ডার, ২৬, বালুঘাট বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা কর্তৃক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি, ফার্মেন্টেড মিল্ক (দই), চানাচুর পণ্যের বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানর বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ এবং বিভিন্ন পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একই আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। ২) এছাড়া পরিমাপে কম দেওয়ায় মুন্নী হোটেল ৪৬/১, বালুঘাট বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, অভিযানকালে উক্ত এলাকায় বিভিন্ন ফলের দোকানের ওজনযন্ত্র পরীক্ষা করা হয় এবং ভেরিফিকেশন সনদ হালনাগাদ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ১১-০৯-২০২২
৫০৩ অদ্য ০৭/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র নবায়ন ব্যতিত বাধ্যতামূলক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আর এন্ড এস কনজ্যুমার, বাড়ি-৪৯, রোড-৩, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা; পণ্য: মশার কয়েল; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানাসহ জব্দকৃত ১৬২ কাটন কয়েল ধ্বংস করা হয়; ২। প্রতিষ্ঠান: শাহী মিঠাই, প্লট-১, রোড-৭, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা; পণ্য: ঘি, দই; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে শাহী মিঠাই, প্লট-১, রোড-৭, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-কে ১টি মামলায় টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে মোট ৩টি মামলায় সর্বমোট টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৮-০৯-২০২২
৫০৪ অদ্য ০৬/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত ছাপা শাড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে চমক টেক্সটাইল ডাইং এন্ড প্রিন্টিং মিলস, লাল মসজিদ রোড, প্লট-৬/৮, প্লট- ১৯২, কদমতলী, ঢাকা-কে টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ৮০ টন ওজন ক্ষমতা সম্পন্ন ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে হোসেন কম্পিউটার সেক্ল, ৮৪, নতুন আলী বহর, শ্যামপুর, কদমতলী, ঢাকা-কে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র এবং থ্রী স্টার কম্পিউটারাইজড ওয়েব্রীজ, ৯১, নিউ আলী বহর, কদমতলী, শ্যামপুর, ঢাকা-কে টাকা ১৫,০০০.০০ (পনের হাজার) মাত্র সর্ব মোট (১,০০,০০০+২৫,০০০+১৫,০০০) = ১,৪০,০০০.০০ (এক লক্ষ চল্লিশ হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই থানাধীন এলাকায় অবস্থিত মেসার্স ইসলাম এন্ড ব্রাদার্স, ২৩/৩, গেন্ডারিয়া, ঢাকা-তে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন পরিমাপে ডিজিটাল স্কেলে সঠিক পরিমাপ পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ০৭-০৯-২০২২
৫০৫ অদ্য ০৫/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (কেক, বিস্কুট, বান, নিমকি, বাদাম) বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ১। প্রতিষ্ঠান: বিসমিল্লাহ সুইটস, ৩১/ডি, ল, মধ্য বাড্ডা, ঢাকা; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য "চিপস" বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে ২। প্রতিষ্ঠান: রাজভোগ সুইটস, ৩১/ডি, ল, মধ্য বাড্ডা, ঢাকা; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১২ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৬-০৯-২০২২
৫০৬ অদ্য ০৫-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত স্ক্রিন ক্রিম পণ্য ছাড়পত্র গ্রহণ করে বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল, ৯৪, ইষ্টার্ন মল্লিকা কমপ্লেক্স, ঢাকা-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও, কিউ জি সামদানি এন্ড কোং, ২১, নীলক্ষেত, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন পরিমাপ প্রতি ১০ লিটারে ৫০ মি.লি, কম প্রদান করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-০৯-২০২২
৫০৭ অদ্য ০৪-০৯-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় কুক ফর ইউ, ৪/১/ডি, হেয়ার স্ট্রীট, ওয়ারী, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, রানা ফিলিং স্টেশন ও ইউনাইটেড ফিলিং স্টেশন, রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপ যাচাই করা হলে প্রত্যেকটিতে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৪-০৯-২০২২
৫০৮ অদ্য ০৪/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক পণ্য (কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আল-মদিনা সুইটস এন্ড বেকারী, ৭৯, মাদারটেক, ঢাকা-১২১৪; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা; ২। প্রতিষ্ঠান: নিউ বি-বাড়িয়া বেকারী এন্ড কনফেকশনারী, ৬৭, মাদারটেক চৌরাস্তা, সবুজবাগ, ঢাকা; দন্ড: টাকা টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (কেক, পাউরুটি, চানাচুর, বিস্কুট) বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে উপরোক্ত প্রতিষ্ঠান দু’টি-কে যথাক্রমে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা এবং টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দু’টি-কে সর্বমোট টাকা (৫০,০০০.০০+ ২৫,০০০.০০ +৫০,০০০.০০+২৫,০০০.০০) = ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৪-০৯-২০২২
৫০৯ অদ্য ০১/০৯/২০২২ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর ওয়ারী, চকবাজার ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত বাধ্যতামূলক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। প্রতিষ্ঠান: আল হাসান ইলেকট্রিক হাউজ, কাপ্তান বাজার, ঢাকা; পণ্য: পিভিসি ইন্সুলেটেড ক্যাবলস, টু-পিন সুইচ/সকেট ও এলইডি বাল্ব; দন্ড: টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানাসহ জব্দকৃত 'নিলা ক্যাবলস' ব্র্যান্ডের ২২ কয়েল ক্যাবল ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়; ২। প্রতিষ্ঠান: গ্রীন লাইট, কাপ্তান বাজার, ঢাকা; পণ্য: এলইডি বাল্ব; দন্ড: টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান ছাড়াও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চকবাজার থানাধীন এলাকায় আমদানি নিষিদ্ধ 'স্কিন ক্রিম' বাজারজাতকারক ১টি ও কামরাঙ্গীরচর থানাধীন খোলা মোড়া এলাকায় 'পিভিসি ইন্সুলেটেড ক্যাবলস' উৎপাদনকারী ১টি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আসিফ খান ও জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা সার্বিক সহায়তা করেন। ০৩-০৯-২০২২
৫১০ অদ্য ৩১/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "চকোলেট ময়েস্ট কেক, ভেজিটেবল স্যান্ডুইচ" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফুড এজ লিমিটেড (ব্রেড এন্ড বেয়ণ্ড), সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "দই (ফার্মেন্টেড মিল্ক)" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "স্পঞ্জ কেক" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে আল-খাব্বাজ, ২০/৩, সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠান আল-এ্যারাবিয়ান কেক এন্ড সুইটস, সুন্দরম প্লাজা, পশ্চিম পান্থপথ, ঢাকা-কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সেমাই, পাউরুটি, বাটার বন, চানাচুর" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উল্লিখিত ৩টি প্রতিষ্ঠানসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে সর্বমোট টাকা ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই এবং জনাব রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং দায়িত্ব পালন করেন ৩১-০৮-২০২২
৫১১ অদ্য ৩১-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত মধু, বিস্কুট, চকোলেট, চিপস, ফ্রুট জুস এর ছাড়পত্র গ্রহণ না করায় এবং পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় বনলতা সুইটস এন্ড বেকারি এবং পিউরো পেস্ট্রি এন্ড বেকারী, ১/১২, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা করে মোট (২৫,০০০.০০+২৫,০০০.০০) = ৫০,০০০.০০ টাকা ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় উভয়-কে (১০,০০০.০০+১০,০০০.০০) = ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৫১২ অদ্য ৩০-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজিটাল ট্রাক ওয়েব্রিজ এর ভেরিফিকেশন সনদ না থাকায় জান্নাত ডিজিটাল স্কেল, ডাকপাড়া, কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা-কে ১০,০০০/- টাকা ও কিউট শীট কাটিং-কে ২০,০০০/- জরিমানা করা হয়। ও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় শাহ কেমিক্যাল ট্রয়লেট্রিজ ইন্ডাঃ-কে পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৫১৩ অদ্য ৩০/০৮/২০২২ তারিখ ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, লাচ্ছা সেমাই" বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ১টি প্রতিষ্ঠান আলীবাবা সুইটস, ১০৪/২, উত্তর বাড্ডা, প্রগতি স্মরণি, ঢাকা-১২১২ -কে টাকা ৩০,০০০/- (ত্রিশ) হাজার মাত্র জরিমানা করা হয়। এছাড়াও বনানী থানাধীন ক্রিসেন্ট অটোমোবাইলস লিঃ, ৯৬, ৯৭, ৯৮, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ তে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৮-২০২২
৫১৪ অদ্য ২৯/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ১। পণ্য "টমেটো সস" বিক্রয় এবং বাজারজাতকরণ ২। ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে এস. কে নূর ফুড প্রোডাক্টস, ১৪২, ডগাইর রোড, বড়ভাঙ্গা, সারুলিয়া, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত "টমেটো সস" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই এবং জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৮-২০২২
৫১৫ অদ্য ২৯-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সাভার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে শরীফ ফুড প্রোডাক্টস, কোন্ডা, হেমায়েতপুর, ঢাকা-এর ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়। অকটেন, পেট্রোল ও ডিজেল পণ্যের পরিমাপ যাচাই করে রাজ ফিলিং স্টেশন ও সনি ফিলিং স্টেশন ও আনোয়ার ফিলিং স্টেশন-এর পরিমাপ সঠিক পাওয়ায় তাদের-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও বিএসটিআই আইন আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় আহম্মেদ এন্টারপ্রাইজ, দাসপাড়া, নগরকোন্ডা, সাভার, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আহম্মেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ৩০-০৮-২০২২
৫১৬ অদ্য ২৯/০৮/২০২২ খ্রিঃ তারিখে RAB-3, RAB-1 ও বিএসটিআই'র সমন্বিত উদ্যোগে মহানগরীর সাভার এবং উত্তরখান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন' ২০১৮ অনুসারে- ১। তাহসান ফুড এন্ড বেভারেজ লিঃ, আমিন বাজার, সাভার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ৩,০০,০০০.০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। ২। মেসার্স তাজমহল বেকারী এন্ড কনফেকশনারি, বেপারী মার্কেট, আমিন বাজার, সাভার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বিস্কুট উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ৩। শুকরিয়া বেকারী, উত্তরখান কুঁড়ি পাড়া, বড়বাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কেক, বিস্কুট, পাউরুটি অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। ৪। টপ চিপস (বিডি) লিঃ, ১৮৩/৬, চানপাড়া, উত্তরখান, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত আইস ললি অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ৩,০০,০০০.০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। ৫। ক্রাপ প্রোডাক্টস, ২৩/৩ মাষ্টারপাড়া, উত্তরখান, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিভিন্ন ফ্লেভারের চকলেট অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ৩,০০,০০০.০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট RAB এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ৩০-০৮-২০২২
৫১৭ অদ্য ২৮-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ফারজানা ফুড প্রোডাক্টস, কামরাঙ্গীরচর, ঢাকা-এর প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল ধ্বংস এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মদিনা ট্রেডিং কর্পোরেশন (প্রাঃ) লিমিটেড, ৫৬/৩/বি/১, বেড়ীবাধ, লালবাগ, ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ ইনজামামুল হক, পরিদর্ক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৯-০৮-২০২২
৫১৮ অদ্য ২৮/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ১। পণ্য "বিস্কুট, ব্রেড, চানাচুর, বাদাম ভাজা, চিড়া ভাজা, সিঙ্গাড়া, চিপস ইত্যাদি" বিক্রয় এবং বাজারজাতকরণ ২। ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিঃ, ব্লক-ই, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত "বিস্কুট, চানাচুর, চিপস" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৯-০৮-২০২২
৫১৯ অদ্য ২৫-০৮-২০২২ খ্রিঃ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত ছাপা থান কাপড় তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জিএম ডাইং এন্ড প্রিন্টিং মিলস, বরাব, তারাব, রূপগঞ্জ, নারায়নগঞ্জ-কে ২৫,০০০.০০(পঁচিশ হাজার) টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুসারে অকটেন পণ্য প্রতি ১০ লিটারে ১৭০ মিলি পরিমাপে কম প্রদান করায় এবং ডিজেল পণ্য প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩১০ মিলি ও ৩৩০ মিলি পরিমাপে কম প্রদান করায় সেকান্দর ফিলিং স্টেশন, বরাব, তারাব, রূপগঞ্জ, নারায়নগঞ্জ-কে ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ও অকটেন এবং ডিজেল ডিসপেন্সিং ইউনিটসমূহ বন্ধ করে দেয়া হয়। এছাড়াও মেসার্স সাইবা টেক্সটাইল মিলস (প্রাঃ) লিঃ, বরাব খালপাড়, তারাব, রূপগঞ্জ, নারায়নগঞ্জ-এ অভিযান পরিচালনা করা হয় কিন্তু কারখানাটির উৎপাদন সাময়িক বন্ধ থাকায় বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) ও সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৬-০৮-২০২২
৫২০ অদ্য ২৫/০৮/২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ১। পণ্য "বিস্কুট, ড্রাই কেক, হানি কম্ব" বিক্রয় এবং বাজারজাতকরণ ২। ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করা এবং ৩। ৮০০ গ্রাম ১টি বিস্কুট জারের ওজন পরিমাপে ৯০ গ্রাম কম প্রদান করার অপরাধে হক বেকারী এন্ড সুইটস, ৩৫৭, এ/১৩, মধুবাগ, হাতিরঝিল, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত "ড্রিংকিং ওয়াটার" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার কোম্পানি, ৩৪৬/এ, নয়াটোলা, মধুবাগ, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই এবং জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৬-০৮-২০২২

সর্বমোট তথ্য: ১০২০