সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স প্রদান, নবায়ন এবং আমাদনিকৃত পণ্যের অনুকূলে বিএসটিআই ছাড়পত্র প্রদানের ধাপসমূহ:
বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণের জন্য নির্ধারিত দরখাস্ত ফরম যথাযাথভাবে পূরণ পূর্বক বিএসটিআই প্রধান কার্যালয়ের এবং আঞ্চলিক অফিসের ‘‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’’ এ প্রয়োজনীয় কাগজপত্র এবং দরখাস্ত ফি সহ জমা প্রদান করতে হবে।
ক্লে ব্রিকস (ইট) পণ্যের সিএম লাইসেন্স (গুণগত মান সনদ) গ্রহণ/নবায়ন পদ্ধতি:
ক্লে ব্রিকস (ইট) পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই এর নির্ধারিত আবেদন ফরম পূরণ পূর্বক নিমণ বর্ণিত কাগজপত্রসহ দাখিল করিতে হইবে।
(ক) ক্লে ব্রিকস (ইট) পণ্যের বিডিএস/বাংলাদেশ মান ক্রয় (মূল্য ৭০০/-)।
(খ) হাল নাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
(গ) ভ্যাট (VAT)/টিআইএন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।
(ঘ) হাল নাগাদ পরিবেশ ছাড়পত্র।
(ঙ) জেলা প্রশাসক কার্যালয়ের ইট পোড়ানোর লাইসেন্স।
Drinking Water
আবেদন এর সাথে প্রয়োজনীয় প্রামাণাদি (Required Documents for Application)-
পরিদর্শনকালীন প্রয়োজনীয় রেকর্ড (The records to be maintained)-
ফুড আইটেম পণ্যের সিএম লাইসেন্স (গুণগত মান সনদ) গ্রহণ/নবায়ন পদ্ধতি:
সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই এর নির্ধারিত আবেদন ফরম (প্রতিটি পণ্যের) পূরণপূর্বক নিম্নবর্ণিত কাগজপত্রসহ দাখিল করিতে হইবে:
(১) হাল নাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
(২) শিল্প-নকশা/ট্রেড মার্ক রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি।
(৩) ভ্যাট (VAT)/টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।
(৪) প্রিমিসেস লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (খাদ্য পণ্যের ক্ষেত্রে) এবং কর্মচারীর স্বাস্থ্যসনদ।
(৫) খাদ্য ও পানীয় পণ্যের লেবেল/মোড়কে (প্রযোজ্য ক্ষেত্রে) নিম্নে উল্লিখিত উপাদানসমূহের সুনির্দিষ্ট নাম/কোড থাকা আবশ্যক:
ক) কালার খ) ফ্লেভার গ) প্রিজারভেটিভ ঘ) আর্টিফিশিয়াল সুইটনার।
(৬) পরীক্ষণের যন্ত্রপাতির তালিকা
(৭) কারখানার যন্ত্রপাতির তালিকা।
(৮) ফ্যাক্টরী লে-আউট ও প্রোসেস ফ্লো-চার্ট।
(৯) পণ্যের ব্যবহৃত মোড়ক/লেবেলে সকল তথ্য বাংলাসহ নিমণবর্ণিত তথ্যাবলী উল্লেখ থাকিতে হইবে-
ক) পণ্যের নাম ও ব্রান্ড।
খ) গ্রেড/টাইপ/সাইজ (পণ্যের বিডিএস অনুযায়ী)
গ) ওজন/পরিমাণ।
ঘ) কোড/ব্যাচ নাম্বার।
ঙ) পণ্যের উপাদান সমূহ।
চ) উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ
ছ) উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
জ) সর্বোচ্চ খুচরা মূল্য।
ঝ) সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন। (Standard Mark)
ঞ) উৎপাদক ও আমদানীকারক প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা।
ট) মোড়কজাতকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদনকারীসহ মোড়কজাতকারকের নাম ও ঠিকানা
ঠ) পণ্যের লেবেলে পুষ্টিতথ্য উল্লেখ থাকলে তার অনুকূলে পরীক্ষণ প্রতিবেদন ।
***বিঃ দ্রঃ সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী অতিরিক্ত তথ্য প্রযোজ্য হইলে পণ্যের লেবেলে / মোড়কে অবশ্যই উল্লেখ করিতে হইবে।
বিএসটিআই হতে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র (গুণগত মান সনদ) গ্রহণ পদ্ধতি:
০১। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানের প্যাডে পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা বরাবর আবেদন করতে হবে।
০২। আবেদনের সাথে এলসি কপি, ইনভয়েজ, বিল অব এন্ট্রি, বিএল, আইআরসি, ট্রেড লাইসেন্স, টিন সনদ, এয়ারওয়ে বিল (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি দাখিল করতে হবে। এছাড়া খাদ্য পণ্যের ক্ষেত্রে উক্ত দেশের সার্টিফিকেট অব অরিজিন এবং পণ্যের অনুকূলে স্বাস্থ্যসনদ দাখিল করতে হবে।
**আমদানিকৃত গুঁড়া দুধ খাদ্য পণ্যের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
***বিঃ দ্রঃ সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী অতিরিক্ত তথ্য প্রযোজ্য হইলে পণ্যের লেবেলে / মোড়কে অবশ্যই উল্লেখ করিতে হইবে।
৩। প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত প্রাপ্তির পর তা যাচাই বাছাই করিয়া সঠিক পাওয়া গেলে বিএসটিআই’র ফিল্ড অফিসার কর্তৃক কাস্টম ওয়্যারহাউজ পরিদর্শনপূর্বক নমুনা সীলকরণ ও পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন।
৪। সীলকৃত নমুনা নির্ধারিত পরীক্ষণ ফিসহ বিএসটিআই’র পরীক্ষাগারে দ্রুততম সময়ে জমাদান।
৫। আমদানিকৃত পণ্যের গুণগত মান সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী পরীক্ষায় সন্তোষজনক হলে ছাড়পত্র প্রদানের জন্য মার্কিং ফির বিল পরিশোধের পর দ্রুততম সময়ে ছাড়পত্র ইস্যুকরণ:
ক) মার্কিং ফি :- ১। ফলজাতীয় পণ্যের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের মূল্যের উপর টাকা ০.০৭% হারে (সর্বনিম্ন ১২৫০/- এবং সর্বোচ্চ টাকা ১০,০০,০০০/-)।
খ) অন্যান্য পণ্যের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের মূল্যের উপর টাকা ০.১০% হারে (সর্বনিম্ন ১৮৭৫/- এবং সর্বোচ্চ টাকা ১৫,০০,০০০/-)।
৬। সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী পণ্যের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হইলে ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়।
৭। ছাড়পত্র প্রাপ্তির পূর্বে পণ্য/পণ্যসমূহ বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনগত দণ্ডনীয় অপরাধ।
৮। উল্লেখ্য সকল প্রকার ফির সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য।
সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই এর নির্ধারিত আবেদন ফরম (প্রতিটি পণ্যের) পূরণপূর্বক নিম্নবর্ণিত কাগজপত্রসহ দাখিল করিতে হইবে।
(১) হাল নাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
(২) শিল্প-নকশা/ট্রেড মার্ক রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি।
(৩) ভ্যাট (VAT)/টিআইএন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।
(৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক (a) পি.এইচ.পি সনদ, (b) ফর্মোলশন সনদ, (c) সেলস এন্ড ডিস্ট্রিবিউশন সনদ, (d) ক্যামিকেল ইমপোর্ট সনদ (একটিভ ইনগ্রেডিয়েন্টে) এর ফটোকপি জমা দিতে হবে।
(৫) পণ্যের ব্যবহৃত মোড়ক/লেবেলে সকল তথ্য বাংলাসহ নিম্নবর্ণিত তথ্যাবলী উল্লেখ থাকিতে হইবে।
(ক) পণ্যের নাম ও ব্রান্ড।
(খ) গ্রেড/টাইপ/সাইজ/ভোল্টেজ।
(গ) ওজন/পরিমাণ।
(ঘ) কোড/ব্যাচ নাম্বার।
(ঙ) পণ্যের উপাদান সমূহ।
(জ) উৎপাদনের তারিখ।
(ছ) মেয়াদ উত্তীর্ণের তারিখ।
(জ) জ্বলন ক্ষমতা
(ঝ) উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
(ঞ) সর্বোচ্চ খুচরা মূল্য।
(ট) সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন। (Standard Mark)
(ঠ) উৎপাদক ও আমদানীকারক প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা।
(ড) প্যাকেটজাতকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (প্রযোজ্য ক্ষেত্রে)।
***বিঃ দ্রঃ সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী অতিরিক্ত তথ্য প্রযোজ্য হইলে পণ্যের লেবেলে / মোড়কে অবশ্যই উল্লেখ করিতে হইবে।
নন-ফুড আইটেম পণ্যের সিএম লাইসেন্স (গুণগত মান সনদ) গ্রহণ/নবায়ন পদ্ধতি:
সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই এর নির্ধারিত আবেদন ফরম (প্রতিটি পণ্যের) পূরণপূর্বক নিম্নবর্ণিত কাগজপত্রসহ দাখিল করিতে হইবে:
১। হাল নাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
২। শিল্প-নকশা/ট্রেড মার্ক রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি।
৩। ভ্যাট (VAT)/টিন (TIN) সনদের সত্যায়িত ফটোকপি।
৪।ফায়ার লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
৫। পরীক্ষণের যন্ত্রপাতির তালিকা।
৬। সংশ্লিষ্ট পণ্যের বিডিএস ক্রয়।
৭। কারখানার যন্ত্রপাতির তালিকা।
৮। ফ্যাক্টরী লে-আউট ও প্রোসেস ফ্লো-চার্ট।
৯। হালনাগাদ পরিবেশ ছাড়পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
১০। পণ্যের ব্যবহৃত মোড়ক/লেবেলে সকল তথ্য বাংলাসহ নিম্নবর্ণিত তথ্যাবলী উল্লেখ থাকিতে হইবে-
ক) পণ্যের নাম ও ব্রান্ড।
খ) গ্রেড/টাইপ/সাইজ/ভোল্টেজ (পণ্যের বিডিএস অনুযায়ী)
গ) ওজন/পরিমাণ।
ঘ) কোড/ব্যাচ নাম্বার।
ঙ) পণ্যের উপাদান সমূহ।
চ) উৎপাদনের তারিখ।
ছ) মেয়াদ উত্তীর্ণের তারিখ।
জ) উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
ঝ) সর্বোচ্চ খুচরা মূল্য।
ঞ) সংশ্লিষ্ট বিডিএস নম্বরসহ গুণগত মান চিহ্ন। (Standard Mark)
ট) মোড়কজাতকারী/বাজারজাতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদনকারীসহ মোড়কজাতকারকের নাম ও ঠিকানা
***বিঃ দ্রঃ সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী অতিরিক্ত তথ্য প্রযোজ্য হইলে পণ্যের লেবেলে / মোড়কে অবশ্যই উল্লেখ করিতে হইবে।
Oil Based Products
আবেদন এর সাথে প্রয়োজনীয় প্রামাণাদি (Required Documents for Application)-
Pasteurised milk
আবেদন এর সাথে প্রয়োজনীয় প্রামাণাদি (Required Documents for Application) :
i) লাইসেন্স ফি: টা: ২০০/= প্রতি বছর
ii) মার্কিং ফি: ফল জাতীয় পণ্যের ক্ষেত্রে টা: ০.০৭% হারে (এক্স ফ্যাক্টরী: মূল্য) এবং সর্বনিম্ন টা: ১২৫০.০০ ও সর্বোচ্চ টা: ১০.০০.০০০.০০ ত্রবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে টা: ০.১০% হারে ( এক্স ফ্যাক্টরী মূল্য) যা সর্বনিম্ন টা: ১৮৭৫.০০ ও সর্বোচ্চ টা: ১৫,০০,০০০.০০ মাত্র।