Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৬১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২২.১০.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ আতিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব তাসনীম দোহা, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর সাভার থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স সেরা কনজুমার; পলাশ মার্কেট, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদিত মশার কয়েল সমূহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সীল গালা করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৩-১০-২০২৪
৬২ বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা। ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্য মোড়কজাতকরণ সংক্রান্ত) তারিখ: ২১.১০.২০২৪ খ্রিঃ রোজ: সোমবার। অদ্য ২১.১০.২০২৪ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব এ.এন.এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স দেলোয়ার পেইন্ট এন্ড হার্ডওয়ার; ৩ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মগবাজার, ঢাকা, মেসার্স বাবুল কার পেইন্ট এন্ড কালার ব্যাংক; ৩৮২, টঙ্গী ডাইভারশন রোড, মগবাজার, ঢাকা, মেসার্স আসমা ট্রেডিং কর্পোরেশন; ৩ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মগবাজার, ঢাকা এবং অলিম্পিয়া বেকারি এন্ড কনফেকশনারি, ৩ শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য এনামেল পেইন্ট, বিস্কুট, পাউরুটি ও কেক বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২২-১০-২০২৪
৬৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২০-১০-২০২৪ তারিখে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে হোসেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গকুলচর-৮, রসুলপুর, কেরাণীগঞ্জ-১৩১০, কেরাণীগঞ্জ মডেল, ঢাকা নামীয় নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত গ্লু পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি FAST ব্রান্ডের নকল গ্লু ও Febicol ব্রান্ডের আদলে Febicon নামে নিম্নমানের গ্লু বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-১০-২০২৪
৬৪ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে২০.১০.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর গুলশান ও বনানী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে (১) সিঙ্গার বাংলাদেশ লিঃ, এস এ টাওয়ার, রোড-১৩৪, ব্লক-এ, প্লট-১, গুলশান-১,ঢাকা, (২) ট্রান্সকম ইলেকট্রিক লিঃ, হাউজ-৩০, রোড-১৩০, সাউথ এভিনিউ, গুলশান-১,ঢাকা এর ইলেকট্রিক আয়রন, মাইক্রো ওভেন, এসি, ফ্রিজ ইত্যাদি বিএসটিআ’র বাধ্যতামূলক পণ্যসমূহ ছাড়পত্র ও সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরন ও বাজারজাত করছে কি-না তাই যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও (৩) প্রাইম সুইটস এন্ড বেকারী লিঃ, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ৭৫/৫, মহাখালী, ঢাকা এর উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক, দই ও মিষ্টি পণ্য বিএসটিআই আইন অনুযায়ী পরিচালনা করার জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আফরিনা আক্তার আনিকা, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ২০-১০-২০২৪
৬৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৭-১০-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর ঢাকা ইসিবি চত্বর এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শুরুতেই সুমাত্রা ফিলিং স্টেশন, ২৭৯/৩/জি, মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটির ৮টি অকটেন ডিসপেনসিং ইউনিট ও ৬টি ডিজেল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ যাচাই করা হয়। যাচাইয়ান্তে সকল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায়। একইসাথে প্রতিষ্ঠান ট্যাংকলরি ক্যালিব্রেশন ও আন্ডারগ্রাউন্ড ক্যালিব্রেশন যথাযথ পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরবর্তীতে একই এলাকার ইসিবি চত্বরে অবস্থিত Torr Outlet এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে কালার ফাস্টনেস অব টেক্সটাইল পণ্যের সিএম লাইসেন্স না থাকায় সতর্ক করা হয় এবং ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে বিএসটিআইতে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল কাফি, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৭-১০-২০২৪
৬৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৭.১০.২০২৪ তারিখ ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শহিদুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আল আকসা হট ব্রেড; ২০৯/খ, লালবাগ রোড, ২ নং বিডিআর গেইট, লালবাগ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য বিস্কুট, পাউরুটি ও কেক বিক্রয় ও বিতরণ করায় উক্ত প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৭-১০-২০২৪
৬৭ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৫.১০.২০২৪ খ্রিঃ তারিখ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সামেদ কসমেটিকস, চুনকুটিয়া, শুভাঢ্যা, কেরানীগঞ্জ, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে বিভিন্ন নামীদামি ব্রান্ডের (ডাব, হেড এন্ড শোল্ডার, ট্রেসমি, সানসিল্ক) শ্যাম্পু পণ্য নকল করা হয়। প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় সকল নকল শ্যাম্পু জব্দ করে ধ্বংশ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ১৬-১০-২০২৪
৬৮ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ০৮-১০-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বি টু উইন, ৩-এ, সেকশন-৬, মিরপুর-১০, মিরপুর ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি পোশাক বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। পরবর্তীতে একই এলাকায় অবস্থিত স্টাইলিশ আবায়া বাই মারিয়া হোসেন নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স না থাকায় সতর্ক করা হয় এবং ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে বিএসটিআইতে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৯-১০-২০২৪
৬৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ০৭.১০.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস,এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স সোবহান ফিলিং এন্ড সার্ভিসিং ষ্টেশন; ২২০/এ-২, বেগম রোকেয়া স্মরণী, পশ্চিম কাফরুল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ৩টি অকটেন ও ১টি ডিজেল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে যথাক্রমে ২১০ মিলি, ৩৫০ মিলি, ৩১০ মিলি ও ২১০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ০৮-১০-২০২৪
৭০ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৬.১০.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শাহ আলী বেকারী, ১/৪-এ, জোহরাবাদ, নতুন রাস্তা, দিয়াবাড়ী, দারুস সালাম, মিরপুর, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা ও ওজন ও পরিমাপক মানদন্ড আইন অনুযায়ী ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ০৭-১০-২০২৪
৭১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৬.০৯.২০২৪ তারিখ এপিবিএন ১১ পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ নূরুল ইসলাম, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর শেরে বাংলানগর থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স হাসান ফিলিং এন্ড সার্ভিসিং ষ্টেশন; ২৩৮/এ, বেগম রোকেয়া স্মরণী, পশ্চিম কাফরুল, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ১টি অকটেন ও ১টি পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে ৮০ মিলি ও ৫০ মিলি কম পাওয়ায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়। ০৬-১০-২০২৪
৭২ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২৫.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মা-বাবার দোয়া প্লাস্টিক, ৪৬/১, পূর্ব ইসলামবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে হেয়ার অয়েল পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় প্রতিষ্ঠানের অবৈধ মালামাল জব্দসহ কারখানাটি সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও কৌশিক দাস দূর্জয় পরিক্ষক (মেট, ভৌত),অংশগ্রহণ করেন ০৬-১০-২০২৪
৭৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ২৩.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আহসান হাবীব খান, পরীক্ষক (মেট, ভৌত) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর গুলশান থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; শপ # , লেবেল # ৪, নাভানা টাওয়ার, গুলশান আ/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানীকৃত শ্যাম্পু পণ্য বিক্রয় ও বিতরন করায় সতর্ক করা হয় এবং হেড এন্ড সোল্ডার ব্র্যান্ডের শ্যাম্পু জব্দ করা হয়। এছাড়া পার্ল ওয়েসিস জুয়েলার্স এবং পার্ল প্যারাডাইস প্রাঃ লিঃ, নাভানা টাওয়ার, গুলশান ১, ঢাকা প্রতিষ্ঠানসমূহে অভিযানকালে বিএসটিআইয়ের ওজন ও পরিমাপ যন্ত্র পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৪-০৯-২০২৪
৭৪ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ২২.০৯.২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর শাহাবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাংলামটর এলাকার সকল সিরামিক টাইলস ব্যবসায়ী ও সিরামিক টাইলস ব্যবসায়ীদের সেক্রেটারী জনাব ইউসুফ হাওলাদার এর নেতৃত্বে বিএসটিআই’র সাময়িক ও চূড়ান্ত ছাড়পত্রের বিষয়ে আলোচনা করেন। এখন থেকে সকল সিরামিক টাইলস ব্যবসায়ীরা তাদের সকল সদস্যদের বিএসটিআই’র নিয়ম-কানুন মেনে ব্যবসা করবে বলে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে বিএসটিআই’র আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিংঅফিসার হিসেবে জনাব মো: সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: শহিদুল ইসলাম, পরিদশক (মেট), ডিএমআই অংশগ্রহণ করেন। ২২-০৯-২০২৪
৭৫ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৯-০৯-২০২৪ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনের শুরুতে মদিনা মিষ্টান্ন ভান্ডার, ৯২, লালবাগ রোড, লালবাগ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সুইটমিট পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। পরবর্তীতে একই এলাকায় মিনিসো বাংলাদেশ নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ছাড়পত্র গ্রহণ ব্যতীত প্রাইমারি ব্যাটারিজ, ওয়েট ওয়াইপস, বলপয়েন্ট পেনস ও ম্যানুয়াল টুথব্রাশ পণ্য বিক্রয় বিতরণ করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৯-২০২৪
৭৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৮.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স স্বপ্ন সুপার শপ; প্লট # ৩এ, রোড # ৪, ধানমন্ডি আ/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত আমদানীকৃত চকলেট, শ্যাম্পু, ফ্রুট জুস পণ্য বিক্রয় ও বিতরন করায় এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত নেসলে কফি ও বিভিন্ন মসলা পণ্য বিক্রয় ও বাজারজাত করায় সতর্ক করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৯-০৯-২০২৪
৭৭ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১৭.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিলিভাস সাইন, ৩৫৩/এ, রোড-২০, খিলগাঁও, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আফরিনা আক্তার আনিকা, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ১৮-০৯-২০২৪
৭৮ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ১৫.০৯.২০২৪ তারিখ এপিবিএন পুলিশ এর সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর তেজগাঁও শি/এ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আরএফএল বেস্ট বায়; ৭৯, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত গ্লাস টেবিল ওয়্যার ও সিরামিক টেবিল ওয়্যার পণ্য বিক্রয় ও বিতরন করায় এবং মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই ও বিভিন্ন বিস্কুট পণ্য বিক্রয় ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। এছাড়া মেসার্স সততা এন্ড কোম্পানি; ৮২, শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী, তেজগাঁও শি/এ, ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযানকালে ৪টি ডিসপেনসিং ইউনিটে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৭-০৯-২০২৪
৭৯ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ১২.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর চকবাজার ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম সনদ গ্রহন করে ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও কিউ জি সামদানী এন্ড কোং,২১ নীলক্ষেত রোড, নিউ মার্কেট, ঢাকা এর অকটেন, পেট্রোল ও ডিজেল পাম্পের ৪ টি ইউনিটের পরিমান যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মো: পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব সুমন কুমার পাল, পরিদর্শক (মেট), অংশগ্রহণ করেন। ১৫-০৯-২০২৪
৮০ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ০৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখ ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বন্ধু লাইফ বেকারী, ৬৮১, গাবতলা, বড়মগবাজার, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: তালিকুল ইসলাম সুমন ফিল্ড অফিসার (সিএম) ও মো: মামুনুর রহমান, পরিদর্শক (মেট),অংশগ্রহণ করেন। ১০-০৯-২০২৪

সর্বমোট তথ্য: ১১০০