Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৭০১ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আমানা বিগ বাজার লিঃ, নর্থ টাওয়ার, উত্তরা, ঢাকা প্রতিষ্ঠানটির ঘরণী ব্রান্ডের হলুদগুড়া, জিরাগুড়া, ধনিয়াগুড়া, মেমোরী চিড়া ভাজা, আমানা ব্রান্ডের মিক্সড ডাল, বিপিএম খেসারির ডাল, দিগন্ত চিনা বাদাম, কাঠ বাদাম, ইসপগুল, লবঙ্গ, আমানা এলাচ, দিগন্ত এলাচ, মেমোরী মিষ্টি মোনেক্কা, হাইকো দারচিনি, রেডকাউ বাটার ওয়েল, আড়ং কালিজিরা ন্যাচারাল সুগন্ধি চাল, বিডি লাচ্চা সেমাই, কাজী ফার্মস কিচেন ব্রান্ডের ড্রাই ফিস পণ্যের পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় এবং ০৪টি ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ০৬-০১-২০২২
৭০২ আণ্ডারগ্রাউণ্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ এবং ডিসপেন্সিং ইউনিটের ভেরিভিকেশন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ি থানাস্থ রায়েরবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাস্থ স্পীড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশন লিঃ, রায়েরবাগ, মাতুয়াইল, ঢাকা-কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত মেসার্স রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স সিএনজি এন্ড ফিলিং স্টেশন, ডব্লিউ.জেড সিএনজি ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন লিঃ এবং মেসার্স ইউনাইটেড ক্যাব লিমিটেড-এ মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব রোশনা আক্তার অংশগ্রহণ করেন। ০৫-০১-২০২২
৭০৩ আণ্ডারগ্রাউণ্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় এবং তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থানাস্থ সায়েদাবাদ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ২টি প্রতিষ্ঠান ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাস্থ পৌর ফিলিং স্টেশন, ৮/৬-বি, সায়েদাবাদ, ঢাকা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং একই এলাকায় অবস্থিত ক্যাব এক্সপ্রেস বিডি লিঃ ফিলিং স্টেশন, ১/এ, উত্তর কুতুবখালি, যাত্রাবাড়ি, ঢাকা-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন। ০৪-০১-২০২২
৭০৪ অদ্য ০৪.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে স্যানিটারী ট্যাপওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত ও গিজার পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্যর আওতাভূক্ত না হওয়া সত্ত্বেও মান চিহ্ন ব্যবহার করে তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে বরিশাল স্যানিটারী, ১৪/১৫, টাউন হল মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা-কে ৮০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০৪-০১-২০২২
৭০৫ অদ্য ০৩.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় সাভার থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ১। এম আর এম এন্ড কোং, ২। মাহাদি ব্রিকস ও ৩। এ কে বি ব্রিকস, আমিন বাজার, সাভার, ঢাকাদ্বয়-কে ৫০,০০০/- টাকা করে মোট ১.৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ও মোঃ খালেদ হোসেন সহযোগীতা করেন। ০৩-০১-২০২২
৭০৬ অদ্য ০২.০১.২০২২ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত পিভিসি-ইউ ডোর পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে বিসমিল্লাহ ডোর সেন্টার ও ইউনাইটেড প্লাস্টিক হাউজ, বাড্ডা, ঢাকাদ্বয়-কে ৪০,০০০/- টাকা করে মোট ৮০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০২-০১-২০২২
৭০৭ বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত পণ্য (ক্লে ব্রিকস) বাজারজাত করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাস্থ দাউদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাস্থ এলাকায় অবস্থিত মেসার্স মুয়ীন অধরা ব্রিকস-২, বেলদী, দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ -কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, খৈসাইর ব্রিকস-১, পুটিনা, দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, মেসার্স শফিক এন্ড ব্রাদার্স, খাসের চর, দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং এম.এস.ডি ব্রিকস, পুটিনা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মোঃ সাইদুর রহমান এবং ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ অংশগ্রহণ করেন। ০২-০১-২০২২
৭০৮ অদ্য ৩০.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় গুলশান থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত পলিয়েস্টার ব্লেন্ড সাটিং/স্যুটিং পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ফেরদৌস টেইলাস এন্ড ফেব্রিকস, ৪৩ আলম মার্কেট, গুলশান-২, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩০-১২-২০২১
৭০৯ অদ্য ২৯.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে শারমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ৩৭৬, আদর্শনগর, উত্তর বাড্ডা, ঢাকা-কে ৪০,০০০/- টাকা ও পলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,ল-৩২/৭, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৯-১২-২০২১
৭১০ অদ্য ২৮.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় রমনা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে শ্যাম্পু, টয়লেট সোপ, বেবি শ্যাম্পু, বেবি লোশন, বেবি পাউডার, নেইল পলিশ, লিপস্টিক, কফি পাউডার, আফটার সেভ লোশন, সরিষার তেল, হলুদ ও মরিচের গুড়া, লাচ্ছা সেমাই, গ্লাস টেবিলওয়্যার, সিরামিক টেবিলওয়্যার, মধু, চকোলেট, চিপস, ওটস, ফ্লোর ক্লিনার, হ্যান্ড ওয়াশ পণ্যের অনুকূলে ছাড়পত্র ও বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে আমানা বিগ বাজার, ১০৪/১, নাসির উদ্দিন টাওয়ার, রমনা, ঢাকা-কে ৪,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৯-১২-২০২১
৭১১ অদ্য ২৮.১২.২০২১ খ্রি. তারিখে বিএসটিআই’র উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য (ক্লে ব্রিকস) উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার ধামরাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার ধামরাই এলাকায় অবস্থিত ঢাকা লাকী (হোম) ব্রিকস-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং একই এলাকায় অবস্থিত মেসার্স মার্ক ব্রিকস -কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মোঃ আসিফ খান, ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন। ২৮-১২-২০২১
৭১২ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ সোমবার ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিগ বাজার, ওয়ারী, ঢাকা প্রতিষ্ঠানটির সাবেরা পিওর ব্রান্ডের নাজিরশাইল চাউলের ২০ কেজির ০২টি বস্তায় যথাক্রমে ১৬৭ গ্রাম ও ২৭১ গ্রাম চাল কম থাকায় এবং পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। ২৭-১২-২০২১
৭১৩ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর উত্তরখান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। ঢাকা মহানগরীর উত্তরখান এলাকায় ২৬ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে র‍্যাব ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ক্র্যাপ প্রোডাক্টস এর বার চকোলেট, স্ট্রবেরী সিল্ক চকোলেট, ক্রিয়েটিভ চকো চকো, লিকুইড চকোলেট পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত ২টি ওজনযন্ত্রের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন। ২৭-১২-২০২১
৭১৪ বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার সবুজবাগ এবং খিলগাঁও এলাকায় ২৬ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার সবুজবাগ থানাস্থ এলাকায় অবস্থিত ঢাকা মসলা ঘর, ৮৯ বাসাবো, ঢাকা -কে ২৫,০০০/- (পঁচিশ হাজার মাত্র) টাকা এবং খিলগাঁও থানাস্থ এলাকার নওয়াব শাহ বেকারী, শেখেরবাজার, খিলগাঁও, ঢাকা -কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার মাত্র) টাকা করে মোট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার জনাব মাকসুদা রুনা অংশগ্রহণ করেন। ২৭-১২-২০২১
৭১৫ অদ্য ২৩.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় সাভার থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমিন বাজার, সাভার, ঢাকায় ক্লে-ব্রিকস পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, সরবরাহ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় শাহিন ব্রিকস, এআইএম ব্রিকস, শাপলা ব্রিকস, মায়ামিন ব্রিকস প্রতিষ্ঠানেদ্বয়ের প্রত্যেক-কে ৩০,০০০/-টাকা করে মোট ১,২০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ২৩-১২-২০২১
৭১৬ পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য ‍বিক্রি ও বাজারজাত করার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার রাজধানীর খিলগাঁও থানাস্থ বনশ্রী এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ১টি প্রতিষ্ঠান ঢাকা জেলার খিলগাঁও থানাস্থ ডেইলী ‍সুপার শপিং, ব্লক-এফ, হাউজ-৩৩, রোড-২, বনশ্রী, ঢাকা-কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও ডেমরা এলাকায় অবস্থিত এইচটিএস রিফুয়েলিং (প্রা.) লিঃ, প্লট-৪৮৬০, রামপুরা, বনশ্রী, ডেমরা, ঢাকা ফিলিং ষ্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ শাহজাহান অংশগ্রহণ করেন। ২২-১২-২০২১
৭১৭ অদ্য ২২.১২.২০২১ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্ব ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন'২০১৮ অনুসারে বাধ্যতামূলক "পাউরুটি (ব্র্যান্ড: রিও কফি), চানাচুর (ব্র্যান্ড: রিও কফি), জ্যাম (ব্র্যান্ড: ওয়েল ফুড, মিক্সড ফ্রুট) ও আইসক্রীম (৪টি ভ্যারিয়েন্ট)" পণ্য মান সনদে (সিএম লাইসেন্স) অন্তর্ভুক্ত না করে ও মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ না করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় ওয়েল ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিঃ, ৮৭৩, আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানের আউটলেট ম্যানেজারকে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানাসহ দ্রুততম সময়ের মধ্যে উক্ত পণ্যসমূহ লাইসেন্সে অন্তর্ভুক্তির কার্যক্রম গ্রহণের তাগিদ প্রদান করা হয়েছে। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে।উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার জনাব আফসানা হোসেন দায়িত্ব পালন করেন। ২২-১২-২০২১
৭১৮ অদ্য ২১.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডেমরা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে সামির এন্টারপ্রাইজ ও চাঁদপুর কেমিক্যাল ওয়ার্কস, ডগাইর, সারুলিয়া, ডেমরা, ঢাকাদ্বয়-কে ১,০০,০০০/- টাকা করে মোট ২,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-১২-২০২১
৭১৯ ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় এবং মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স কামরুল রাইস এজেন্সি, উত্তর বাড্ডা, ঢাকা এর ১০০কেজি ধারণক্ষমতার ডায়াল স্কেল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা এবং মেসার্স মক্কা সিএনজি রিফুয়েলিং ষ্টেশন এন্ড কনভারশন লিঃ, উত্তর বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটি ০১টি ডিজেল ইউনিটে প্রতি ১০লিটারে ৭০মিলিলিটার তেল কম প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। অপরদিকে, মানিকগঞ্জ জেলা প্রশাসন ও ডিএমআই, বিএসটিআই, ঢাকা যৌথ উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে মেসার্স মায়ের দোয়া ফল ভান্ডার বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ ও কালাম ফল বিতান, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ এর ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রত্যেককে ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মানিকগঞ্জ এলাকায় মেসার্স সাত্তার ফিলিং ষ্টেশন এবং ধলেশ্বরী ফিলিং ষ্টেশন জ্বালানী তেল পরিমাপ যাচাই করে পরিমাপে সঠিক পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন। এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলি এর নেতৃত্বে মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন। ২১-১২-২০২১
৭২০ অদ্য ২০.১২.২০২১ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে আমদানীকৃত শ্যাম্পু, স্কিন ক্রিম, স্কিন লোশন, সোপ, বিস্কুট, মারেমালেট, ফুল ক্রিম মিল্ক পাউডার, জুস, চকোলেট ও ভিনেগার পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে কোহিনুর জেনারেল স্টোর, ২/১, ব্লক-এ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০/- টাকা জরিমানা ও নিওফার্মা বাংলাদেশ লিঃ, বাড়ী-১৪, রোড-১, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত আচার, হলুদ, মরিচ ও জিরার গুড়া পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২০-১২-২০২১

সর্বমোট তথ্য: ১০২০