Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
৩৮১ অদ্য ১০.০১.২০২৩ তারিখে ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মঙ্গল বেকারী, ৫, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) ঢাকা দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় জনাব সোহানুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন। ১০-০১-২০২৩
৩৮২ অদ্য ০৯-০১-২০২৩ খ্রিঃ তারিখে সোনারগাঁও, নারায়নগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মি.লি. ও ডিজেলে ৩৮০ ও ৪০০ মি.লি. কম প্রদান করায় ১,৫০,০০০/- টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। এছাড়াও, স্পীড বাড সিএনজি এন্ড ফিলিং স্টেশন লিঃ, রায়েরবাগ, মাতুয়াইল, ঢাকা ও পি.ডি.কে ফিলিং স্টেশন এর ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আহমেদ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ মাহফুজার রহমান, পরীক্ষক (মেট) সহযোগীতা করেন। ১০-০১-২০২৩
৩৮৩ অদ্য ০৯.০১.২০২৩ তারিখে ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বি-বাড়িয়া বেকারী, ৬০/১, ব্রাহ্মণচিরন, গোলাপবাগ, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান তাসফিয়া বেকারী এন্ড ফুড ফ্যাক্টরি, ৬০/বি-১, ব্রাহ্মণচিরন, গোলাপবাগ, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাতকরণ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা, জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০১-২০২৩
৩৮৪ অদ্য ০৮-০১-২০২৩ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়েরে রং এর স্থায়ীত্ব পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে পারফেক্ট ডাইং এন্ড ফিনিশিং, বামইল বাজার, সারুলিয়া, ডেমরা, ঢাকা-কে ৫০,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ২৫,০০০/- টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটিইল) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) সহযোগীতা করেন। ০৮-০১-২০২৩
৩৮৫ অদ্য ০৮.০১.২০২৩ তারিখ রোজ রবিবার ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স ব্যতীত এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করে মানচিহ্ন ব্যবহারপূর্বক ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত মোড়কজাতকৃত বাধ্যতামূলক পণ্য বিক্রি এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়ের ও দন্ড প্রদান করা হয়: প্রতিষ্ঠান: আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টস, ৩৯৯, উত্তর বাড্ডা, ঢাকা; পণ্য: পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক; দন্ড: যথাক্রমে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) ও ১,০০,০০০.০০ (এক লক্ষ) হারে সর্বমোট টাকা ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়পূর্বক প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে প্রয়োজনীয় লাইসেন্স/সনদ গ্রহণের তাগিদ প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিনুল এহসান এর নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০১-২০২৩
৩৮৬ অদ্য ০৫.০১.২০২৩ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সোসাইটি বাজার, মিরপুর ১১ এর কসমেটিক গলির বিভিন্ন দোকানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ গোল্ড, 4k প্লাস, গৌরী, ডা. রাসেল ইত্যাদি ব্রান্ডের নাইট ক্রিম পণ্য বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন করায় মামলা দায়ের করলে ২৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেন বিজ্ঞ আদালত। এছাড়াও উক্ত বাজারের জুয়েলারি, মুরগী, মুদি, সবজি, মাংস ও মাছ বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত ওজনযন্ত্র যাঁচাই করে সঠিক পাওয়া গেলেও কোন ওজনযন্ত্রের ই বিএসটিআইয়ের ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক আগামী রবিবার অত্র অফিসে এসে আবেদনপূর্বক বাজারে ব্যবহৃত সমস্ত ওজনযন্ত্র ভেরিফিকেশন করার অঙ্গিকার করেন। ২। নাসির ফুড এন্ড বেকারি,৩/১০/১২, মিরপুর ১১, পল্লবী, ঢাকা নামক প্রতিষ্ঠানে উৎপাদিত ও মোড়কজাতকৃত পাউরুটি, বিস্কুট, কেক পণ্যের সিএম সনদ থাকলেও পণ্যমোড়কজাতকরণ সনদ না থাকায় বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে আগামী রবিবার পণ্য মোড়কজাতকরণ সনদের জন্য আবেদন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। ৩। আল- খাব্বাস, রুপনগার আবাসিক মোড, মিরপুর, ঢাকা এর বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শনকৃত সকল পণ্যের সিএম ও পণ্যমোড়কজাতকরণ সনদ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞ আদালত। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০১-২০২৩
৩৮৭ অদ্য ০৫.০১.২০২৩ তারিখে ঢাকা জেলার আদাবর থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "পাউরুটি" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ন্যাশনাল ফুড প্রোডাক্টস, ২৮/এ, কমফোর্ট হাউজিং, উত্তর আদাবর, রোড-১৬, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০১-২০২৩
৩৮৮ অদ্য ০৪.০১.২০২৩ তারিখে ঢাকা জেলার রমনা থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "বিস্কুট, পাউরুটি, চানাচুর" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ আহাদ বেকারী, ৯৮/১, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, চানাচুর, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ০৫-০১-২০২৩
৩৮৯ অদ্য ০২.০১.২০২৩ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "কয়েল" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে সেরা কনজ্যুমার, মধ্য রাজাশন, বিরুলিয়া, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ০৩-০১-২০২৩
৩৯০ অদ্য ০২-০১-২০২৩ খ্রিঃ তারিখে বন্দর, নারায়নগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক লেড এসিড ব্যাটারী পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ০৭ (সাত) দিনের মধ্যে বিএসটিআই’র সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ০৩-০১-২০২৩
৩৯১ অদ্য ০১.০১.২০২৩ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "লোশন, শ্যাম্পু, স্কিন ক্রীম" এর বিএসটিআই সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মেক আপ জোন, দোকান- ১১০, জাপান গার্ডেন সিটি, রিংরোড, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০২-০১-২০২৩
৩৯২ অদ্য ২৯.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "মশার কয়েল" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শান্তা কেমিক্যাল কোম্পানি, ১৩৬২, মাতুয়াইল, রায়েরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "মশার কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-০১-২০২৩
৩৯৩ অদ্য ২৯.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী স্থানীয়ভাবে উৎপাদিত বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "কেক, বিস্কুট, চানাচুর,ফার্মেন্টেড মিল্ক (দই)" এবং আমদানিকৃত ওয়েফার বিস্কুট, চিপস, চকোলেট এর অনুকূলে যথাক্রমে বিএসটিআই সিএম লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মুসলিম সুইটমিট, নয়া পল্টন, ঢাকা প্রতিষ্ঠানটিকে উক্ত আইনের ১৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। এছাড়া পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "ফার্মেন্টেড মিল্ক (দই)" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের এর প্রেক্ষিতে উক্ত আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ পূর্বক বাধ্যতামূলক পণ্যের বিক্রি, বিতরণ এর বিষয়ে অংগীকারনামা প্রদান করে। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোছাঃ রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০১-০১-২০২৩
৩৯৪ অদ্য ২৮.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "সিনথেটিক ভিনেগার, কারি পাউডার" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস, ১৭/৩২, খানবাড়ি চৌরাস্তা রোড, পূর্ব গোবিন্দপুর, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৯-১২-২০২২
৩৯৫ অদ্য ২৮-১২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বেক্সি ফেব্রিকস, ৩২/১৯ ক, ব্লক-বি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ১৫,০০০০/- টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাসুদুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৯-১২-২০২২
৩৯৬ অদ্য ২৮.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "সিনথেটিক ভিনেগার, কারি পাউডার" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস, ১৭/৩২, খানবাড়ি চৌরাস্তা রোড, পূর্ব গোবিন্দপুর, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৯-১২-২০২২
৩৯৭ অদ্য ২৮-১২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে বেক্সি ফেব্রিকস, ৩২/১৯ ক, ব্লক-বি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ১৫,০০০০/- টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাসুদুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৮-১২-২০২২
৩৯৮ অদ্য ২৭.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর আদাবর থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "আটা, সরিষার তেল, লাচ্ছা সেমাই, মুড়ি" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে খাস ফুড লিঃ, ৮/ক, সারাহ প্লাজা, শ্যামলী, রিং রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল, খেঁজুর, চাল, মধু, আটা" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-১২-২০২২
৩৯৯ অদ্য ২৬.১২.২০২২ তারিখে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "পাউরুটি, বিস্কুট" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কনিকা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ৫নং শেখের জায়গা, নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকেটাকা ৭৫,০০০/- (পচাত্তর হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া সবুজবাগ থানাস্থ এলাকায় অবস্থিত নিউ মিলি বেকারী, ৩০ পূর্ব নন্দীপাড়া, সবুজবাগ, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই'র বাধ্যতামূলক পণ্য "পাউরুটি, বিস্কুট" এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদান, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "পাউরুটি, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দু’টিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-১২-২০২২
৪০০ অদ্য ২৬-১২-২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া, মধু, ঘি, সরিষা ও নারিকেল তেল পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে মনির অয়েল মিল, ৩৬৯/২, আহম্মেদ নগর, মিরপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত না থাকায় ৭,০০০/- টাকা জরিমানা টাকা জরিমানা করা হয়। এছাড়াও, এন এম এন্টারপ্রাইজ, সেকশন-১, ব্লক-ই, রোড-২, প্লট-৬৪, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা ও আর আর পিওর ড্রিংকিং ওয়াটার-কে সর্তক করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মাছুদুল হক, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৭-১২-২০২২

সর্বমোট তথ্য: ১০২০