Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১২১ ঢাকা মহানগরীর ফার্মগেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেজান পয়েন্ট, ফার্মগেট, ঢাকায় অভিযানকালে মল্লিক কসমেটিকস নামীয় দোকানে ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত পণ্য বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। একইসাথে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি ক্রিম দেখতে পাওয়া যায়। বিজ্ঞ আদালত তাৎক্ষণিকভাবে মল্লিক কসমেটিকস সহ অন্যান্য দোকানে থাকা পাকিস্তানি ক্রিম জব্দপূর্বক জনসমক্ষে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে সেজান পয়েন্ট এর ব্যবসায়ী নেতৃবৃন্দসহ জনসাধারণের সামনে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এসময় সেজান পয়েন্ট এর ব্যবসায়ী নেতৃবৃন্দ বিএসটিআই’র আইন সম্পর্কে অবহিত করা হয়। গুণগত মানের ছাড়পত্র ব্যতীত পণ্য বিক্রয়-বিতরণ ও বাজারজাত এবং মানবস্বাস্থের জন্য ক্ষতিকর নিষিদ্ধঘোষিত পাকিস্থানি ক্রিম বিক্রি বন্ধের জন্য অনুরোধ করা হয়। অতঃপর ফার্মগেটস্থ লাজ ফার্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্লোবাল বিজনেস সলিউশন নামীয় প্রতিষ্ঠানের আমদানিকৃত সেনসোডাইন টুথপেস্ট পণ্যের মোড়কজাতকরণ সনদ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় ওজন পরিমাপ ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০২-২০২৪
১২২ ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন এলাকায় ০৪.০২.২০২৪ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সিলিং রোজেস, সুইচ সকেট উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে এম. জি. পি. ইলেকট্রনিক্স, পূর্ব ধোলাইপাড়, কদমতলী, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ মোড়কজাত, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এবং এপিবিএন-১১ পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ০৫-০২-২০২৪
১২৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে ৩১.০১.২০২৪ তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট), ডিএমআই'র অংশগ্রহণে ঢাকা মহানগরীর বংশাল থানাধীন সিদ্দিক বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্যানিটারী ট্যাপওয়ার ও গিজার পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নবর্ণিত ৩টি প্রতিষ্ঠান/আউটলেট পরিদর্শন করা হয়: ১. আপন স্যানিটারী, ৩-সিদ্দিক বাজার মসজিদ মার্কেট, ঢাকা। ২. আল-ইমরান ট্রেডিং সেন্টার, ৩-সিদ্দিক বাজার মসজিদ মার্কেট, ঢাকা। ৩. ইকো স্যানিটারী, দোকান-৫, ৩-সিদ্দিক বাজার মসজিদ মার্কেট, ঢাকা। এছাড়া সার্বিকভাবে গিজার পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে উক্ত সিদ্দিক বাজার মসজিদ মার্কেট-এর বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশন এর সমিতির সভাপতিমন্ডলীর সাথে মত বিনিময় করা হয়। মত বিনিময়কালে গিজার পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণের বিষয়ে বিএসটিআই অফিসে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় পরামর্শ প্রদান করেন। জবাবে তারা অতিসত্ত্বর বিএসটিআই অফিসে যোগাযোগ করবেন বলে জানান। এছাড়াও "বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী বৈধ সিএম লাইসেন্স (গ্রহণ/নবায়ন/অন্তর্ভুক্ত) ও বাজারে ব্যবহৃত ওজন যন্ত্রসমূহের ভেরিফিকেশন সনদ গ্রহণ নিশ্চিত করাসহ আউটলেটে সকল প্রমাণক সংরক্ষণপূর্বক ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০৪-০২-২০২৪
১২৪ ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় ০১.০২.২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ (দশ) লিটারে ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৩০ মি. লি. এবং ২৮০ মি. লি. কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে এইচটিএস রিফুয়েলিং (প্রা.) লি:, প্লট-৪৮৬০, রামপুরা, বনশ্রী-ডেমরা লিংক রোড, ত্রিমোহনী, ঢাকা ফিলিং স্টেশনটিকে টাকা ৮০,০০০/- (আশি হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয়। এছাড়া উক্ত ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এবং এপিবিএন-১১ পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৪-০২-২০২৪
১২৫ ঢাকা মহানগরীর বনানী এলাকায় ০১-০২-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সুইটস অব বেঙ্গল (বাংলার মিষ্টি) নামীয় প্রতিষ্ঠানকে গুণগত মানসনদ ব্যতীত সুইটমিট পণ্য বিক্রয়-বিতরণ করায় সতর্ক করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিকে দ্রুততার সাথে সুইটমিট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। অতঃপর একই এলাকার এরাবিকা কফি-শপে অভিযানকালে বিএসটিআইয়ের মানসনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বিক্রয়-বিতরণ করায় সতর্ক করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৪-০২-২০২৪
১২৬ ঢাকা মহানগরীর মুগদা থানাধীন এলাকায় ৩০.০১.২০২৪ তারিখ রোজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক ফেস ওয়াশ, মধু, পেট্রোলিয়াম জেলী, গ্রীণ টি, সরিষার তেল উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে এক্সিল্যান্ট ওয়ার্ল্ড এগ্রো এন্ড ফুড কসমেটিক্স লিঃ, ৪৪/১, উত্তর মুগদাপাড়া ফ্যামিলি শমসের ভ্যালী, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা এবং একই প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, কারি পাউডার, সরিষার তেল, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ, টুথপেস্ট, গ্রীণ টি ইত্যাদি পণ্যসমূহের উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এবং জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) এর উপস্থিতিতে এপিবিএন-১১ পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ৩১-০১-২০২৪
১২৭ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ২৯.০১.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট), ডিএমআই'র অংশগ্রহণে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলিফ্যান্ট রোড-এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টেক্সটাইল কাপড়ের রং এর স্থায়িত্বের উপর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নবর্ণিত ২২টি প্রতিষ্ঠান/আউটলেট পরিদর্শন করা হয়: ১. টাইমস ফারনিশিং, ১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ২. মেসার্স ক্লাসিক ফেব্রিকস, ১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৩. ডেলিকেট ফেব্রিকস, ১১৮, এলিফ্যান্ট রোড, ঢাকা ৪. কার্টেন কর্ণার, ১১৭, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৫. স্কিপার, ১১৭, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৬. স্ক্রিন ফেয়ার, ১১৮/৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৭. ইকরা কারটেন গ্যালারি, ২৭১/৬, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৮. ব্রাইট হোম, ১১৮/৪, এলিফ্যান্ট রোড, ঢাকা। ৯. সোয়ান, ১০৬, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১০. আল নূর ফারনিশিং, ২৭২, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১১. ডেকো হোম, ২৭২/এ, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১২. কারটেইন প্যারাডাইস, ৩০০, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৩. ইয়ার ট্রেডিং, ৩০০/১, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৪. এ টি আই কারটেইন গ্যালারি, ১০৩, ৩০০, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৫. ফেব্রিকস ক্যাসেল, ১০৮, ১০৯, ১১০, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৬. ইউর চয়েজ ফেব্রিকস, ১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৭. আকাশ ফেব্রিকস, ৩০০, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৮. ডাইনাস্টি ফারনিশিং সেন্টার লি:, ২৯৯, এলিফ্যান্ট রোড, ঢাকা। ১৯. স্ক্রীন কর্ণার, ১১৮/৫, এলিফ্যান্ট রোড, ঢাকা। ২০. আনাস ফারনিশিং ফেব্রিকস শপ, ৩০০, এলিফ্যান্ট রোড, ঢাকা। ২১. জাহান ফেব্রিকস, ৩০১/২, ৩০১/৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ২২. সারফারাজ এম ফারনিশিং, ১০৫, এলিফ্যান্ট রোড, ঢাকা। সকল প্রতিষ্ঠানকে "বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী বৈধ সিএম লাইসেন্স (গ্রহণ/নবায়ন/অন্তর্ভুক্ত) ও কাপড় পরিমাপে মিটার স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ নিশ্চিত করাসহ আউটলেটে সকল প্রমাণক সংরক্ষণপূর্বক ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ৩১-০১-২০২৪
১২৮ ঢাকা যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার ২৯-০১-২০২৪ তারিখে ডিসিসি মার্কেটে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গুণগত মানের ছাড়পত্র ব্যতীত নিউ সুপার অটোমোবাইলকে Gulf, Champion ব্র্যান্ডের এবং সিটি অয়েল এজেন্সিকে Rymax ব্র্যান্ডের SAE0W/20 গ্রেডের ইঞ্জিন অয়েল পণ্য বিক্রয়-বিতরণ ও বাজারজাত করতে দেখা যায়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১০,০০০.০০ টাকা করে মোট ২০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। অভিযান শেষে দয়াগঞ্জ ডিসিসি মার্কেট এর ব্যবসায়ী নেতৃবৃন্দকে বিএসটিআই’র আইন সম্পর্কে অবহিত করা হয়। গুণগত মানের ছাড়পত্র ব্যতীত পণ্য বিক্রয়-বিতরণ ও বাজারজাত বন্ধের জন্য অনুরোধ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০১-২০২৪
১২৯ ঢাকা তেজগাঁও শিল্প এলাকা ও বনানী থানায় ২৮-০১-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শুরুতে তেজগাঁও শিল্প এলাকার পূর্ব নাখালপাড়ার ফ্রেশ লাইভ বেকারি এবং রসুলবাগ এলাকার লিজা ব্রেড এন্ড কনফেকশনারী নামীয় প্রতিষ্ঠান দুটিকে মোড়কজাত সার্টিফিকেট গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়-বিতরণ করায় ৫,০০০.০০ টাকা করে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। অতঃপর, ৭৭/এ, রোড#৩, ব্লক#এফ, বনানী, ঢাকায় অবস্থিত ডেজার্ট বুটিক বাই নাদিয়া লাখানি নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ডেকোরেটিভ কেক পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৯-০১-২০২৪
১৩০ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় ২৮.০১.২০২৪ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক চিপস (সততা ব্র্যান্ড) উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে দি রিয়েল বেস্ট ফুড প্রোডাক্টস, শহীদনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা এবং একই প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া ঝালমুড়ি, মাসালা নুডলস উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ডিএমপি পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৯-০১-২০২৪
১৩১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আব্দু্ল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট), ডিএমআই'র অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় ২৫.০১.২০২৪ তারিখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসন্ন রমজানের পূর্বে গুণগত মানসম্পন্ন বৈধ পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ, সরবরাহের নির্দেশনা প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিম্নবর্ণিত ১৭টি প্রতিষ্ঠান/আউটলেট পরিদর্শন করা হয়: ১. প্রতিষ্ঠান: বেইক মাস্টার; পণ্য: বিভিন্ন বেকারি পণ্য (পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, ইত্যাদি)। ২. প্রতিষ্ঠান: তামজীদ ফার্মা; পণ্য: দেশে উৎপাদিত ও আমদানিকৃত বিভিন্ন পণ্য। ৩. প্রতিষ্ঠান: হ্যাপি মার্ট; পণ্য: দেশে উৎপাদিত ও আমদানিকৃত বিভিন্ন পণ্য। ৪. প্রতিষ্ঠান: আসল ফুড; পণ্য: বিভিন্ন মসলা, মুড়ি, মধু, চিনি, সরিষার তেল, আচার, সস, লাচ্ছা সেমাই, ফার্মেন্টেড মিল্ক, স্বেচ্ছামূলক ও আমদানিকৃত বিভিন্ন পণ্য। ৫. প্রতিষ্ঠান: শতমূল এগ্রো; পণ্য: বিভিন্ন মসলা, মধু, সরিষার তেল, আচার, সস, লাচ্ছা সেমাই, ফার্মেন্টেড মিল্ক, স্বেচ্ছামূলক ও আমদানিকৃত বিভিন্ন পণ্য। ৬. প্রতিষ্ঠান: পিউরো পেস্ট্রি এন্ড বেকারি; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ৭. প্রতিষ্ঠান: আজোয়া বেইক এন্ড পেস্ট্রি; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ৮. প্রতিষ্ঠান: আল্-অ্যারাবিয়ান কেক এন্ড সুইটস্; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ৯. প্রতিষ্ঠান: আলিফ লাইভ বেকারি; পণ্য: বিভিন্ন বেকারি পণ্য। ১০. প্রতিষ্ঠান: ফুলকলি সুইটস্ লিঃ; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১১. প্রতিষ্ঠান: সুমি'জ হট কেক লিঃ; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১২. প্রতিষ্ঠান: পুষ্টি ডেইরি ফার্ম সুইটস্ এন্ড বেকারি; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১৩. প্রতিষ্ঠান: বিক্রমপুর লাইভ বেকারি; পণ্য: বিভিন্ন বেকারি পণ্য। ১৪. মিঠাই; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১৫. প্রতিষ্ঠান: বনফুল; পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১৬. প্রতিষ্ঠান: গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিঃ (কুপার'স); পণ্য: বিভিন্ন বেকারি ও সুইটমিট পণ্য। ১৭. প্রতিষ্ঠান: ওয়েল ফুড; পণ্য: বিভিন্ন বেকারি, সুইটমিট ও আইসক্রিম পণ্য। সকল প্রতিষ্ঠানকে "বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী বৈধ সিএম লাইসেন্স (গ্রহণ/নবায়ন/অন্তর্ভুক্ত), আমদানিকৃত পণ্যের কনসাইনমেন্টভিত্তিক ছাড়পত্র, পণ্য মোড়কজাতকরণ সনদ, মোড়কে প্রয়োজনীয় তথ্যাদির উল্লেখ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন নিশ্চিত করাসহ কারখানা ও আউটলেটে সকল প্রমাণক সংরক্ষণপূর্বক ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৮-০১-২০২৪
১৩২ ঢাকা মহানগরীর বাড্ডা, রামপুরা ও মতিঝিল এলাকায় ২৪-০১-২০২৪ তারিখে ঢাকা মহানগর পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে বাড্ডার আফতাবনগর এলাকার সুপার পিওর ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০.০০ টাকা জরিমানা এবং ফ্যাক্টরি সিলগালা করা হয়। পরবর্তীতে রামপুরা এলাকায় অবস্থিত রাজভোগ সুইটসকে উৎপাদনের তারিখ ব্যতীত ডেকোরেটিভ কেক করার অপরাধে ৩,০০০.০০ টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটি সুইটমিট পণ্যের লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। সর্বশেষ ৭৯/এ, মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত পূবালী পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাম্পটিতে পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি পেট্রোল ডিসপেনসিং ইউনিটে ১৯০ মি.লি এবং ২টি অকটেন ডিসপেনসিং ইউনিটে ৫১০ মি.লি ও ৫০০ মি.লি কম দেওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক ৩,০০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ডিসপেনসিং ইউনিট সিলগালা করা হয় । পেট্রোল পাম্পের ডিজেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দর মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মঈন উদ্দীন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০১-২০২৪
১৩৩ ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ২৩.০১.২০২৪ তারিখ রোজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), আইসক্রীম উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্লানেট ২০০০ লিমিটেড, ২৭ (পূর্বাংশ), তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এপিবিএন-১১ পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২৫-০১-২০২৪
১৩৪ ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় ২১.০১.২০২৪ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে হট বেকার্স, ২৫৬, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান নাবিল স্পেশাল লাইভ বেকারী, ডিআইটি রোড, রামপুরা বাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে বেকারি পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজিল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৩-০১-২০২৪
১৩৫ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও সাভার এলাকায় ২৫-১০-২০২৩ তারিখে ঢাকা মহানগর পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে মোহাম্মদপুর এলাকায় জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম লালসালু শপে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় প্রতিষ্ঠানটি সরিষার তেল ও মধু পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ করলেও আচার, ঘি, চানাচুরসহ বেশ কয়েকটি পণ্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয় বিতরণ করছে। একইসাথে পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় ৫,০০০.০০ হাজার জরিমানা করেন। পরবর্তীতে গাবতলী ও আমিনবাজার এলাকার ৩টি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পেট্রোল পাম্পের পরিমাপ সঠিক পাওয়া যায়। আমিন বাজার এলাকার অপর পাম্প শাহ আলম ফিলিং স্টেশন নামীয় পেট্রোল পাম্পটির পরিমাপে প্রতি ১০ লিটারে ৪০ মি.লি কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় ৩০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৬-১০-২০২৩
১৩৬ ঢাকা মহানগরীর কদমতলী থানার মাতুয়াইল ও দনিয়া এলাকায় ২৩-১০-২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের অভিযানে বন্ধু বেকারী এন্ড কনফেকশনারী, ৫৯৮, দনিয়া বাজার, কদমতলী, ঢাকা প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ধারায় ১০,০০০.০০ (দশ হাজার) টাকাসহ সর্বমোট ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র বিজ্ঞ আদালত কর্তৃক জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইদিন আদালত রায়েরবাগ, মাতুয়াইল এর স্পিড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফিলিং স্টেশনটির ৬টি ডিসপেনসিং ইউনিট যাচাই করা হয়। যাচাইয়ান্তে পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ দেওয়া হয়। একইসাথে সকল ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন সনদ ফিলিং স্টেশনে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২৩
১৩৭ ঢাকা মহানগরীর মিরপুর (পল্লবী) এলাকায় ১৮-১০-২০২৩ তারিখে ডিএমপির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যতীত শহুরে হাট, সুজাতনগর, ৭/২, রোড# ০১, পল্লবী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে সরিষার তেল, ঘি ও মুড়ি পণ্য এবং ডেজার্ট ডিলাইট, বাসা# ৭, রোড # ২৯/এ, পল্লবী, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে স্পঞ্জ কেক পণ্য বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। একইসাথে ডেজার্ট ডিলাইটে আমদানিকারকের স্টিকার ব্যতীত চকলেট পণ্য পাওয়া যায়। উভয় প্রতিষ্ঠানের অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ (১)/৪১ ধারায় ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা করে মোট ১০,০০০.০০ (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূবর্ক আদায় করে। বিজ্ঞ আদালত শহুরে হাটকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে সিএম লাইসেন্স এবং মোড়কজাতকরণ সনদের জন্য আবেদন করার নির্দেশনা প্রদান করেন। অপর প্রতিষ্ঠান ডেজার্ট ডিলাইটকে আমদানিকারকের স্টিকার ব্যতীত পণ্য না রাখার জন্য এবং কেক পণ্যের সকল ভেরিয়েন্ট অন্তর্ভুক্তির জন্য আবেদন করার নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত আজমেরী হক এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-১০-২০২৩
১৩৮ ঢাকা জেলার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় ১৭.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য ড্রিংকি ওয়াটার বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে জাহাঙ্গীরুল ট্রেড ইন্টারন্যাশনাল, ২০, কুনিপাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইমরান হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-১০-২০২৩
১৩৯ ঢাকা মহানগরীর "বংশাল" থানাধীন এলাকায় ১৭.১০.২০২৩ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে- ১) শৈলি বেকারি এন্ড দাদু কনফেকশনারি" বেকারি, আমিরাবাগ বাস রোড, কেরানীগঞ্জ, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত পাউরুটি, বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে উক্ত আইনের ৩০ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳ ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। এসময় প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত এবং বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতায় অন্তর্ভুক্ত নতুন পণ্য সুইটমিট এর অনুকূলে সিএম লাইসেন্স প্রক্রিয়াকরণের বিষয়ে অবহিতপূর্বক পরামর্শ প্রদান করা হয়। ২) কুসুম বেকারি এন্ড কোং, পশ্চিম কালিন্দী, কেরানীগঞ্জ, ঢাকা কর্তৃক স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকৃত কেক (স্পঞ্জ) এবং আমদানিকৃত ফ্রুট জুস, চকোলেট, টফি, ক্যান্ডি, ওটস, মধু, এর অনুকূলে সিএম লাইসেন্স/ছাড়পত্র সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় উক্ত আইনের ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। ৩) একই এলাকায় আদি লাল চাঁন গ্রান্ড সন্স, বংশাল, ঢাকা কর্তৃক ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮, অনুযায়ী ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৳ ৪০০০/- (চার হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত এবং বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতায় অন্তর্ভুক্ত নতুন পণ্য সুইটমিট এর অনুকূলে সিএম লাইসেন্স প্রক্রিয়াকরণের বিষয়ে অবহিতপূর্বক পরামর্শ প্রদান করা হয়। ৪) এছাড়া একই এলাকায় আমানিয়া বেকারি এন্ড সুইটস'র সকল কাগজপত্র সঠিক থাকায় উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। উপরোক্ত ০৪ (চার)টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে দুইটি আইনে সর্বমোট টাকা ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদানসহ ১(এক)টি প্রতিষ্ঠানের নমুনা আলামত হিসেবে জব্দ করা হয় এবং বিএসটিআই আইন মেনে ব্যবসা পরিচালনা করবে, মর্মে লিখিতভাবে মুচলেকা নেয়া হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে। ১৮-১০-২০২৩
১৪০ ঢাকা মহানগরীর "হাতিরঝিল" থানাধীন এলাকায় ১৬.১০.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাতকরণ লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "দই, বিস্কুট, উৎপাদন, বিক্রি, বিতরণ ও বাজারজাত করার অপরাধে " প্রকৃতি সুইটস এন্ড বেইকস", ৫৯৪/এ, নয়াটোলা, মধুবাগ, ঢাকা-কে, ৳৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করেন। এছাড়া, পাশাপাশি সদ্য প্রতিষ্ঠান "ক্রাউন কনফেকশনারি"-কে বিএসটিআই আইন সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক, ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে, বিএসটিআই 'র এ ধরনের, অভিযান অব্যাহত থাকবে। ১৭-১০-২০২৩

সর্বমোট তথ্য: ১০২০