Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৭৬১ জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও এবং ডেমরা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ২টি প্রতিষ্ঠান ঢাকা জেলার খিলগাঁও থানাস্থ এইচটিএস রিফুয়েলিং (প্রা) লিঃ, প্লট-৪৮৬০, রামপুরা, বনশ্রী, ডেমরা লিংক রোড, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ -কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং ডেমরা থানাস্থ মুন, সি, এন, জি এন্ড ফিলিং স্টেশন (প্রাঃ) লিঃ, মিরপাড়া, নরাইবাগ, ডেমরা, ঢাকা-১৩৬০ -কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৬-১০-২০২১
৭৬২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় ২৫.১০.২০২১ তারিখে বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে বাধ্যতামূলক "টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প (ব্র্যান্ড: কিলিন, বিদ্যুৎ স্টার, সেবা রেগুলার, গাজী, গাজী-১, তাজ, সাহেদ সুপার, সিনহা সুপার, ইত্যাদি)" পণ্যের অনুকূলে মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতীত মোড়কে মানচিহ্ন ব্যবহার করে ও লাইসেন্স ব্যতীত বিভিন্ন বাজারজাতকারক প্রতিষ্ঠানের সরবরাহকৃত মোড়কে মানচিহ্ন ব্যবহার না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় বিসমিল্লাহ ইলেকট্রিক ল্যাম্প কোং, ১৬০, মাতুয়াইল, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়েছে। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে। আদালত উক্ত প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করে। এছাড়া একই এলাকায় পণ্যটির আরো ১টি প্রতিষ্ঠানের চলমান কারখানা পরিদর্শন বন্ধ পাওয়া যায়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন, আদালতকে সাহায্য করেন ফিল্ড অফিসার জনাব মোঃ আসিফ খান। ২৬-১০-২০২১
৭৬৩ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বিক্রি ও বাজারজাত এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ সোমবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তর বাড্ডায় অবস্থিত আল মদিনা সুপার শপ, ১৯৫, প্রবাসী কানিজ টাওয়ার, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ২৫-১০-২০২১
৭৬৪ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ২৪.১০.২০২১ তারিখে মতিঝিল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া, সরিষার তেল ও নারিকেল তেল পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় রওজা পিওর ফুডস লিঃ, ১/২, সাগুফতা ডি’লরেল, কমলাপুর বাজার রোড, কমলাপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকায় নিউ আনাম বেকারী এন্ড কনফেকশনারী ও আমার বেকারী-কে লাইসেন্স এর নিয়ম মেনে ব্যবসা করার জন্য নির্দেশ দেয়া হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৫-১০-২০২১
৭৬৫ অদ্য ২১.১০.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় উত্তরখান থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় বারিধারা কনজ্যুমার এন্ড বেভারেজ লিমিটেড, উত্তরখান, উত্তরা, ঢাকা-কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-১০-২০২১
৭৬৬ জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার মিরপুর এলাকায় অবস্থিত স্যাম এসোসিয়েটস লি. ১৪৯/১/এ, শাহ আলীবাগ, মিরপুর-২, ঢাকা-কে জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব রুবিনা আখতার অংশগ্রহণ করেন। ২১-১০-২০২১
৭৬৭ অদ্য ১৭.১০.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত লোগো ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রিন্স সুইটস এন্ড বেকারী, প্লট-০৭, ব্লক-বি, মিরপুর-১, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৭-১০-২০২১
৭৬৮ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর রোকেয়া সরণি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর রোকেয়া সরণি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স কনজুমার সুপার শপ প্রতিষ্ঠানটির মুড়ি, সয়া বড়ি, মিক্সড ডাল, দেশি মসুর ডাল, মিক্সড নাট, চিনি, কুষ্টিয়া স্পেশাল ঘি এবং চালের গুড়া পণ্যসমূহের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ১৭-১০-২০২১
৭৬৯ অদ্য ১৩.১০.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বংশাল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও সরিষার তেল পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় বিনিময় ফুড প্রোডাক্টস, ৪৬, লুৎফর রহমান লেন, সুরিটোলা, বংশাল, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৩-১০-২০২১
৭৭০ অদ্য ১২.১০.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। বেল, প্লট-৩৪, ব্লক-খ, সেকশন-৬, মিরপুর, ঢাকা ও ২। মেন্স ওয়াল্ড (বাংলাদেশ) লিঃ, প্লট-১৮, রোড-১, ব্লক-ক, সেকশন-৬, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ১২-১০-২০২১
৭৭১ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য (বিভিন্ন জাতের ডাল, বিস্কুট, পাউরুটি ইত্যাদি) বিক্রি ও বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার রাজধানীর রামপুরা এবং সবুজবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ২টি প্রতিষ্ঠান ঢাকা জেলার রামপুরা এলাকায় অবস্থিত দেশী সুপার শপ এন্ড ফার্মা, ৩২২/ই, পূর্ব রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯ কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ডেইলী শপিং, ৯৩ দক্ষিন বাসাবো, সবুজবাগ, ঢাকা কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও রামপুরা থানাস্থ হাজীপাড়া এলাকায় মেসার্স হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশন -এ মোবাইল কোর্ট পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ১২-১০-২০২১
৭৭২ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি সুপার শপ কে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। অদ্য ১১-১০-২০২১ তারিখে ঢাকা মহানগরীর শেওড়াপাড়া, মিরপুর এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডেইলী সুপার শপ, শেওড়াপাড়া, মিরপুর প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বেসন, ধনিয়া, জিরা, নারিকেল গুড়া, চিনি, মসুর ডাল, বুটডাল, জয়ত্রী পণ্য মোড়কজাত, বিক্রয় ও বিতরণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১১-১০-২০২১
৭৭৩ অদ্য ১১.১০.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ১। নিউ ঢাকা বেকারী, ১৭১, তেঁতুলতলা, উত্তর বাড্ডা, ঢাকা ও ২। অভি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ১৬৭, উত্তর বাড্ডা, ঢাকা-কে ২৫,০০০/- টাকা করে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১১-১০-২০২১
৭৭৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ১০.১০.২০২১ তারিখে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই), স্পঞ্জ কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত ও উৎপাদনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য তৈরী, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় রাজভোগ ভিআইপি সুইটস এন্ড কনফেকশনারী, আটি বাজার, আটি, কেরানীগঞ্জ মডেল, কেরানীগঞ্জ, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১১-১০-২০২১
৭৭৫ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২ পেট্রোল পাম্পসহ ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মহাখালী ও কিশোরগঞ্জ জেলার মোকসেদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ রবিবার ঢাকা মহানগরীর মহাখালী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স গুলশান সার্ভিস স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ৬০ মিলি লিটার কম প্রদান করায় ৫ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় ও দই পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ওজন, মূল্য ইত্যাদি উল্লেখ না থাকায় এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি ভ্রাম্যমাণ আদালতে কিশোরগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪০ মিলিলিটার এবং ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৯০ ও ৪০ মিলিলিটার কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত একটিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক এবং অপরটিতে কিশোরগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ১০-১০-২০২১
৭৭৬ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ডআইন-২০১৮’’ অনুযায়ী ১৫,০০০/- টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বৃহঃবার ঢাকা মহানগরীর রমনা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মিনা সুইটস, ১৪০/বি, নিউ বেইলী রোড, ঢাকা-কে পাউরুটি, বিস্কুট, চানাচুর ও দই পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ১৫,০০০/- টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে মোঃ সোহাগ হায়দার, পরিদর্শক অংশগ্রহণ করেন। ০৭-১০-২০২১
৭৭৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ০৬.১০.২০২১ তারিখে তুরাগ এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক বিস্কুট, কেক, চানাচুর ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় তৃপ্তি ফুড এন্ড বেকারী, নলবুক, তুরাগ, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) জরিমানা করা হয়। এছাড়াও বিমান ক্যাটারিং, এয়াপোর্ট, ঢাকা এর উৎপাদিত বিস্কুট, কেক ও পাউরুটি এর গুনগত মান ও কারখানার পরিবেশ সঠিক পাওয়ায় তাদের-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৭-১০-২০২১
৭৭৮ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ০১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর তুরাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বুধবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স তৃপ্তি ফুড প্রোডাক্টস, উত্তর তুরাগ, ঢাকা প্রতিষ্ঠানটির ০৪টি ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় । পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে পরিদর্শক মোঃ রফিক আজাদ অংশগ্রহণ করেন। ০৬-১০-২০২১
৭৭৯ অদ্য ০৫.১০.২০২১ খ্রিঃ তারিখে বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কল্যাণপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সোহরাব সার্ভিস স্টেশন, ৪নং দক্ষিণ কল্যাণপুর, মিরপুর-১, ঢাকা-১২১৮ প্রতিষ্ঠানটি ০১ টি অকটেন ডিসপেন্সিং ইউনিট দ্বারা প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. জ্বালানি তেল কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে দেখা যায় যে, তৃপ্তি, ৫৮, কল্যাণপুর, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি ২৬ টি পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করছে। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। ০৫-১০-২০২১
৭৮০ অদ্য ০৫.১০.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে ১। বাধ্যতামূলক বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় পুষ্টি হোম মেড, ৫৯, কল্যানপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৫-১০-২০২১

সর্বমোট তথ্য: ১০২০