Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৬২১ অদ্য ০২.০৮.২২ খ্রিস্টাব্দ তারিখে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ অনুসারে মেসার্স সোহরাব সার্ভিস স্টেশন, ৪, কল্যাণপুর, ঢাকা দুটি ইউনিটে প্রতি ১০লিটার ডিজেলে ৪০ মিলি করে কম প্রদান করায় ২,০০,০০০/- টাকা এবং মেসার্স খালেক সার্ভিস স্টেশন, মিরপুর, ঢাকা এর প্রতি ১০লিটার ডিজেলে ৫০ মিলি.কম, অক্টেন ইউনিটে যথাক্রমে ৪০মিলি ও ৩১০ মি.লি. কম প্রদান করায় ৩,০০,০০০/- টাকা এবং মেসার্স রহমান সার্ভিস স্টেশন, ১২২/এ, মিরপুর, ঢাকা একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার কম প্রদান করায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় । উক্ত ভ্রাম্যমাণ আদালতে মোট ০৬টি মামলায় মোট ৬,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার । প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম , ফিল্ড অফিসার( সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ কামরুল পলাশ , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০৮-২০২২
৬২২ অদ্য ০১/০৮/২০২২ তারিখ ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল" উৎপাদন, বিক্রয় ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠান সাধু অয়েল মিল, ২১নং, দারুস সালাম রোড, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ) হাজার মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-০৮-২০২২
৬২৩ অদ্য ০১-০৮-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মধু ও মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে সততা অর্গানিক ফুড, ৬/১০, সাড়ে এগার, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, এ্যারাবিয়ান অর্গানিক ফুড, অর্গানিক ফুড শপ ও আবির ফুড প্রতিষ্ঠান সমূহ-কে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহন করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ০১-০৮-২০২২
৬২৪ অদ্য ৩১-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের দি পিওর ডেইরী ফার্ম, ৩১৬/১, পূর্ব রামপুরা, ঢাকা-কে ৪০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা আঃ মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩১-০৭-২০২২
৬২৫ অদ্য ৩১-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কাফরুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, ২৮, উত্তর কাফরুল, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা জরিমানা ও মিথ্যা তথ্য প্রদান করায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী, ১০৮৮, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ৩১-০৭-২০২২
৬২৬ অদ্য ২৭-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্যানিটারী ট্যাপওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ইউনিক সিরামিক, ৪৯, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, শাহবাগ, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা আঃ মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৮-০৭-২০২২
৬২৭ অদ্য ২৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে তেল পরিমাপে প্রতি ১০ লিটার ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১৫০ মি.লি. কম প্রদান করার অপরাধে মেসার্স এইচ. কে ফিলিং স্টেশন, টিএন্ডটি কলোনী, মতিঝিল, ঢাকা-কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৭-২০২২
৬২৮ অদ্য ২৬-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ছাপা থান কাপড় পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত বাগদাদ টেক্সটাইল মিলস লিমিটেড, ডগাইর, সারুলিয়া, ডেমরা, ঢাকা-কে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ২৬-০৭-২০২২
৬২৯ অদ্য ২৫-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আমেনা বিগ বাজার, বাড়ী-৩০, রোড-১০, ব্লক-ডি, বনানী, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৬-০৭-২০২২
৬৩০ অদ্য ২৫/০৭/২০২২ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা মহানগরীর সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: ১। বাধ্যতামূলক পণ্য "ফার্মেন্টেড মিল্ক (টক ও মিষ্টি দই) এবং ঘি" পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আদি টাঙ্গাইল সুইটমিট নামীয় প্রতিষ্ঠানকে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র; ২। বাধ্যতামূলক "পাউরুটি, বিস্কুট ও কেক" পণ্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত মানচিহ্ন ব্যবহারপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কিউসি ফুড প্রতিষ্ঠানকে টাকা ১০,০০০.০০ (দশ হাজার) মাত্র অর্থাৎ সর্বমোট টাকা ৩৫,০০০.০০ (পঁয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায়সহ অভিযুক্তের নিকট হতে আগামী ১৫ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২২
৬৩১ অদ্য ২৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (বিস্কুট, কাজুবাদাম, মসুর ডাল, কালোজিরা, গরম মশলা, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, আদা গুড়া, সয়া সস ইত্যাদি) বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে একটি প্রতিষ্ঠান আনন্দ বাজার সুপার শপ, ১৬৫, স্কাই ভিউ পার্ক, শান্তিনগর, ঢাকা-কে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২২
৬৩২ অদ্য ২৪/০৭/২০২২ তারিখ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" বিক্রয় ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠান টেস্টি টাইম, ২/২, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ কে টাকা ২৫,০০০/- (পঁচিশ) হাজার মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২২
৬৩৩ অদ্য ২৪-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সাভার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ফরহাদ বেকারী ও থ্রী স্টার বেকারী, সুলাইদ মার্কেট, ভার্কুতা, সাভার, ঢাকা-কে যথাক্রমে ২৫,০০০.০০ টাকা ও ৩০,০০০.০০ টাকা মোট ৫৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২৫-০৭-২০২২
৬৩৪ অদ্য ২১-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর দারুস সালাম ও পল্লবী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ এন এন্টারপ্রাইজ, ১৭৮, দক্ষিণ বিশিল, দারুস সালাম, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা ও শহুরে হাট, হাউজ-১৬/৫, রোড-১, পল্লবী, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-০৭-২০২২
৬৩৫ অদ্য ২০/০৭/২০২২ খ্রিঃ তারিখ রোজ বুধবার ঢাকা মহানগরীর বংশাল থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (কেক,ব্রেড, বিস্কুট) বিক্রয় ও বাজারজাতকরণ এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠান ১। আলাউদ্দিন টেইক আওয়ে, ৭২/৭৩/১, নাজিমউদ্দিন রোড, ঢাকা-কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) এবং ২। আমানিয়া বেকারি এন্ড সুইটস, ৭২/৭৩, নাজিমউদ্দিন রোড, ঢাকা-কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৭-২০২২
৬৩৬ অদ্য ২০-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে টি এইচ বেকারী এন্ড সুইটস, হোল্ডিং-৬, রোড-১, মেট্রো হাউজিং, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২১-০৭-২০২২
৬৩৭ অদ্য ১৯-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কে এস ফুড এন্ড বেভারেজ লিঃ (সাফি ড্রিংকিং ওয়াটার), হোল্ডিং-০১, রোড-০২, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ২০-০৭-২০২২
৬৩৮ অদ্য ১৮-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর গুলশান থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে গুইবারা বেকারী, ডিএনসিসি মার্কেট, গুলশান-১, ঢাকা-কে ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। ১৯-০৭-২০২২
৬৩৯ অদ্য ১৮-০৭-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ে রং-এর স্থায়ীত্বের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত শাড়ী পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত মনেরেখ শাড়ীজ, ১/৩৭, ব্লক বি, সেকশন ১০, বেনারশী পল্লী, মিরপুর, ঢাকা-কে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন। ১৯-০৭-২০২২
৬৪০ অদ্য ১৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ রোজ সোমবার ঢাকা মহানগরীর বনানী থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য (কেক - ৬০০ গ্রাম, ব্রেড - ৬৮০ গ্রাম, বিস্কুট - ৪০০ গ্রাম এবং চানাচুর - ৪০০ গ্রাম) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে মিঃ বেকার, ৪৬, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সোহাগ হায়দার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৯-০৭-২০২২

সর্বমোট তথ্য: ১১০৫