Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৮৮১ অদ্য ০৩-০৫-২০২১ তারিখে বিএসটিআই ও র‌্যাব-৪ এর যৌথ উদ্যোগে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আগোরা লিঃ, পল্লবী, মিরপুর, ঢাকা বিএসটিআইর লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে বিস্কুট পণ্যের মোড়কে বিএসটিআইর লোগো/ মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইনে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ০৩-০৫-২০২১
৮৮২ অদ্য ০৩/০৫/২০২১ খ্রিঃ তারিখে র‍্যাব - ৪ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব মোঃ আনিছ উর রহমান এর নেতৃত্বে র‍্যাব - ৪ ও বিএসটিআই এর সমন্বয়ে ঢাকা মহানগরীর পল্লবী, মিরপুর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত আদালতে আগোরা লিঃ পল্লবী, মিরপুর কর্তৃক বিক্রয়- বিতরণকৃত এবং ঢাকা ফার্ম, লালবাগ কর্তৃক উৎপাদনকৃত ১২ টি পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন না করে বিক্রয় -বিতরণ করায় এবং ইয়া নবাবী, রেলিশ এভরিডে ব্রান্ডের বিস্কুটে যথাক্রমে ৪০০ গ্রামে ৪০গ্রাম এবং ৪৪০ গ্রামে ৩০ গ্রাম কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এবং ২৯ ধারায় মোট -১০০০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট), ডিএমআই এবং আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) বিএসটিআই প্রধান কার্যালয়,ঢাকা। ০৩-০৫-২০২১
৮৮৩ অদ্য ০৩.০৫.২০২১ তারিখে বিএসটিআই ও RAB-এর যৌথ উদ্যোগে ঢাকা মহানগরী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং স্বাস্থ্য ও পরিবেশগত ব্যত্যয় ঘটায় ১. সুপার মনিং ফুড প্রোডাক্টস - ৩,০০,০০০/- টাকা; ২. সাথী আইসক্রিম ফ্যাক্টরি - ১,০০,০০০/- টাকা; ৩. রস লিঃ- ৫,০০,০০০/- টাকা; ৪. গ্রামীন সুইটমিট বেকারী এন্ড ফুড লিমিটেড - ৪,৫০,০০০/- টাকা; ৫. আয়শা বেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি - ১,০০,০০০/- টাকা; ৬. হাবিব বেকারি - ৭৫,০০০/- টাকা; ৭. ভারজিন বেকারী- ১,৫০,০০০/- টাকা সর্বমোট ১৬,৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে। উক্ত মোবাইল কোর্টে RAB এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও প্রসিকিউটিং অফিসার হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ রেজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন। ০৩-০৫-২০২১
৮৮৪ অদ্য ০৩-০৫-২০২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সাগর ফুড প্রোডাক্টস, লালমিয়া কলোনী, ব্রাহ্মনকীতা, কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন ব্যতিত লাচ্ছা সেমাই পণ্য নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউশন অফিসার হিসেবে প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম)অংশগ্রহণ করেন। ০৩-০৫-২০২১
৮৮৫ অদ্য ২৮-০৪-২০২১ তারিখে র্যাব-১০ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আখতারুজ্জামান এর নেতৃত্বে কেরানীগঞ্জ, ঢাকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে মাসুম বেকারি এন্ড কনফেকশনারি, জিঞ্জিরা, কেরানীগঞ্জকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে চানাচুর, কেক পণ্য উৎপাদন ও বিপণন করার অপরাধে ২,৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। একই এলাকার তিতাস বেকারিকে ১,০০,০০০.০০ টাকা ও সততা কনজ্যুমার ফুডস প্রোডাক্টসকে ১,০০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় দুটা হোটেলকে ২,৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ মাজহারুল ইসলাম অংশগ্রহণ করেন। ২৮-০৪-২০২১
৮৮৬ আজ ২৮.০৪.২০২১ খ্রি. তারিখে RAB-1 এবং বিএসটিআই, ঢাকার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স টি এম মাস্টার ফিলিং স্টেশনে ০৩ টি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৯০ মি.লি, ৩৮০ মিলি এবং ৩৮০ মিলি, ০১ টি অকটেন ইউনিটে ৫৮০ মিলি করে জ্বালানি তেল কম প্রদান এবং বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে মেসার্স মুন্সি ফিলিং স্টেশনকে প্রতি ১০ লিটারে পেট্রোল ৩৫০ মিলি, অকটেন ৩৮০ মিলি এবং ডিজেল ১৯০ মিলি ও ৪৮০ মিলি করে কম প্রদান করায় ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও মেসার্স ভুলতা ফিলিং স্টেশন প্রতি ১০ লিটার ডিজেলে ৪৩০ মিলি এবং অকটেনে ৪২০ মিলি করে জ্বালানি তেল কম দেওয়ায় ৫০,০০০/- টাকা অর্থ দণ্ড করা হয়। মোবাইল কোর্টে RAB-1এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাদির শাহ এর নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শকবৃন্দ মোঃ মাছুদুল হক এবং মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৮-০৪-২০২১
৮৮৭ বিএসটিআই ও RAB-4 এর যৌথ উদ্যোগে ২৭-০৪-২০২১ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান এর নেতৃত্বে সাভার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি নামবিহীন অবৈধ মশার কয়েল প্রতিষ্ঠানকে বিএসটিআই'র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে নিম পাতা, জি প্লাস, সুপার পাওয়ার, হাট, গুড একশন, হিমালয়, ডিসি পাওয়ার ব্যান্ডের পণ্য উৎপাদন, বিক্রি-বিতরণ করায় বিএসটিআই আইনে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের পক্ষে আদালতে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৮-০৪-২০২১
৮৮৮ বিএসটিআই ও RAB-এর যৌথ উদ্যোগে ২৬.০৪.২০২১ তারিখে কেরানীগঞ্জ, ঢাকা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং স্বাস্থ্য ও পরিবেশগত ব্যত্যয় ঘটায় ১. শুভেচ্ছা বেকারি - ২,০০,০০০/- টাকা; ২. যমুনা বেকারি - ২,০০,০০০/- টাকা; ৩. সুপার কুসুম বেকারি এন্ড কনফেকশনারি - ১,৫০,০০০/- টাকা; ৪. সাগর ফুড প্রোডাক্টস - ১,০০,০০০/- টাকা; ৫. কুসুম বেকারি - ২,০০,০০০/- টাকা; ৬. শৈলী বেকারি এন্ড দাদু কনফেকশনারি - ৪,০০,০০০/- টাকা; সর্বমোট ১২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে। উক্ত মোবাইল কোর্টে RAB এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও প্রসিকিউটিং অফিসার হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ শরীফ হোসেন উপস্থিত ছিলেন। ২৮-০৪-২০২১
৮৮৯ অদ্য ২৬-০৪-২০২১ তারিখে বিএসটিআই ও র‍্যাব এর যৌথ উদ্যোগে র‍্যাব এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে সাভার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নাসির ফুড এন্ড বেকারী, মধুমতি মডেল টাউন, হেমায়েতপুর, সাভার, ঢাকা বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে লাচ্ছা সেমাই পণ্যের মোড়কে বিএসটিআইর লোগো/ মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইনে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ও নিরাপদ খাদ্য আইনে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ১৯০ টুকরি লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ২৬-০৪-২০২১
৮৯০ অদ্য ২৫-০৪-২০২১ তারিখে বিএসটিআই ও র‍্যাব এর যৌথ উদ্যোগে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে মিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজ, মিরপুর-১১,ঢাকা বিএসটিআইর লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে মশার কয়েল পণ্যের মোড়কে বিএসটিআইর লোগো/মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ২৫-০৪-২০২১
৮৯১ অদ্য ২৫-০৪-২০২১ তারিখে বিএসটিআই ও র‍্যাব-১০ এর যৌথ উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আক্তারুজ্জামান এর নেতৃত্বে চকবাজার এবং যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে- ছোট কাটরার এবং বাকস গলিতে দুটি নামবিহীন অবৈধ প্রতিষ্ঠানকে বিএসটিআই'র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে প্যারাসূট, বেলী, কুমারিকা এবং ডাবর আমলা ব্রান্ড নামে নকল হেয়ার অয়েল পন্য উৎপাদন, বিক্রি-বিতরণ করায় বিএসটিআই আইনে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা এবং ২০ লক্ষ টাকার মাল জব্দপুর্বক ধ্বংস করা হয়। তাছাড়াও আরমানিটোলা এলাকায় ৪টি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ক্যামিকেলসহ অন্যান্য ক্যামিকেল অনুমোদন ছাড়া সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।উক্ত কোর্ট যাত্রাবাড়ী এলাকায় বিএসটিআই'র লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে আল্লার দান বেকারি এন্ড কনফেকশনারি কেক, ব্রেড এবং বিস্কুট পন্য উৎপাদন করায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং রামিসা এগ্রো ফুডকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।বিএসটিআইয়ের পক্ষে আদালতে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫-০৪-২০২১
৮৯২ অদ্য ৩১/০৩/২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিমুল এহসান-এর নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআই হতে 'কাপড়ে রং-এর স্থায়িত্বের' অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিভিন্ন পণ্য (পাঞ্জাবি, প্যান্ট, শার্ট ইত্যাদি) অবৈধভাবে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বি ওয়াই এস এল গ্লোবাল ইন্ডাঃ লিঃ (ব্র্যান্ড: ইল্লিয়ন),৭৩ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) অংশগ্রহণ করেন। ৩১-০৩-২০২১
৮৯৩ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পে ২ লক্ষ টাকা জরিমানা ও ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং ঢাকা মহানগরীর বেগম রোকেয়া সরণি এলাকায় স্কোয়াড অভিযানের মাধ্যমে মামলা দায়ের করা হয়। গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় ২৩-০৩-২০২১ তারিখে র্যা ব ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স তাহের এন্ড সন্স (প্রা:) লি: নামক পাম্পে একটি ডিজেল ইউনিটে প্রতি দশ লিটারে ২৫০ মিলি লিটার ডিজেল কম প্রদান, হালনাগাদ ভেরিফিকেশন সনদ বিহীন ডিসপেন্সিং ইউনিট ব্যবহার এবং হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট বিহীন স্টোরেজ ট্যাংক ব্যবহার করায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অয়ন অনিক ফিলিং স্টেশনে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৬০ মি.লি এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩২০ মিলি, ৩১০ মিলি ও ৩৩০ মিলি করে ডিজেল কম প্রদান করায় আরও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইদিন ঢাকা মহানগরীর বেগম রোকেয়া সরণি এলাকায় স্কোয়াড অভিযানে মেসার্স হাসান ফিলিং স্টেশন দুটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩২০ মিলি ও ১১০ মিলি করে অকটেন কম প্রদান করায় এবং মেসার্স সোবহান ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন প্রতি ১০ লিটারে অকটেন ৭৩০ মিলি ও ডিজেল ৭৪০ মিলি করে কম প্রদান করায় পাম্প দুটির বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে র্যা ব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ২৩-০৩-২০২১
৮৯৪ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার শপ ও একটি বেকারী প্রতিষ্ঠান’কে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর দক্ষিণ বনশ্রী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স সানি মার্ট নামক প্রতিষ্ঠানে উৎসব ব্রান্ডের কাটারি চালের ২৫ কেজি বস্তায় ২৪৫ গ্রাম কম পাওয়ায় এবং CAS Corporation ব্রান্ডের ওজনযন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা এবং মেসার্স প্রিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি এর পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ এবং METRO ব্রান্ডের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ২১-০৩-২০২১
৮৯৫ অদ্য ২১.০৩.২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা নুর বেকারী, ৩৩২, মাতুয়াইল, দক্ষিণপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত নোংড়া ও অস্বাস্থ্যকার পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক পণ্য বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ২৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ২১-০৩-২০২১
৮৯৬ অদ্য ১৮.০৩.২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে সুইট বেকারী, রেলওয়ে কলোনী, তেজগাঁও, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিস্কুট পণ্য বিক্রয়-বিতরণ করায় ও নোংড়া, ও অস্বাস্থ্যকার পরিবেশ থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক ২৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন এবং কারখানাটি সীলগালা করেন। ১৮-০৩-২০২১
৮৯৭ গত ১৬.০৩.২১ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর রমনা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে হোম প্লাস ডিস্ট্রিবিউশন, ১৭ নিউ স্কাটন, আলহাজ্ব শামসুদ্দিন ম্যানশন, (৩য় তলা), মগবাজার, ঢাকা-কে বিএসটিআই হতে বাধ্যতামূলক ছাড়পত্র গ্রহণ ব্যতিত কসমেটিক পণ্য বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩১/৩১ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন এবং কারখানাটি সীলগালা করেন। ১৭-০৩-২০২১
৮৯৮ পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করায় ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। অদ্য ১৬ মার্চ, ২০২১ খ্রিঃ অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার মিরপুর-২ এলাকায় অবস্থিত স্বপ্ন আউটলেট-কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ঢাকা জেলার উত্তরা এলাকায় অবস্থিত কসমো ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টার এর ২টি ডিজেল ও ২টি অকটেন, তুরাগ এলাকায় অবস্থিত লতিফ এন্ড সন্স এর ১টি অকটেন ও ১টি ডিজেল, ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশন এর ১টি অকটেন ও ১টি ডিজেল এবং মিরপুর এলাকার সাদি ফিলিং স্টেশন এর ১টি অকটেন ও ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে জ্বালানী তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। বিএসটিআই’র এ স্কোয়াড অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল আলম ও পরিদর্শক আহমেদ হোসেন অংশগ্রহণ করেন। ১৬-০৩-২০২১
৮৯৯ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গাজীপুর জেলার পুবাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার গাজীপুর জেলার পুবাইল এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স খোকন ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ৪টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩২০, ৩১০, ২৯০ ও ১৫০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিক উর রহমান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১৬-০৩-২০২১
৯০০ ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজনযন্র্ল ব্যবহার করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ১৫ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত তাহের ট্রেডার্স-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা, ভাই ভাই ফল ভান্ডার-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা এবং সিফাত ফল ভান্ডার-কে ৫,০০০/- (পাঁচ হাজার মাত্র) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ মাসুদ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ১৫-০৩-২০২১

সর্বমোট তথ্য: ১০২০