Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৪৪১ অদ্য ২১-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আলেয়া এন্টারপ্রাইজ, মাতুয়াইল, রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাতসনদ না থাকায় একই এলাকায় ১। এম কে ইন্টারন্যাশনাল, ২। শোভা কনজ্যুমার ও ৩। সুফিয়া কেমিক্যাল প্রত্যেক-কে ১০,০০০.০০ টাকা করে মোট ৩০,০০০.০০ টাকা জরিমানা করা হয় এবং বিএসটিআই’র সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদশ (মেট) দায়িত্ব পালন করেন। ২২-১১-২০২২
৪৪২ অদ্য ১৭-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে জাফরান সুইটস, হাজী আমিন মার্কেট, কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাতসনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, একই এলাকায় গ্রামীন থাই এন্ড গ্লাস সেন্টার ও প্যারাগন ফুড বাংলাদেশ-কে বিএসটিআই’র সনদ গ্রহণ করে ব্যবসা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) ও আহমেদ হোসেন, পরিদর্শক(মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। ২০-১১-২০২২
৪৪৩ অদ্য ১৭.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, পাউরুটি, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে রিজিয়া বেকারি এন্ড কনফেকশনারী, খেঁজুরবাগ স্কুল রোড, দক্ষিন কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান নিউ কুসুম বেকারি এন্ড কনফেকশনারী, খেঁজুরবাগ স্কুল রোড, দক্ষিন কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "বিস্কুট, চানাচুর, কেক" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠান দু'টিকে সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া উল্লিখিত প্রতিষ্ঠান দু'টির মালিকের স্বাক্ষরসহ ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করার বিষয়ে অঙ্গীকারনামা লিপিবদ্ধ করা হয়। অন্যথায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কতা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন ২০-১১-২০২২
৪৪৪ অদ্য ১৬.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "বিস্কুট, রুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে পলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ল-৩২/৭, মেরুল বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র সর্বমোট টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ১৭-১১-২০২২
৪৪৫ অদ্য ১৫.১১.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ তুরাগ থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "চকোলেট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে জেনুইন ফুড প্রোডাক্টস, ১২/১, ব্লক-সি, রানাভোলা, তুরাগ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "চকোলেট" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-১১-২০২২
৪৪৬ অদ্য ১৫-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খলিল গ্রান্ড সুইটস, খোলামোড়া খেয়া ঘাট, কেরানীগঞ্জ, ঢাকা-কে ৩০,০০০.০০ টাকা ও একই এলাকায় লাবিবা তেল ঘর-কে মোড়কজাতসনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, খোলামোড়া কাঁচা বাজারে বিভিন্ন ফল, সবজি, মাংস ও মুরগীর দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়ায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। টেস্টি টাইম, মোহাহাম্মদপুর, সুন্দরবন মধু ঘর, কেরানীগঞ্জ কে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ করে ব্যবসা করার জন্য পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মঈন উদ্দিন, পরিদশ (মেট) দায়িত্ব পালন করেন। ১৬-১১-২০২২
৪৪৭ অদ্য ১৪.১১.২০২২ তারিখে ঢাকা জেলাস্থ সাভার থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মেসার্স সৌদি অয়েল মিল, মধ্যপাড়া, সাভার থানা পশ্চিম পার্শ্ব, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত মারজান অয়েল মিলস-২, সাভার থানা রোড, সাভার, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দু'টিকে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও উক্ত এলাকায় অবস্থিত টাঙ্গাইল পোড়াবাড়ি চমচম ঘর, মুক্তিরমোড়, শেরপুর, সাভার, ঢাকা- এ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য "ঘি এবং দই" এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ দ্রুত গ্রহণের বিষয়ে ৭ (সাত) কর্মদিবসের সময় প্রদান করেন অন্যথায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কতা প্রদান করেন। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-১১-২০২২
৪৪৮ অদ্য ১৩-১১-২০২২ খ্রিঃ তারিখে Rab- 1 ও বিএসটিআই যৌথ উদ্যোগে গাজীপুর জেলার টঙ্গী বিসিক এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে মেসার্স শাপলা ফুডস লিমিটেড, প্লট-এ-১১০-১১১, বিসিক শিল্প নগরী, টঙ্গী, গাজীপুর প্রতিষ্ঠানকে বিএসটিআই’র মান সনদ গ্রহণ ব্যতীত আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি, বিস্কুট, চকোলেট, লজেন্স, এডিবল জেল, চাটনি পণ্য লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্যর মোড়কে মানচিহ্ন ব্যবহারপূবক উৎপাদন, মোড়ক ও বাজারজাত করায় এবং ১৪ টি পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, মোড়কজাতকরণ ও সরবরাহের ব্যাবস্থা করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ০৩ লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ০৩ লক্ষ টাকা সর্বমোট ০৬ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট Rab -1 সদর দপ্তর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ এর নেতৃত্বে পরিচালনা করা হয়। প্রসিকিউটিং অফিসার হিসেবে জনাব মাকসুদা রুনা,ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা অংশগ্রহণ করেন। ১৪-১১-২০২২
৪৪৯ অদ্য ১৩-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, চকোলেট, ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আমল ফুড, বাড়ী-৮৩৬, রোড-২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা ও মোড়কজাতসনদ না থাকায় ২০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও আহম্মেদ হোসেন, পরিদশ (মেট) দায়িত্ব পালন করেন। ১৪-১১-২০২২
৪৫০ অদ্য ১০.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য চকোলেট, লজেন্স উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য চিপস, মুড়ি ভাজা, ডাল ভাজা, মুড়ি, চানাচুর, চিনিগুড়া চাল পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র সর্বমোট টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি সুপার শপ 'পয়সা বাজার, খিলক্ষেত, বরুয়া, ঢাকা-১২২৯' এ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাতকরণ সনদ দ্রুত গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান করেন অন্যথায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কতা প্রদান করেন। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-১১-২০২২
৪৫১ অদ্য ১০-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে অনুজ ফুড প্রোডাক্টস, ৮১৭, বর্ণমালা স্কুল রোড, দনিয়া, কদমতলী, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা ও মোড়কজাতসনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, সুপার ফুড প্রোডাক্টস, খানকা শরীফ রোড, রায়েরবাগ, কদমতলী, ঢাকা বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ কামরুল পলাশ, পরিদশ (মেট) দায়িত্ব পালন করেন। ১৩-১১-২০২২
৪৫২ অদ্য ০৯-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আল বারাকা ব্রেড এন্ড বিস্কুট, ৭ করাতিটোলা, যাত্রাবাড়ী, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা ও মোড়কজাতসনদ না থাকায় ১০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাছুদুল হক, পরিদশ (মেট) দায়িত্ব পালন করেন। ১০-১১-২০২২
৪৫৩ অদ্য ০৯.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর বনানী থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য নিমকি, বিস্কুট, পাউরুটি, চানাচুর ইত্যাদি পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব এএনএম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-১১-২০২২
৪৫৪ অদ্য ০৮-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্ক্রীন ক্রিম ও লোশন পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কারখানার মালিক পলাতক থাকায় স্থানীয় ২৫ নং কাউন্সিলর এবং লালবাগ থাকার প্রতিনিধির সম্মুখে যেখানে যে মালামাল যেভাবে আসে সে অবস্থায় রেখে সীলগালা করা হয়। ১০-১১-২০২২
৪৫৫ অদ্য ০৮.১১.২০২২ তারিখ রোজ মঙ্গলবার ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নরূপ ২টি মামলা দায়ের করা হয়: প্রতিষ্ঠান: এইচ প্রিন্স বেকারী, আরামবাগ, ঢাকা; পণ্য: পাউরুটি, বিস্কুট ও প্লেইন কেক; দন্ড: বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স নবায়ন না করে এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহকৃত মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অপরাধে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) হারে সর্বমোট টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-১১-২০২২
৪৫৬ অদ্য ০৭-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বাগদাদ সুপার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ১৪৮/৫/৩, শাহ আলীবাগ, মিরপুর, ঢাকা ও বাদল বেকারী, ১০/বি, ফকিরবাড়ী, মিরপুর, ঢাকা-কে ১০,০০০.০০ টাকা ও ১০,০০০.০০ টাকা মোট ২০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় উক্ত প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০.০০ টাকা ও ৫,০০০.০০ টাকা মোট ১০,০০০.০০ করে জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ রফিক আজাদ, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৮-১১-২০২২
৪৫৭ অদ্য ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সাভার থানাস্থ হেমায়েতপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে “নারিকেল তেল, ফ্রুট ড্রিংকস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস, লাচ্ছি, হ্যান্ড ওয়াস, ফর্টিফাইড সয়াবিন তেল” ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এন.এম.সি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস লিঃ, জয়নাবাড়ী, হেমায়েতপুর, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন। এছাড়া জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার, সিএম উইং এবং জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক, মেট্রোলজি, ডিএমআই সার্বিক সহযোগীতা প্রদান করেন। ০৮-১১-২০২২
৪৫৮ অদ্য ০৬.১১.২০২২ তারিখে ঢাকা মহানগরীর চকবাজার মডেল থানাধীন এলাকায় অবস্থিত বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "চিপস, চানাচুর" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠান ১। তারেক ফুড প্রোডাক্টস, ইসলামবাগ, চান্দিঘাট, ঢাকা-কে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। ২। এছাড়া একই এলাকায় অবস্থিত তানজিল ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "লজেন্স" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং অপর একটি প্রতিষ্ঠান ৩। আশরাফ ফুড প্রোডাক্টস, ৬/১, কামালবাগ, চকবাজার, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "লজেন্স" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়। অপর একটি মামলায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "মধু মিশ্রিত মিক্সড ফুড, কাতিলা গাম, সিড শরবত" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ৪। মদিনা হিজামা, ৭০, হরনাথ ঘোষ রোড, চকবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোল্লিখিত ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট টাকা ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন ০৮-১১-২০২২
৪৫৯ অদ্য ০৬-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর রামপুরা ও বাড্ডা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ফারহান ফুড এন্ড বেভারেজ, বাড়ী-২৮, রোড-১, ব্লক-ই, বনশ্রী, রামপুরা, ঢাকা-কে ৫০,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আল্টিমেট অর্গানিক লাইফ, বাড়ী-৩৯, মেইন রোড, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-কে ৬০,০০০.০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৮-১১-২০২২
৪৬০ অদ্য ০৩-১১-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া ও জিরার গুড়া পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহন ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে খুশবু অয়েল মিল ও মসলা ঘর, ৮০-৮২, এজিবি কলোনী, মতিঝিল, ঢাকা-কে ২৫,০০০.০০ টাকা ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইন – ২০১৮ অনুযায়ী পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এবিজি কলোনী কাঁচাবাজারে মুরগী, মাংস, মাছ, মুদি ও অন্যান্য দোকানে ডিজিটাল ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও রোশনা আক্তার, পরিদশক (মেট) দায়িত্ব পালন করেন। ০৬-১১-২০২২

সর্বমোট তথ্য: ১০২০