Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
২২১ ঢাকা জেলার মোঃপুর থানাধীন এলাকায় ১৩/০৭/২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "শ্যাম্পু, স্কিন লোশন, স্কিন ক্রীম, টুথপেষ্ট, সোপ, ফেসওয়াশ, স্কিন পাউডার ও নিষিদ্ধ ক্রীম" বিক্রয়, বিতরন এবং বাজারজাত করার অপরাধে "ইভা সুপার শপ", ৩২/১৯-ক, তাজমহল রোড, (কৃষি মার্কেট সংলগ্ন) মঃপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে কিছু নিষিদ্ধ পণ্য ধ্বংসসহ টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই এলাকায় অপর একটি প্রতিষ্ঠান " Ayin Mart", ৭/এ/১, সপ-১, আজিজ মহল্লা, মঃপুর, ঢাকা-কে মধু, ঘি, চিনি, সরিষার তেল এবং "সাদিয়া অয়েল মিলস্", আরশি নগর মোড়, ওয়াশপুর (পূবালী ব্যাংকের নিচে), হোল্ডিং নং-৩০,শহিদ বুদ্ধিজীবী রোড (বছিলা সেতু সংলগ্ন), কেরানীগঞ্জ, ঢাকা -কে সরিষার তেল, হলুদ-মরিচসহ বিভিন্ন মসলার গুরা পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় বিতরন এবং বাজারজাত করার কারণে প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ সম্পর্কে সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকন্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৭-২০২৩
২২২ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ১৩.০৭.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ফ্রেস হোম মেড, ৩৬/৮, ঝাউচর, কেরানীগঞ্জ, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২,০০০/- (দুই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত আল নূর ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, চর ওয়াশপুর, কেরানীগঞ্জ,‌ ঢাকা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনাকালে বিএসটিআই কর্তৃক প্রতিষ্ঠানটির অনুকূলে কেক, বিস্কুট, পাউরুটি পন্যসমূহের বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৭-২০২৩
২২৩ ঢাকা জেলার কাফরুল থানাধীন এলাকায় ১১.০৭.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিম বিক্রি এবং বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ব্রাদার্স কসমেটিক্স এন্ড বেবী কেয়ার, দোকান- ৪৩, ৬১ (২য় তলা), মিরপুর-১০, গোলচত্ত্বর, ঢাকা-১২১৬ প্রতিষ্ঠানটিকে টাকা ১৪,০০০/- (চৌদ্দ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া উক্ত মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিমসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৭-২০২৩
২২৪ ঢাকা জেলার বাড্ডা, থানাধীন এলাকায় ১১.০৭.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র "সিএম সনদ এবং মোড়কজাতকরণ সনদ সম্পর্কে এবং ওজন সঠিকভাবে ব্যবহারের বিষয় "ইউনিক এন্টারপ্রাইজ, সড়ক নং-১১, বাড়ি নং-৭২, দক্ষিন বারিধারা, বাড্ডা, ঢাকা"এবং "ডেইলি শপিং", এবং "উদয়ন ডিপার্টমেন্টাল স্টোর, বাড়ি নং-৩১,রোড নং-১২, ডিআইটি প্রোজেক্ট, দক্ষিন বারিধারা, মেরুল বাড্ডা, ঢাকা", এবং "চাঁদ বাজার, বাড়ি নং-৩১,রোড মং-১২, ডিআইটি প্রোজেক্ট, দক্ষিন বারিধারা, মেরুল বাড্ডা, ঢাকাসহ ঐ এলাকার সকল কাঁচা বাজারের দোকান মালিগণকে লিফলেট প্রদানসহ সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৭-২০২৩
২২৫ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১০.০৭.২০২৩ তারিখে ডিএমপি এবং এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে জ্বালানী তেল পরিমাপে কম প্রদান করার অপরাধে মেসার্স কিকো ফিলিং স্টেশন, নন্দীপাড়া (নাগদারপাড়), ডেমরা-রামপুরা সড়ক, খিলগাঁও, ঢাকা ফিলিং স্টেশনটিকে ২টি মামলায় প্রতিটিতে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র করে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এবং জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা ও জনাব সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা ও জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ১১-০৭-২০২৩
২২৬ ঢাকা মহানগরের তেজগাঁও, শি/এ, থানাধীন তেজগাঁও, শি/এ, থানা পুলিশের সহযোগিতায় ০৯.০৭.২০২৩ তারিখে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই'র ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুসারে " এস আর এন্টারপ্রাইজ (পেট্রোল পাম্প এন্ড সার্ভিসিং), ৪৯, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, রসুলবাগ, মহাখালী, ঢাকা ও রয়েল ফিলিং স্টেশন, ৫১/১, শহীদ তাজউদ্দিন আহম্মেদ স্বরণী, মহাখালী, ঢাকা প্রতিষ্ঠানের সবকটি ডিসপেন্সিং নজেলের ওজনমাপ সঠিক থাকায় এবং বিএসটিআই এর সকল পেপার্স সঠিক থাকায় প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া, তেজগাঁও, শি/এ, থানাধীন জয়পুর,সুইটস এন্ড এগ্রোজ ফুড ইন্ডাস্ট্রিজ লি:, ২৩২/২৩৪, তেজগাঁও, শি/এ, ঢাকা তে, মিস্টির ০১ ( এক) কেজি ওজনে, কম (০১ কেজি থেকে ৬২ গ্রাম) থাকার কারণে উক্ত প্রতিষ্ঠানকে, ৳ ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ ইনজামামুল হক,পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১০-০৭-২০২৩
২২৭ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ২৫.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "সয়াবিন তেল এবং পাম অলিন তেল" বিক্রয়, বিতরণ, উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে " ইসলাম কনজুমার এন্ড ফুড প্রোডাক্টস" আব্দুল্লাহপুর, পলাশপুর, দক্ষিণ কেরানীগঞ্জ , ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত একই পণ্য বিক্রয়, বিতরন ও বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ৳ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। সর্বমোট ৳ ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব প্রকৌ: এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোশাররফ হোসেন , পরিদর্শক, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৬-০৬-২০২৩
২২৮ ঢাকা জেলার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় ২৫.০৬.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক "স্কিন ক্রিম, লিপস্টিক, হেয়াল অয়েল" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে এস. এ কর্পোরেশন, ২০৪-বি, তেজগাঁও লিংক রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশিন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ২৬-০৬-২০২৩
২২৯ ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ২১.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে হযরত শাহজালাল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৫৯/১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। একই এলাকায় অবস্থিত অপর একটি বেকারি প্রতিষ্ঠান আল মদিনা বেকারী, ১২৩, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) এবং বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বেকারীতে উৎপাদিত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান এ.আর কনজ্যুমার লিমিটেড, ১৬১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "আর্টিফশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত ৩টি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৬-২০২৩
২৩০ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ২০.০৬.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বাধ্যতামূলক পণ্য "ডিটারজেন্ট পাউডার (ব্র্যান্ড:আশা), এলইডি বাল্ব (ব্র্যান্ড:কে.এম পদ্মা)" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে কে. এম পদ্মা কনজুমার প্রোডাক্টস, আমিরাবাগ, কেরানীগঞ্জ, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য "সরিষার তেল, নারিকেল তেল, ডিটারজেন্ট পাউডার, এলইডি বাল্ব" উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৮০,০০০/- (আশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২১-০৬-২০২৩
২৩১ ঢাকা জেলার খিলগাঁও থানাধীন এলাকায় ১৯.০৬.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে নিউ স্টার বেকারী, ১২৩, উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান মায়ের দোয়া বেকারী, ১২৪, উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত দুইটি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২০-০৬-২০২৩
২৩২ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ১৮.০৬.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আলম বেকারি, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, যাত্রাবাড়ি, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ঢাকা মহানগর বেকারী, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "কেক, পাউরুটি" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া অত্র এলাকার একটি মশার কয়েল প্রতিষ্ঠান আকিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, ৩১৬/২, যাত্রাবাড়ি, ঢাকা-কে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "মশার কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উপরোক্ত তিনটি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ সাফায়েত হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা, জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি),‌ ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন ১৯-০৬-২০২৩
২৩৩ ঢাকা জেলার ফার্মগেট, শেরেবাংলা নগর থানাধীন এলাকায় ১৫.০৬.২০২৩ তারিখে শেরেবাংলা নগর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য "স্কিন ক্রীম, সাবান, লিপিস্টিক " ইত্যাদি বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে সিজান পয়েন্ট মার্কেটের "রিদয় কসমেটিকস এ্যান্ড গিফটস" #১০৪/২, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এবং তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে নিষিদ্ধ কসমেটিকস ধ্বংস করা হয়। এছাড়া একই মার্কেটে অবস্থিত "নোলক কসমেটিকস এ্যন্ড গিফট শপ, মল্লিক কসমেটিক এ্যান্ড গিফট শপ, এস এম কসমেটিকস এ্যান্ড গিফট শপ, সেফা কসমেটিকস এ্যান্ড গ্যালারি প্রতিষ্ঠানকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ কামরুল পলাশ , পরিদর্শক, ডিএমআই, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-০৬-২০২৩
২৩৪ ঢাকা জেলার শাহআলী থানাধীন এলাকায় ১৫.০৬.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কেক, বিস্কুট, পাউরুটি" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে স্বর্ণলতা ব্রেড এন্ড বেকারী, দোকান-১০৩, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মিরপুর-১, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি মিষ্টির দোকান সাভার মিষ্টান্ন ভাণ্ডার, দোকান- ১৪১, ১৪২, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মিরপুর-১, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "ফার্মেন্টড মিল্ক - দই" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া উক্ত এলাকায় অবস্থিত ফলের দোকানসমূহে ব্যবহৃত ওজনযন্ত্রসমূহ যাচাই করা হয়। উপরোক্ত দুইটি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি),‌ বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-০৬-২০২৩
২৩৫ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ১৪.০৬.২০২৩ তারিখে মোবাইল কোর্ট জয়ীতা কসমেটিকস এন্ড টয়লেট্রিজ, বাসা-২০, ব্লক-বি, রোড-১২, লেন-৩, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬ নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত "ডিটারজেন্ট পাউডার, মেহেদী, স্কিন ক্রিম" পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করে আসছিলো। তবে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি ফেলে রেখে এর প্রতিনিধি বা মালিকপক্ষ পালিয়ে যায়। প্রতিষ্ঠানটির মালিক, স্বত্বাধিকারী এবং প্রতিনিধি না আসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় চারজন সাক্ষীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি),‌ ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৬-২০২৩
২৩৬ ঢাকা জেলার মিরপুর থানাধীন এলাকায় ১৪/০৬/২০২৩ তারিখে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত এবং অনুমোদন ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের অপরাধে "সনেক্স ফুড" রুপনগর, রোড নং-৪, প্লট নং- ৬১, সেকসন-২, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১৫,০০০/- (পনের হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্যে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক, ব্রেড পণ্যসমূহ বিক্রয়, উৎপাদন, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে "সনেক্স ফুড", মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী পণ্যে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত "মুড়ি" পণ্যসমূহ বিক্রয়, বিতরণ, উৎপাদন ও বাজারজাত করার অপরাধে "মোহাম্মদী ফুডস্", ব্লক# কে, সেকশন # ২, রোড# ৫, প্লট# ৬০, রুপনগর শিয়াল বাড়ি শিল্প এলাকা, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে ৳ ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত, ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে ০৩ (তিন)টি মামলায় সর্বমোট ৳ (১৫,০০০/- + ৫,০০০/- + ২৫,০০০/-) = ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৬-২০২৩
২৩৭ ঢাকা জেলার শ্যামপুর থানাধীন এলাকায় ১৩.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য বিভিন্ন ব্রান্ডের নামে উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে "মজিবুর পানির কারখানা " শাহাদাৎ হোসেন রোড, মুন্সি বাড়ি, জুরাইন, শ্যামপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০/- (বিশ হাজার) সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজর) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আারিফ হোসেন আসিফ , পরিদর্শক ডিএমআই (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিকভাবে সহোযোগিতা করেন জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) এবং ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম) ১৪-০৬-২০২৩
২৩৮ ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ১২.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত "ঘি, মধু, সরিষার তেল, নারিকেল তেল" ইত্যাদি পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী চাঁদবাজার, বাড়ি-৩১, রোড-১২, মেরুল বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান পিঁপড়া অরগার্নিক ফুড, বাসা-৩৪, রোড-১১, ডিআইটি রোড প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটি মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি ফেলে রেখে চলে যায়। প্রতিষ্ঠানটির মালিক, স্বত্বাধিকারী এবং প্রতিনিধি না আসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় তিনজন সাক্ষীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি),‌ ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৩-০৬-২০২৩
২৩৯ ঢাকা জেলার মোঃপুর থানাধীন এলাকায় ১১/০৬/২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতিত টেস্টি ব্রান্ডের"পাউরুটি" উৎপাদন, বিক্রি ও বিতরণ করার অপরাধে "মেপ ফুডস" ১০১/৪,জাফরাবাদ, মোঃপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত টেষ্টি ব্রান্ডের ব্রেড পণ্যসমূহ বিক্রয় বিতরন এবং বাজারজাত করার অপরাধে "মেপ ফুডস" ১০১/৪,জাফরাবাদ, মোঃপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২,০০০/- (দুই হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১২,০০০/- (বার হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি "আল্লাহর দান ফ্লাওয়ার মিল"কে বিভিন্ন ধরনের মসলা, আটা ও সরিষার তেল উৎপাদন, বিক্রি, বিতরন ও বাজারজাত করার কারনে প্রতিষ্ঠানকে প্রথমবারের মত সতর্কমূলক পরামর্শ এবং বিএসটিআই সনদ "দ্রুত" গ্রহণ করার তাগিদ দেয়া হয়। এছাড়া "সাদেক ফিলিং ষ্টেশন" ৩২/এ/১৮, সুলতানগঞ্জ, সাদেক নগর মডেল টাউন, রায়ের বাজার, ঢাকা প্রতিষ্ঠানের সকল কাগজপত্র, ওজন ও পরিমাপ সঠিক থাকার কারনে উক্ত প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন-নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১২-০৬-২০২৩
২৪০ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ০৮.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত পণ্য "স্কীন ক্রিম" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে গোল্ডেন গ্যালারী, লায়ন শপার্স ওয়ার্ল্ড, কদমতলী, ঢাকা-কে টাকা ২৩,০০০/- (তেইশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং মার্কেটে প্রাপ্ত নিষিদ্ধ ক্রিমসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া কোতোয়ালি থানাস্থ এলাকায় অবস্থিত এস. এম ডাই কাটিং, ১ম লেন, জিন্দাবাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত অবৈধভাবে নিভিয়া ব্র্যান্ডের মোড়ক উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং অবৈধ মোড়কসমূহ জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি),‌ ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১১-০৬-২০২৩

সর্বমোট তথ্য: ১০২০