Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৯৮১ অদ্য ২৪-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় রামপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) ফারহান ফুড এন্ড বেভারেজ, বাড়ী-২৮, রোড-০১, বনশ্রী, রামপুরা, ঢাকা কর্তৃক ড্রিংকিং ওয়াটার পণ্য বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা ও (২) খাস ফুড, বনশ্রী আউটলেট, বাড়ী এফ/২, সড়ক-৫, ব্লক-এফ, এভিনিউ-এফ, বনশ্রী, রামপুরা, ঢাকা কর্তৃক উৎপাদিত আচার, চিনি, ব্ল্যাক টি, মধু, মরিচের গুড়া ও সরিষার তেল বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় এবং বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত না হওয়া সত্বেও খেজুর, মসুর ডাল, মুগ ডাল পণ্যে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বিক্রি করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ৫০,০০০/- টাকা বিজ্ঞ আদালত জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৪-০২-২০২১
৯৮২ পরিমাপে কারচুপি, ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজনযন্ত্রের ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর বংশাল এলাকায় ২৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তারিখে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা জেলার বংশাল এলাকায় অবস্থিত মেসার্স বিসমিল্লাহ স্টোর-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা, আকিক এন্ড সিফাত ষ্টীল কর্পোরেশন-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা, মোহাম্মদ আলী এন্ড সন্স-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা, ইসলাম এন্ড ব্রাদার্স-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা এবং আল নাসির সুইটস-কে ১০,০০০/- (দশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোহাম্মদ শফিকুল আলম এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ২৪-০২-২০২১
৯৮৩ অদ্য ২৩-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে দি বেষ্ট রিয়েল ফুড প্রোডাক্টস, শহীদনগর, ফতুল্লা, নারায়নগঞ্জ কর্তৃক উৎপাদিত চানাচুর, মুড়ি ও চিপস ব্রান্ড- মিনা, রাজু, ডিংডং, জিরো, পটেটো ক্রেকাস, সততা, ফান, নুডুলস) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২৩-০২-২০২১
৯৮৪ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স একতা এন্টারপ্রাইজ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ৩টি ডিজিটাল স্কেল ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স মায়ের দোয়া ফ্যাশন বিস্কুট পণ্যের মোড়কে পণ্যের নাম, ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ নাই, পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ১০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২২-০২-২০২১
৯৮৫ অদ্য ২২-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সাবু সপ, বাড়ী-১৬, দোকান-২০০, জেনেটিক প্লাজা, ধানমন্ডি, ঢাকা কর্তৃক আমদানীকৃত স্কিন ক্রিম, টয়লেট সোপ, শ্যাম্পু পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত যথাক্রমে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ২২-০২-২০২১
৯৮৬ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর আদাবর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আজ বৃহষ্পতিবার ঢাকা মহানগরীর আদাবর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, মেসার্স প্রিন্স বাজার (সুপার শপ) প্রিন্স ক্রিম ব্রেড পণ্যের মোড়কে পণ্যের নাম, ওজন, মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা স্থায়ীভাবে উল্লেখ না থাকায় এবং পরিজাত ব্রান্ডের ১০কেজি চালের বস্তায় ১২০ গ্রাম কম প্রদান করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়ও একই এলাকার মেসার্স আজমিরী স্টীল কর্পোরেশন রড সিমেন্টের দোকানে সিমেন্ট পরিমাপে ফ্রেশ ব্রান্ডের ৫০ কেজির বস্তায় ৪০০ গ্রাম কম পাওয়ায় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল প্লাটফরম স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ১৮-০২-২০২১
৯৮৭ ওজন পরিমাপে কারচুপি এবং ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্র ব্যবহার করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগরের বংশাল এলাকায় ১৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রি. তারিখে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা মহানগরের বংশাল এলাকায় অবস্থিত শফিক স্টীল কর্পোরেশনকে রড পরিমাপে ওজনে প্রতি ১টনে ১০ কেজি কম এবং সোনালী আয়রন এন্ড স্টীল স্টোরকে রড পরিমাপে ওজনে প্রতি ১টনে ৬ কেজি কম প্রদান ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মাসুদ আল মামুন এবং পরিদর্শক(মেট্রোলজি) সোহাগ হায়দার অংশগ্রহণ করেন। ১৮-০২-২০২১
৯৮৮ অদ্য ১৭-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে (১) ক্রিম ব্রেড এন্ড কনফেকশনারী, ৩০২/১, নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা ও (২) লিজা ব্রেড এন্ড কনফেকশনারী, ২৭/১, রসুলবাগ, তেজগাঁও, ঢাকা কর্তৃক উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ও ১৫/২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত যথাক্রমে ১,০০,০০০/- ও ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও নুসরাত জাহান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১৭-০২-২০২১
৯৮৯ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর শাহজাদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিঃ, সোমবার ঢাকা মহানগরীর শাহজাদপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রড সিমেন্টের দোকান মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশন রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৩০০ গ্রাম কম প্রদান করায় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের হালনাগাদ বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা একই এলাকার মেসার্স নিউ স্টীল কর্পোরেশন রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ১ কেজি ২০০ গ্রাম কম প্রদান করায় এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স সানমুন ট্রেডার্স এর ৩০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ১৫-০২-২০২১
৯৯০ বিএসটিআই এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কেরাণীগঞ্জ এলাকায় ১৪.০২.২০২১ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে শাহ্ কেমিক্যাল ফুড এন্ড বেভারেজ কো:, কালিন্দী, কেরাণীগঞ্জ প্রতিষ্ঠানটির উৎপাদিত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার ও লন্ড্রি সোপ পণ্যের লেবেলে বিএসটিআইর মান চিহ্ন অবৈধ ভাবে ব্যবহার করায় ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের পণ্য জব্দ পূর্বক ধ্বংস করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন খায়রুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম)। ১৫-০২-২০২১
৯৯১ অদ্য ১১-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর রামপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মোহাম্মদ আলী ডেইরী ফাম, বাড়ী-২, রোড-৫, ব্লক-এ, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ফার্মান্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফুডল্যান্ড প্রোক্টস, বাড়ী-৬, রোড-১, ব্লক-ডি, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ফার্মান্টেড মিল্ক (দই), পাউরুটি, বিস্কুট, কেক ও চানাচুর পণ্যের বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১১-০২-২০২১
৯৯২ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ৪টি পেট্রোল পাম্পকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। টাঙ্গাইল জেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও ঢাকা জেলার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে বিজ্ঞ আদালত বরাবর ৪টি মামলা দায়ের করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বিএসটিআই’র সহযোগিতায় ১০ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে টাঙ্গাইল জেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায় মেসার্স এশিয়ান হাইওয়ে ফিলিং স্টেশন এর আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স আব্দুর রহমান ফিলিং স্টেশন’কে ২ হাজার টাকা, মেসার্স এম.আরফান খান এন্ড কোং’কে ১০ হাজার টাকা এবং মেসার্স মা সূচনা ফিলিং স্টেশন’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার স্কোয়াড অভিযান পরিচালনাকালে মেসার্স ঢাকা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৫০ মিলিলিটার ও ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ২৩০ মিলিলিটার কম প্রদান করায় এবং ৩টি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাদীখান এলাকার মেসার্স ইসলাম ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫৩০ মিলিলিটার, ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৪০০ ও ২০০ মিলিলিটার, মেসার্স মোহাম্মদীয়া ফিলিং স্টেশন ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৬৭০ মিলিলিটার, ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৭১০ মিলিলিটার ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৬০০ ও ৫৭০ মিলিলিটার কম প্রদান করায় এবং মেসার্স মা ফিলিং স্টেশন এর ২টি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন অংশগ্রহণ করেন। ১১-০২-২০২১
৯৯৩ অদ্য ১০-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর শের-ই-বাংলা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদল শস্য ভান্ডার, ৫৬/৪, পান্থপথ, ঢাকা ঢাকা কর্তৃক উৎপাদিত আচার ( রসুন, জলপাই, আমড়া, ও চালতা), হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুড়া, নারিকেল তেল সরিষার তেল, ঘি, মধু, চিনি, লাচ্ছা সেমাই, ও মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব নুসরাত জাহান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ১০-০২-২০২১
৯৯৪ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ভাটরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও মহানগরীর কারওয়ান বাজার এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে বিজ্ঞ আদালত বরাবর ২টি মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর ভাটরা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রড সিমেন্টের দোকান মেসার্স কে.এ স্টীল হাউস রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৮০০ গ্রাম কম প্রদান করায় এবং ২০০০ কেজি ধারণক্ষমতার প্লাটফরম ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা একই এলাকার মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ২০০ গ্রাম কম প্রদান এবং ১৫০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল প্লাটফরম স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ০৮ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় মেসার্স অর্ণা এন্টারপ্রাইজ ও মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান দুইটি সরবরাহকারী সনদ গ্রহণ না করেই ডিজিটাল স্কেল সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইনজামামুল হক এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম, পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন ও মো: ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৯-০২-২০২১
৯৯৫ কাপড় পরিমাপে ননমেট্রিক একক ব্যবহারের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার ভাটারা এলাকায় অবস্থিত টপ টেন মার্ট-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও ঢাকা মহানগরীর গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং ষ্টেশন, খিলক্ষেতে অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং ষ্টেশন, কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত পিনাকল পাওয়ার লিঃ এবং নিউ এয়ারপোর্ট রোড এলাকার ডি এল ফিলিং ষ্টেশনসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আল হাসনাত অংশগ্রহণ করেন। ০৮-০২-২০২১
৯৯৬ অদ্য ০৭-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর হাতিরঝিল এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আল মুনসুর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,৩৯৪, পশ্চিম রামপুরা, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যতিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদনপূর্বক মানচিহ্ন ব্যবহার করে বিক্রি-বিতরণ করায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন,ফিল্ড অফিসার (সিএম) ও জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৭-০২-২০২১
৯৯৭ অদ্য ০৪-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে এ এস পি ফুড প্রোডাঃ, মিরপুর-৬, ঢাকা কর্তৃক উৎপাদিত ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্যটি বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া নিউ কোয়ালিটি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, দক্ষিণ বিশিল, মিরপুর-১, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআই’র হতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ব্রেড (মিল্ক, প্রেটিন, বান), কেক (ফ্রূট) ও চানাচুর বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০২-২০২১
৯৯৮ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ০৩-০২-২০২১ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চাঁদ উদ্যান হাউজিং এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে লামিয়া সুপার মশার কয়েল, চাঁদ উদ্যান হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত মশার কয়েল পণ্যের (ব্রান্ড: লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং) পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মশার কয়েল পণ্যের মোড়কে অবৈধভাবে মশার কয়েল পণ্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহারপূর্বক বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ২০০০০০/- (দুই লক্ষ) টাকা মূল্যের এক ট্রাক মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০৪-০২-২০২১
৯৯৯ পরিমাপে কারচুপির অপরাধে ৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আজ বুধবার স্কোয়াড অভিযানের মাধ্যমে ঢাকা জেলার ধামরাই এলাকার মেসার্স করিম ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১২০, ১৬০ ও ১৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২১০ মিলিলিটার কম প্রদান করছে। মানিকগঞ্জ এর সিংগাইর রোড এলাকার মেসার্স মিলনস ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ১৬০ মিলিলিটার, ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ১৮০ মিলিলিটার ও ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ১৯০ ও ১৮০ মিলিলিটার করে কম প্রদান এবং সিংগাইর বাস স্ট্যান্ড এলাকার মেসার্স নিউ ফিলিং স্টেশন ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪০ মিলিলিটার এবং ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫০ মিলিলিটার করে কম প্রদান করে। এছাড়াও আরেকটি স্কোয়াড অভিযানে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার এলাকার মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ০১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০লিটারে ৪২০ মিলিলিটার ও ০১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪৬০ মিলিলিটার করে কম প্রদান করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০৪টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্কোয়াড অভিযানে ঢাকা ও মানিকগঞ্জ জেলায় বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত এবং মুন্সিগঞ্জ জেলায় ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৩-০২-২০২১
১০০০ অদ্য ০২-০২-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর রামপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে দেশী সুপার সপ এন্ড ফার্মা, ৩২২/ই, পূর্ব রামপুরা, ঢাকা কর্তৃক জনসন বেবী লোশন, বেবী শ্যাম্পু, বেবী পাউডার, টয়লেট সোপ, আফাটার সেভিং লোশন, শ্যাম্পু, মধু ও বিস্কুট আমাদনীকৃত পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকেউটিং অফিসার হিসেবে জনাব মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন। ০২-০২-২০২১

সর্বমোট তথ্য: ১০৭৯