Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৭৬১ অদ্য ৩০/০১/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল ও সয়াবিন তেল (নন-ফর্টিফাইড) পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খুশবু ওয়েল মিল, ৮০/৮১, এজিবি কলোনি কাঁচাবাজার, মতিঝিল, ঢাকা-১০০০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানাসহ আলামত হিসেবে ১টি করে নমুনা জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং দায়িত্ব পালন করেন। ৩১-০১-২০২২
৭৬২ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (সেমাই, শন পাপড়ি, চানাচুর, বিস্কুট এবং প্লেইন কেক) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানাস্থ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার ধানমন্ডি থানাস্থ প্রিমিয়াম সুইটস, ৭৪, রোড ৫/এ, ধানমন্ডি, ঢাকা-কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব সোহাগ হায়দার অংশগ্রহণ করেন। ২৭-০১-২০২২
৭৬৩ অদ্য ২৬.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা উত্তরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে একুশে সুইট এন্ড বেকারী, পরী ম্যানশন, বাড়ি-২/১, মেইন রোড, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা ও হাবিব বেকারী, জয়নাল মার্কেট, দক্ষিণখান,ঢাকা-কে ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৬-০১-২০২২
৭৬৪ অদ্য ২৫/১/২০২২ তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর বংশাল এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত এর একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় অভিযানকালে বৈধ সি এম লাইসেন্স/ছাড়পত্র ব্যতীত বাধ্যতামূলক সি এম লাইসেন্স এর আওতাভুক্ত বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি, বিতরণ করায় ২(দুই )টি প্রতিষ্ঠান এর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলা দায়ের করে বিএসটিআই। ১) আল নাসির সুইটস এন্ড বেকারি, ২২৩/২/এ, নর্থ সাউথ রোড (নতুন চৌরাস্তা), ঢাকা-পন্য স্পঞ্জ কেক, চানাচুর, চকোলেট, চিপস, আচার, ফ্রুট ড্রিংক । ২) আল সিরাজ ফুল ক্রিম সুইট মিট, ২২৮, নর্থ সাউথ রোড (নতুন চৌরাস্তা), ঢাকা-পন্য ফার্মেন্টেড মিল্ক(দই) বর্নিত প্রতিষ্ঠান দুটিতে বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র ব্যতীত বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্য সমূহ বিক্রি, বিতরণ করায় প্রথমোক্ত প্রতিষ্ঠানকে ৪০০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং দ্বিতীয়োক্ত প্রতিষ্ঠান কে ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। পরিচালিত আদালতে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ও ৩১ ধারায় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম)। ২৫-০১-২০২২
৭৬৫ ওজনযন্ত্রের ভেরিফিকেশন হালনাগাদ না করায় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (মসুর ডাল, মুগ ডাল, বিস্কুট ইত্যাদি) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানাস্থ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার মোহাম্মদপুর থানাস্থ অনুরাগ সুপার শপ, ১, বাবর রোড, কলেজগেইট, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব রোশনা আক্তার অংশগ্রহণ করেন। ২৫-০১-২০২২
৭৬৬ অদ্য ২৪.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা রমনা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে নিউ বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ২৫৬/২, বড় মগবাজার, ঢাকা-কে ৬০,০০০/- টাকা জরিমানা ও নিউ জনতা মিষ্টান্ন ভান্ডার, ২৪, বড় মগবাজার, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৪-০১-২০২২
৭৬৭ জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার রাজধানীর মুগদা থানাস্থ মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার মুগদা থানাস্থ শান্ত সিএনজি এন্ড রিফুয়েলিং ষ্টেশন, ৪৬/২, দক্ষিণ মুগদাপাড়া, সবুজবাগ, ঢাকা-কে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৬০মি.লি. তেল কম প্রদান করায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ২৪-০১-২০২২
৭৬৮ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা ডেমরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ২০.০১.২০২২ খ্রিঃ তারিখে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে গোল্ডেন বেকারী, ৫২৯ শাহ জালাল রোড, পাড়া ডগাইর, ডেমরা, ঢাকা ও মায়ের দোয়া বেকরী, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা প্রতিষ্ঠান ২টিকে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৩-০১-২০২২
৭৬৯ আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ১০০০কেজি ধারণক্ষমতার প্লাটফর্ম স্কেল ব্যবহার করায় মেসার্স সিমেন্ট হাউস এন্ড কোম্পানি, ৮২/২, মাজার রোড, গাবতলী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। এছাড়াও, ঢাকা মহানগরীর মিরপুর-১ কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ীদের ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপ যাঁচাই করা হয় ও পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সকল ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন/ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ মঈন উদ্দিন অংশগ্রহণ করেন। ২০-০১-২০২২
৭৭০ অদ্য ১৯.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা ধানমন্ডি থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত স্কিন ক্রিম, স্কিন লোশন, শ্যাম্পু, টয়লেট সোপ, টুথপেস্ট, স্কিন পাউডার ও লিপস্টিক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে খাজানা, দোকান নং-১৪-১৬, রোড-৭, অরচার্ড পয়েন্ট, ধানমন্ডি, ঢাকা-কে ৫০,০০০/- টাকা ও Style Maniacs, দোকান নং-২১৯, রোড-৭, অরচার্ড পয়েন্ট, ধানমন্ডি, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৯-০১-২০২২
৭৭১ অদ্য ১৮.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা উত্তরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত ফার্মেন্টেড মিল্ক, টয়লেট সোপ, শ্যাম্পু, সলিউবল কফি, মিল্ক পাউডার, ইনফ্যান্ট ফর্মূলা, চকোলেট, টুথপেস্ট, কার্বোনেটেড বেভারেজ পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে আহসান মতিনা ফুড বাজার, হাউজ-২৫/সি, রোড-১৮, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-কে ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৯-০১-২০২২
৭৭২ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা উত্তরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ১৮.০১.২০২২ খ্রিঃ তারিখে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত ফার্মেন্টেড মিল্ক, টয়লেট সোপ, শ্যাম্পু, সলিউবল কফি, মিল্ক পাউডার, ইনফ্যান্ট ফর্মূলা, চকোলেট, টুথপেস্ট, কার্বোনেটেড বেভারেজ পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে আহসান মতিনা ফুড বাজার, হাউজ-২৫/সি, রোড-১৮, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-কে ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৯-০১-২০২২
৭৭৩ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা হাতিরঝিল ও রমনা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে অদ্য ১৭.০১.২০২২ খ্রিঃ তারিখে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে প্রোটেক্টিভ হেলমেট ফর মোটরসাইকেল এন্ড স্কুটার রাইডাস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে মদিনা মটরস, ২৮ নিউ স্কাটন রোড, হাতিরঝিল, ঢাকা-কে ৪০,০০০/- টাকা ও জুবায়ের মটরস, ৯৪ নিউ স্কাটন রোড, রমনা, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৮-০১-২০২২
৭৭৪ অদ্য ১৬.০১.২০২২ খ্রিঃ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা আশুলিয়া থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে মেঘনা ব্রিকস, ইউনিট-২, আল-আশ্রাফ ব্রিকস, ইউনিট-২ ও রাজু ব্রিকস, বড় আশুলিয়া, সাভার, ঢাকা প্রত্যেক-কে ১,০০,০০০/- টাকা করে মোট ৩,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৭-০১-২০২২
৭৭৫ অদ্য ১৩.০১.২০২২ খ্রি. তারিখে বিএসটিআই’র উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য ফার্মেন্টেড মিল্ক(দই) বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তরা, এয়ারপোর্ট এলাকায় অবস্থিত ওয়াণ্ডার ইন রেস্তোরা, এয়ারপোর্ট গোল চত্ত্বর, ঢাকা-কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরু্দ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও এয়ারপোর্ট এলাকাধীন মনোলোভা কাবাব এন্ড রেস্তোরাঁ, কদম রসুল রেস্তোরাঁ, বিরিয়ানি ঘর ও হোটেলসমূহকে সতর্ক করাসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন। ১৬-০১-২০২২
৭৭৬ বিএসটিআই’র অভিযান ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা (১০ জানুয়ারি, ২০২২ খ্রি.) জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার রাজধানীর দারুস সালাম থানাস্থ মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার দারুস সালাম থানাস্থ আল-মাহমুদ ফিলিং স্টেশন, ৩৪, দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬ কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স রহমান সার্ভিস স্টেশন এবং মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস -এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব আহমেদ হোসেন অংশগ্রহণ করেন। ১১-০১-২০২২
৭৭৭ বিএসটিআই’র অভিযানে ৬০,০০০/- টাকা জরিমানা। (১০ জানুয়ারী ২০২২ খ্রি.) অদ্য ১০.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা নিউ মার্কেট থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ওয়েস্টিন লাইফ স্টাইল, ২৩৪/১, কুদরত-ই-খোদা রোড, নিউ মার্কেট,ঢাকা-কে ৬০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ১১-০১-২০২২
৭৭৮ অদ্য ০৯.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মোহাম্মদপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে নিউ ইসলামিয়া বেকারী, পুলপাড়, বটতলা, মোহাম্মদপুর, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৯-০১-২০২২
৭৭৯ অদ্য ০৬.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা এয়ারর্পোট থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে এয়ারর্পোট রেস্টুরেন্ট,এয়ারর্পোট, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা চকলেট, কেক, চিপস পণ্য ছাড়পত্র/ সিএম সনদ ব্যতিত বিক্রয়ের অপরাধে ঢাকা এয়ারর্পোট এলাকায় এয়ারর্পোট স্ম্যাকস-কে ১,০০,০০০/- টাকা, শীতল পাটি লাউন্স-কে ১,০০,০০০/- টাকা, শর্মা হাউজ-কে ৫০,০০০/- টাকা ও ফারুক স্টোর-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিমান ফ্লাইট ক্যাটারিং-এ পরিদর্শন পূর্বক তাদের বিভিন্ন বিষয়ে সর্তকসহ পরামর্শ দেয়া হয়। হজ্জ্ব ক্যাম্পের আশপাশের এলাকায় পানির প্রায় ১০০ অবৈধজার ধ্বংস করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জিশান আহম্মেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) ও মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ০৯-০১-২০২২
৭৮০ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমানা বিগ বাজার লিঃ, নর্থ টাওয়ার, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানটির ঘরণী ব্রান্ডের হলুদগুড়া, জিরাগুড়া, ধনিয়াগুড়া, মেমোরী চিড়া ভাজা, আমানা ব্রান্ডের মিক্সড ডাল, বিপিএম খেসারির ডাল, দিগন্ত চিনা বাদাম, কাঠ বাদাম, ইসপগুল, লবঙ্গ, আমানা এলাচ, দিগন্ত এলাচ, মেমোরী মিষ্টি মোনেক্কা, হাইকো দারচিনি, রেডকাউ বাটার ওয়েল, আড়ং কালিজিরা ন্যাচারাল সুগন্ধি চাল, বিডি লাচ্চা সেমাই, কাজী ফার্মস কিচেন ব্রান্ডের ড্রাই ফিস পণ্যের পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় এবং ০৪টি ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৬-০১-২০২২

সর্বমোট তথ্য: ১০৯৯