Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
১২১ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় ১৫-০৫-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে, কোয়ালিটি চমচম, ৬০/১-এ, ব্রাহ্মণচিরণ, ধলপুর, ঢাকা; সুপার বিক্রমপুর, ৫৯/ক, ব্রাহ্মণচিরণ, যাত্রাবাড়ী, ঢাকা ও মুসলিম সুইটস এন্ড অন্তু বেকারি, ৬০/১, ব্রাহ্মণচিরণ, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স ব্যতীত ঘি, ফার্মেন্টেড মিল্ক, কেক ও বিস্কুট পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানসমূহ নিজস্ব কারখানায় পণ্য প্রস্তুত না করে অন্য প্রতিষ্ঠান হতে পণ্য সংগ্রহ করে-মর্মে জানালে বিজ্ঞ আদালত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স সংরক্ষণের জন্য ০৭ (সাত) দিন সময় দেন। কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশন, ৪৬/২, অতীশ দিপঙ্কর সড়ক, বিশ্বরোড, ঢাকা এর অকটেন, ডিজেল ইউনিটে পরিমাপে প্রতিটি ডিসপেনসিং ইউনিট সঠিক পাওয়া যায়। সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ করায় বিজ্ঞ আদালত ফিলিং স্টেশনটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৫-২০২৪
১২২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৪.০৫.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এম কে ফুড এন্ড চকোলেট; ০৪, শান্তিনগর, মিনহাজ কোর্ট (নীচ তলা), ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র ও মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ওটস, সেরেলাক, মল্ট বেভারেজ ফুড, রোস্টেড কফি, চিপস, মিনারেল ওয়াটার, শ্যাম্পু, চকোলেট, স্কিন ক্রীম ইত্যাদি পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্রসহ সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া আমল ফুডস; জিএফ # ৪, ৪১/এ, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা এবং সিক্রেট রেসিপি; গ্রীণ প্যালেস এপার্টমেন্ট, ৪১, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনাকালে পাউরুটি, কেক, বিস্কুট ও দই পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৫-০৫-২০২৪
১২৩ ঢাকা মহানগরীর কাফরুল ও মিরপুর এলাকায় ১৪-০৫-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে, দিল্লী সুইটস এন্ড বেকারী, ইব্রাহিমপুর, পুলপাড়, কাফরুল, ঢাকা নামীয় নামীয় প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স ব্যতীত ঘি, ফার্মেন্টেড মিল্ক, কেক ও বিস্কুট পণ্য বিক্রয় বিতরণ করছে। একইসাথে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স আছে-মর্মে ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যে তথ্য প্রদান করে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুয়ায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। মিরপুর-১৪ এলাকায় অভিযানকালে দিগন্ত ফিলিং স্টেশন, এ/৪, মিরপুর-১৪, মিরপুর, ঢাকা নামীয় ফিলিং স্টেশনটিকে জ্বালানি তেল পরিমাপে কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটিতে পরিমাপে প্রতি ১০ লিটারে অকটেনের ১টি ইউনিটে ৯০ মি.লি কম প্রদান করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে ফিলিং স্টেশনটির ১টি ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৫-২০২৪
১২৪ ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর এলাকায় ১৩-০৫-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় যে, তামিম ডেইরি ফার্ম এন্ড তামিম কাবাব রেস্তোরা, পশ্চিম ইসলামনগর, খালপাড় রোড, কামরাঙ্গীরচর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ঘি, ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট, সরিষার তেল ও মধ্য পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুয়ায়ী ১২ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। মোহাম্মদপুর এলাকায় অভিযানকালে সাদেক ফিলিং স্টেশন, সাদেকনগর মডেল টাউন, ৩২/এ/১৮, সুলতানগঞ্জ, রায়েরবাজার, মোহাম্মদপুর, ঢাকা নামীয় ফিলিং স্টেশনটিকে জ্বালানি তেল পরিমাপে কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটি পরিমাপে প্রতি ১০ লিটারে অকটেনের ২টি ইউনিটে যথাক্রমে ২০০ মি.লি ও ১৫০ মি.লি এবং ডিজেলের ২টি ইউনিটে ১৩০ মি.লি ও ৫০ মি.লি কম প্রদান করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে ফিলিং স্টেশনটির ৪টি ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৫-২০২৪
১২৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৩.০৫.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর পল্টন ও মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজারবাগ সার্ভিস স্টেশন; ৯৫৯/১, আউটার সার্কুলার রোড, ঢাকা এবং এইচ.কে. ফিলিং স্টেশন; ২/এ, টি এন্ড টি কলোনী, মতিঝিল ঢাকা নামক ফিলিং স্টেশন দুটিতে অভিযানকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। এছাড়া নিউ আনার বেকারী এন্ড কনফেকশনারি; ৪১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে পাউরুটি, কেক, বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৪-০৫-২০২৪
১২৬ ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ১২-০৫-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে গুলশান-১ এ অবস্থিত দি চকোলেট রুম, আইসক্রিম ল্যাব ও এ্যাবাকাস ক্যাফেতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, দি চকোলেট রুম নামীয় প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স গ্রহণ করলেও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশনা প্রদান করা হয়। আইসক্রিম ল্যাব নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণপূর্বক আইসক্রীম পণ্য এবং ছাড়পত্র গ্রহণপূর্বক চকোলেট পণ্য উৎপাদন ও বাজারজাত এর জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে, তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত সিকদার ফিলিং স্টেশন এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির সকল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-০৫-২০২৪
১২৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১২.০৫.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস.এম. মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এরাবিয়ান কেক এন্ড সুইটস; ১৪০৮/এ, খিলগাঁও চৌরাস্তা, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক ও ব্রেড পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া দি পিওর ডেইরী ফার্ম সুইটস এন্ড বেকারী, সেঞ্চুরি'স সুইটস বেকারী এন্ড ক্যাফে এবং পুষ্টি ডেইরী ফার্ম সুইটস এন্ড বেকারী; খিলগাঁও চৌরাস্তা, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনাকালে পাউরুটি, কেক, বিস্কুট ও দই পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৩-০৫-২০২৪
১২৮ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ০৯-০৫-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আশরাফ বেকারী, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা এবং পেনেরা এগ্রো ফুড প্রোডাক্টস, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরবর্তীতে, পেনেরা এগ্রো ফুড প্রোডাক্টস, ১০/বি, প্লট# ৩, ফকিরবাড়ী, মিরপুর-১০, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত উক্ত পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে বিজ্ঞ আদালত কর্তৃক বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৫-২০২৪
১২৯ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ০৮-০৫-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শাহ পরান ব্রেড, বিস্কুট ফ্যাক্টরি, ৫৬৪, বেরীবাধ, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ব্যতীত পাউরুটি পণ্য উৎপাদন এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য বাজারজাত করতে দেখা যায়। এছাড়াও ইতোপূর্বে প্রতিষ্ঠানটিকে কারখানার পরিবেশ উন্নয়নে দেওয়া নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করেনি-মর্মে বিজ্ঞ আদালতের নিকট প্রতীয়মান হয়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-০৫-২০২৪
১৩০ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ০৭-০৫-২০২৪ তারিখে এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভাগ্যকূল বিক্রমপুর সুইটস, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে গুণগত মানসনদ ব্যতীত সুইটমিট পণ্য বিক্রয়-বিতরণ করায় সতর্ক করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিকে দ্রুততার সাথে সুইটমিট পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। অতঃপর একই এলাকার মুসলিম সুইটস এন কনফেকশনারি, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের লাইসেন্স গ্রহণ করে পণ্য উৎপাদন করায় বিজ্ঞ আদালত ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে ডেকোরেটেড কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০৫-২০২৪
১৩১ ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় ০৬-০৫-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যেসকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে তার বিবরণ নিম্নরূপ: ১। এ্যানি ইলেকট্রিক স্টোর, ১২১, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত সুইচ, সকেট (ব্র্যান্ড: T n G, RMT, Olympic) সার্কিট ব্রেকার (ব্র্যান্ড: HAVELS) পণ্য বিক্রয় বিতরণ করার অপরাধে বিজ্ঞ আদালত কর্তৃক ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। ২। বাইকার্স কর্ণার, ১২০, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, বিএসটিআই’র মানচিহ্ন ব্যতীত এবং কিছু কিছু পণ্যে পূর্ণাঙ্গ তথ্য ব্যতীত হেলমেট পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটিকে আমদানিকারক প্রতিষ্ঠান হতে ছাড়পত্র সংগ্রহপূর্বক সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়। ৩। রয়েল স্যানিটারি, ১২০, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি ট্যাপওয়্যার, স্যানিটারি ওয়্যার এ্যাপ্লায়েন্সেস সহ অন্যান্য পণ্যের লাইসেন্স এবং ছাড়পত্র আছে কিনা তা যাচাই করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নুরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৭-০৫-২০২৪
১৩২ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৫.০৫.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাসিরের চমচম মিষ্টান্ন ভান্ডার; ৩২১, বড় মগবাজার, রমনা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া বনফুল এন্ড কোং; ৩৪০, বড় মগবাজার, রমনা, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে বিভিন্ন বেকারি পণ্য ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০৬-০৫-২০২৪
১৩৩ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় ০২-০৫-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খান কেমিক্যাল, মাতুয়াইল, পশ্চিমপাড়া, দরবার শরীফ রোড, যাত্রাবাড়ী, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে দেখা যায় যে প্রতিষ্ঠানটি গঙ্গা পাওয়ার বুস্টার নামীয় ব্রান্ডের মশার কয়েল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে উক্ত পণ্য ছাড়াও গঙ্গা সুপার, গঙ্গা নিশান ও গঙ্গা ব্ল্যাক নামক মশার কয়েল উৎপাদন করছে। একই সাথে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এসকল পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা সহ সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শহীদুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০৫-২০২৪
১৩৪ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০২.০৫.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রায়হান হায়দার সম্রাট, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নর্থ ইন্ড (প্রাঃ) লিঃ; খ-৪৭/১, প্রগতি স্মরণী, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিস্কুট ও কেক পণ্য বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়।জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০৫-০৫-২০২৪
১৩৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ৩০.০৪.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর শান্তিনগর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওয়েস্টার্ন গ্ল্যামার; দোকান # ২৫-২৬, ক্যাপিটাল সিরাজ সেন্টার, ১০, নিউ বেইলী রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, স্কিন লোশন, লিপস্টিক, স্কিন ক্রীম পণ্য বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং টাচ এন্ড টেক; দোকান # ৩০-৩১, ক্যাপিটাল সিরাজ সেন্টার, ১০, নিউ বেইলী রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, স্কিন লোশন, নেইল পলিশ পণ্য বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া হলমার্ক; দোকান # ৩২-৩৪, ক্যাপিটাল সিরাজ সেন্টার, ১০, নিউ বেইলী রোড, ঢাকা; হারলেন স্টোর; দোকান # ৩৭, ক্যাপিটাল সিরাজ সেন্টার, ১০, নিউ বেইলী রোড, ঢাকা এবং সাজগোজ; দোকান # ২৮-২৯, ক্যাপিটাল সিরাজ সেন্টার, ১০, নিউ বেইলী রোড, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনাকালে বিভিন্ন কসমেটিকস পণ্যের বিএসটিআই ছাড়পত্র পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং বিএসটিআই'র ছাড়পত্রবিহীন পণ্য বিক্রয় না করার জন্য পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০২-০৫-২০২৪
১৩৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৮.০৪.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডেইলী শপিং; হাউজ # ৮, ১৩, রোড # ৪,৫, ব্লক # এ, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানিকৃত জুস, কফি পাউডার, ওটস বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫/২৭ ধারায় টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত প্রাণ ব্র্যান্ডের বিস্কুট, চানাচুর, পপ কর্ণ, সস, গুড়া মশলা, লাচ্ছা সেমাই পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ৫,০০০/- (পঁাচ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৯-০৪-২০২৪
১৩৭ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৫.০৪.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বনফুল ফ্রানসেস; ই-১৮/২, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত মুড়ি, চিনিগুঁড়া চাল, মসলা পণ্য বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারায় টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং মধুবন অভিজাত মিষ্টি বিপনী; গ-৯৯/৬, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ঘি, ফার্মান্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ এর ২৭ ধারায় টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র সহ সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া বিক্রমপুর লাইভ বেকারি; শ-১৫/৫, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে পাউরুটি, কেক ও বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৮-০৪-২০২৪
১৩৮ ঢাকা মহানগরীর খিলগাঁও ও মালিবাগ এলাকায় ২৫-০৪-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যেসকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে তার বিবরণ নিম্নরূপ: ১। করিম লাইভ বেকারি, ৪০০/বি, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বাজারজাত করার অপরাধে ৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। ২। বাইক ফেয়ার, চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, বিএসটিআই’র মানচিহ্ন ব্যতীত হেলমেট পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটিকে আমদানিকারক প্রতিষ্ঠান হতে ছাড়পত্র সংগ্রহপূর্বক সংরক্ষণের নির্দেশ প্রদান করা হয়। ৩। বাটারি বাইট, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত কারখানার ঠিকানা ও নাম পরিবর্তন করে পণ্য উৎপাদন করতে দেখা যায়। নতুন ঠিকানায় দ্রুততার সাথে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। ৪। ফুলকলি সুইটস লিঃ, মালিবাগ চৌধুরীপাড়া, খিলগাঁও, ঢাকা শাখায় অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করেননি। এসকল ভেরিয়েন্টের অনুকূলে আগামী ৫ কর্মদিবসের মধ্যে পণ্য মোড়কজাতকরণ সনদ এবং মিষ্টি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। ৫। মুসলিম লাইভ বেকারি, তালতলা, খিলগাঁও, ঢাকা নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ সনদ ও সিএম লাইসেন্স ব্যতীত কেক ও পাউরুরি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। দ্রুততার সাথে পণ্য দুটির অনুকূলে লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নুরুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-০৪-২০২৪
১৩৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৪.০৪.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লাসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ; হাউজ # ২২, ব্লক # জি, বনশ্রী মেইন রোড, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সিনথেটিক এনামেল ও ইমালসন পেইন্ট পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এছাড়া কালার্স এন্ড কালার্স; বাড়ী # ০১, ব্লক # জি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টস এর সিনথেটিক এনামেল পেইন্ট ও ইমালসন পেইন্ট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স হালনাগাদ পাওয়ায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং মেড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৫-০৪-২০২৪
১৪০ ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় ২৩-০৪-২০২৪ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইউরেকা এন্টারপ্রাইজ, ১৭/১, আরজতপাড়া, মহাখালী, তেজগাঁও, ঢাকা নামীয় ফিলিং স্টেশনে অভিযানকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ৪টি অকটেন ডিসপেনসিং ইউনিট এর মধ্যে ৩টিতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ মি.লি, ২২০ মি.লি ও ২২৫ মি.লি কম প্রদান করছে। অপর ১টি ডিসপেনসিং ইউনিটের পরিমাপ নির্ধারিত মাত্রায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। একইসাথে পরিমাপে কম দেওয়া ৩টি ডিসপেনসিং ইউনিট সিলগালা করার নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৪-০৪-২০২৪

সর্বমোট তথ্য: ১১০০