Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
২১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ০৮-০৫-২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিউ মোল্লা পলিমার ইন্ডাস্ট্রিজ, ভুঁইগড় পূর্বপাড়া, ভুঁইগড় বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এমপলি, আরআর পাইপ, আরএফআই পাইপ ও মোল্লা পলিমার পাইপ উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি এসকল পণ্যের গায়ে বিএসটিআই’র লোগো ব্যবহার পূর্বক বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। আদালত কর্তৃক ধার্যকৃত জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৫-২০২৫
২২ অদ্য ০৮.০৫.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর শের-ই-বাংলানগর থানায় অভিযান চালানো হয়। অভিযানে হাসান ফিলিং এন্ড সার্ভিসিং স্টেশন, ২৩৮/এ, বেগম রোকেয়া স্মরনী, পশ্চিম কাফরুল, ঢাকা এর অকটেন ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে প্রতি ১০ লিটারে ৪৭০ মি.লি. কম প্রদান করার অপরাধে ৫০,০০০.০০ টাকা জরিমানা ও অকটেন ডিসপেন্সিং ইউনিটটি সীলগালা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: মশিউর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ১২-০৫-২০২৫
২৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ০৭-০৫-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর আমিনবাজার এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নাছরিন অটোমোবাইল, যাদুরচর, হেমায়েতপুর, সাভার, ঢাকাকে বিএসটিআই হতে সিএম লাইসেন্সগ্রহণপূর্বক লুব্রিকেটিং ইঞ্জিন অয়েল পণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করতে দেখা যায়। তবে প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্সের শর্ত না মেনে পণ্য বাজারজাত করায় বিজ্ঞ আদালত সতর্ক করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। প্রতিষ্ঠানটি ত্রুটি-বিচ্যুতি সংশোধনের জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বিএসটিআই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে-মর্মে জানানো হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৮-০৫-২০২৫
২৪ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ৩০-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিনিময় সার্ভিস স্টেশন, ১৩২, মতিঝিল বা/এ, ঢাকা নামীয় পেট্রোল পাম্পকে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি করে কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ টাকা জরিমানা ধার্য করেন। আদালতের ধার্যকৃত জরিমানার অর্থ আদায় করা হয় এবং ত্রুটিপূর্ণ ইউনিট দুটি সিলগালা করা হয়। পাম্পটির ডিজেল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব কৌশিক দাস দূর্জয়, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ০৪-০৫-২০২৫
২৫ অদ্য ৩০.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ থানায় অভিযান চালানো হয়। অভিযানে অরোরা কনজ্যুমার, বেয়ারা বাজার, তেঘরিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এর এর উৎপাদিত সিনথেটিক ডিটারজেন্ট পাউডার পণ্য নিজের ব্রান্ড ব্যতিত অন্যের ব্রান্ড নকল করায় অবৈধ মালামাল জব্দ করা হয়। একই এলাকায় ভাই বোন কনজ্যুমার, বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ করে তৈরি, বিক্রি বিতরণ ও বাজারজাত করার বিষয়ে যাচাইয়ান্তে সঠিক পাওয়া যায়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ০৪-০৫-২০২৫
২৬ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ২৯-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জহুরুল ইসলাম সিটি আফতাবনগরের নাদিয়া ট্রেডিং কোম্পানি, হাউজ# ১৭, ১৯, প্রধান সড়ক, ব্লক# ডি, সেক্টর# ১, আফতাবনগর, বাড্ডা, ঢাকা; হেইলমি এন্টারপ্রাইজ, প্লট# ১৯, ব্লক# ডি, সেক্টর# ১, প্রধান সড়ক, আফতাবনগর, বাড্ডা, ঢাকা; বেগ এন্ড ব্রাদার্স, প্লট# ১৭, প্রধান সড়ক, ব্লক# ডি, সেক্টর# ১, আফতাবনগর (জহুরুল ইসলাম সিটি), বাড্ডা, ঢাকা; বাড্ডা ট্রেডার্স, হাউজ# ১৭, ১৯, প্রধান সড়ক, ব্লক# ডি, সেক্টর# ১, আফতাবনগর, বাড্ডা, ঢাকা; আমান স্টিল কর্পোরেশন, প্রধান সড়ক, ব্লক# ডি, সেক্টর# ১, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ও আল-ইনসাফ স্টিল কর্পোরেশন, বাড়ি# ৪১, ব্লক# সি, মেইন রোড, জহিরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানসমূহে বিক্রিত এমএস রড ও সিমেন্টের ওজন যাচাই করা হয়। এসকল প্রতিষ্ঠানসমূহে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়। আকিজ, ফ্রেশ, ইনসি, আমানসিম, হোলসিম, শাহ সিমেন্ট, বসুন্ধরা, মীর, ইস্টার্ন সহ বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব দাঈয়ান এসহাক শরীফ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৪-২০২৫
২৭ অদ্য ২৮.০৪.২০২৫ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর কাওরানবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১। মেসার্স আদর্শ ট্রেডার্স, ৩৩, কিচেন মার্কেট, কাওরানবাজার, ঢাকা ২। মেসার্স জাহান বিল্ডার্স, ৩৪, কিচেন মার্কেট, কাওরানবাজার, ঢাকা ৩। মেসার্স মদিনা হার্ডওয়্যার ষ্টোর, ৩২, কিচেন মার্কেট, কাওরানবাজার, ঢাকা প্রতিষ্ঠানগুলোতে অভিযানকালে বিপুল পরিমাণ নকল 'লিকুইড টয়লেট ক্লিনার (হারপিক)' পণ্য জব্দ করা হয় এবং ধ্বংস করার উদ্দেশ্যে বিএসটিআই প্রধান কার্যালয়ে আনা হয়। ২৯-০৪-২০২৫
২৮ অদ্য ২৮.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর বাড্ডা থানায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স কে এস ডি ট্রেডিং এন্ড কোম্পানী ও খান এন্টারপ্রাইজ, আলম কমপ্লেক্স, প্রগতি স্মরনী, মেরুল বাড্ডা, ঢাকা এর ব্যবহৃত ডিজিটাল ওজন যন্ত্র যাজাইয়ান্তে সঠিক পাওয়া যায়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ২৮-০৪-২০২৫
২৯ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ২৪-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সনামধন্য পোষাক উৎপাদনকারী প্রতিষ্ঠান নবরূপা ও ক্যাটস আই এর মিরপুর আউটলেটে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান দুটি সিএম লাইসেন্স নবায়ন না করে তৈরি পোষাক পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। অভিযানকালে প্রতিষ্ঠান দুটি জানায় যে, নবায়নের জন্য কার্যক্রম গ্রহণ করা হলেও কিছু আভ্যন্তরীন জটিলতার কারণে তা পুরোপুরি করা সম্ভব হয়নাই। আগামী ১ সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের কার্যক্রম গ্রহণ করা হবে বলে বিজ্ঞ আদালতকে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। প্রতিষ্ঠান দুটির অঙ্গীকারের ভিত্তিতে বিজ্ঞ আদালত লাইসেন্স নবায়নের জন্য ১ সপ্তাহ সময় প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান দুটি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বিএসটিআই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৪-২০২৫
৩০ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ২৩-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর গাবতলী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইসহাক ট্রেডিং ব্রিজ স্কেল, কয়লার ঘাট, গাবতলী, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে পণ্যবাহী ট্রাকের ওজন পরিমাপ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ভেরিফেকশন ব্যতীত ওজনযন্ত্র স্থাপন ও ব্যবহার করে এসকল পণ্যবাহী ট্রাকের ওজন পরিমাপ করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে ওজনযন্ত্র ভেরিফিকেশন ব্যতীত তা ব্যবহার বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাজু আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৭-০৪-২০২৫
৩১ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ২১-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর কল্যাণপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে খালেক সার্ভিস স্টেশন, ৫৯/আই, দারুস সালাম, মিরপুর, ঢাকা নামীয় পেট্রোল পাম্পকে ১টি অকটেন ডিসপেনসিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৬০ মি.লি কম দিতে দেখা যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০.০০ টাকা জরিমানা ধার্য করেন। আদালতের ধার্যকৃত জরিমানার অর্থ আদায় করা হয় এবং ত্রুটিপূর্ণ ইউনিটটি সিলগালা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৪-২০২৫
৩২ অদ্য ২০.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় অভিযান চালানো হয়। অভিযানে শ্যামলি স্কয়ার শপিং কমপ্লেক্স-এ থ্যাংকস ফর শপিং ও মা গ্যালারি-এর সকল পণ্য মোড়কজাত সনদ গ্রহণ করে বিক্রয়, বিতরন ও বাজারজাত করা জন্য পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সাহিল ফিলিং স্টেশন, ১৯/ই, শ্যামলী রোড, ঢাকা এর পেট্রোল পণ্য প্রতি ১০ লিটারে ৮৪০ মি.লি. কম প্রদান করায় পেট্রোল ডিসপেন্সিং ইউনিটটিকে সীলগালা করে দেয়া হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ সোহানুর রহমান, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
৩৩ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে অদ্য ১৭-০৪-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে শান্তিনগর বাজারস্থ এস. বাকের বেকারি এন্ড পেস্ট্রি শপ নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স নবায়নের কার্যক্রম গ্রহণ করলেও লাইসেন্স ফি পরিশোধপূর্বক লাইসেন্স গ্রহণ ব্যতীত পাউরুটি ও বিস্কুট পণ্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটিকে আগামী ২২-০৪-২০২৫ খ্রি. তারিখের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত আদেশ দেন। পিওর ফুডস এন্ড লাইভ বেকারি, এ/১, শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭ ও স্বাদ সুইটস এন্ড লাইভ ব্রেড, ৪৬, শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭ নামীয় প্রতিষ্ঠান দুটিও সিএম লাইসেন্স গ্রহণ না করেই পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন করে আসছিলো। প্রতিষ্ঠান দুটি নতুন হওয়ায় বিজ্ঞ আদালত দ্রুততার সাথে লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত বাজার পরিচালনা কমিটির প্রতিনিধির উপস্থিতিতে ব্যবসায়ীদের বিএসটিআই’র সিএম লাইসেন্স, পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং ওজন ও পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। সরকারি কাজে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৪-২০২৫
৩৪ অদ্য ১৭.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে পল্টন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আল মদিনা বেকারী, শান্তিনগর বাজার, ঢাকা এর উৎপাদিত পাউরুটি, বিস্কুট ও কেক পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
৩৫ অদ্য ১৫.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর বনানী থানায় অভিযান চালানো হয়। অভিযানে আনজারা (ANZARA), রোড নং-১১, বনানী, ঢাকা এর কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য বিএসটিআই আইন অনুযায়ী তৈরি, বিক্রয় ও বাজারজাত করা জন্য পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। ২০-০৪-২০২৫
৩৬ অদ্য ২৫.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশ কেমিক্যাল, চিতাখোলা, সাবান ফ্যাক্টরী মোড়, শুভাঢ্যা, কেরানীগঞ্জ, ঢাকা এর উৎপাদিত হারপিক ও টাইলস ক্লিনার পণ্য সিএম/মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় অবৈধ মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: রাজু আহম্মেদ, পরিদর্শক (মেট) ও সঞ্জয় কুমার সরকার, উপ-পরিচালক (মেট) ও জনাব মো: মঞ্জুর রহমান, সহকারী পরিচালক (মান) অংশগ্রহণ করেন। ২৭-০৩-২০২৫
৩৭ পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪-০৩-২০২৫ তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিচালক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা'র নেতৃত্বে এপিবিএন-১১ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন ডগাইর এলাকায় বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র অধীনে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী নামবিহীন একটি অবৈধ ঘি’র কারখানায় প্রতিষ্ঠানের প্রতিনিধির অনুপস্থিতিতে স্থানীয় লোকদের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির কারখানায় বাধ্যতামূলক ঘি পণ্যের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের (আড়ং, মিল্ক ভিটা, প্রাণ, রেড কাউ ও বাঘাবাড়ি) বাজারজাতের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য, ব্যবহৃত উপকরণ (কালার ও ফ্লেভার) ও বিপুল পরিমাণ মোড়কের নমুনা (খালি বোতল ও স্টিকার লেবেল) পাওয়া যায়। প্রতিষ্ঠানটি অবৈধভাবে এ সকল নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটির উৎপাদিত সকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন এবং জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৩-২০২৫
৩৮ নামবিহীন অবৈধ কসমেটিকস কারখানায় বিএসটিআই’র অভিযান, উপকরণসহ স্বনামধন্য ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল হেয়ার অয়েল ও বেবী শ্যাম্পু জব্দপূর্বক ধ্বংস। পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে অদ্য ২৩.০৩.২০২৫ তারিখে জনাব জয়শ্রী দাস, উপপরিচালক (ডকুমেন্ট কন্ট্রোল, এমএসসি উইং), বিএসটিআই, ঢাকা'র নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র সহযোগিতায় ঢাকা মহানগরীর কেরাণীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র অধীনে ভ্রাম্যমান আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুযায়ী নামবিহীন একটি অবৈধ কসমেটিকস কারখানায় প্রতিষ্ঠানের প্রতিনিধির অনুপস্থিতিতে বাড়ির কেয়ারটেকারের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির কারখানায় বাধ্যতামূলক নারিকেল তেল, হেয়ার অয়েল ও বেবী শ্যাম্পু পণ্যের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের (প্যারাসুট, ইমামী ৭ ইন ১, ডাবর আমলা, নবরত্ন, জনসন্স) বাজারজাতের উদ্দেশ্যে সংরক্ষিত পণ্য, ব্যবহৃত উপকরণ (কালার ও কেমিক্যালসহ ড্রামে সংরক্ষিত হেয়ার অয়েল, বেবী শ্যাম্পু) ও বিপুল পরিমাণ মোড়কের নমুনা (খালি বোতল ও স্টিকার লেবেল) পাওয়া যায়। প্রতিষ্ঠানটি অবৈধভাবে এ সকল নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানটির উৎপাদিত সকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন এবং জনাব আফসানা হোসেন, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকা’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৭-০৩-২০২৫
৩৯ অদ্য ২৩.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপসী কালেকশন, ইউনাইটেড কর্পোরেশন, মা কসমেটিকস, এম এস কালেকশন, আর কে কসমেটিকস, ফ্লোমার, রেড রোজ, ঠিকানা- নিগার প্লাজা, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-কে তাদের আমদানিকৃত সকল পণ্যের ছাড়পত্র গ্রহন করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: মেহেদি হাসান, পরিদর্শক (মেট) ও মো: এস এম ফরহাদ হোসেন, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন। ২৪-০৩-২০২৫
৪০ অদ্য ২০.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তরা থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরুপা কালেকশন, ভুইয়া কালেকশন, এ-ওয়ান, ইত্যাদি ও গের্নিস ঠিকানা-১০২, আলা উদ্দিন টাওয়ার, উত্তরা, ঢাকা-কে তাদের আমদানিকৃত সকল পণ্যের ছাড়পত্র গ্রহন করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের বিষয়ে পরামর্শ প্রদান করেন। উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও মো: সাইদুর রহমান, উপপরিচালক (মেট) ও সুমন্ত চন্দ্র পাল, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন। ২৪-০৩-২০২৫

সর্বমোট তথ্য: ১১৯৬