Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২২

বিএসটিআই’র কর্মপরিকল্পনা

(ক) স্বল্প মেয়াদী: (এক বছর)

  • পণ্যের সার্টিফিকেশন কার্যক্রমের অটোমেশন।
  • গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক ভোগ্য পণ্যের উৎপাদক/আমাদানিকারকের তথ্য সম্বলিত ডাটাবেজ প্রস্তুতকরণ।
  • নিবন্ধিত মোড়কজাত পণ্য সামগ্রীর ডাটাবেজ প্রস্তুতকরণ।
  • গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক খাদ্য সামগ্রী পরীক্ষা করার নতুন প্যারামিটার ও পরীক্ষণ পদ্ধতির উদ্ভাবন।
  • বিদেশী উৎপাদনকারি প্রতিষ্ঠানের অনুকূলে সার্টিফিকেশন কার্যক্রম চালু।
  • কারিগরি পদের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি।
  • ভোক্তা, উৎপাদনকারি, আমদানিকারক ও সরবরাহকারিদের পণ্যের গুণগত মান ও সংশ্লিষ্ট বাংলাদেশ মান সম্পর্কে সচেতনতা তৈরি।

(খ) মধ্য মেয়াদী: (তিন বছর)

  • প্রথম ধাপে ১২টি জেলায় বিএসটিআই'র কার্যালয় সম্প্রসারণ।
  • বিদ্যমান বিধিমালা ও প্রবিধানমালা সংশোধন/সংযোজন/পরিবর্ধন।
  • ১৮১টি বাধ্যতামূলক পণ্যের জাতীয় মান পর্যালোচনা/সংশোধন ও যুগোপযোগীকরণ।
  • বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় চাহিদা অনুযায়ী নতুন ল্যাবরেটরি স্থাপন।
  • পরীক্ষণ ল্যাব এবং প্রোডাক্ট সার্টিফিকেশন স্কিমের জন্য নতুন নতুন ঝপড়ঢ়ব বৃদ্ধি।
  • প্রোডাক্ট সার্টিফিকেশন স্কিমের আওতায় রিস্ক বেইজড পরিদর্শন পদ্ধতি চালু।

 

(গ) দীর্ঘ মেয়াদী: (পাঁচ বছর)

  • প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য পৃথক 'গবেষণা ও উন্নয়ন' উইং সৃষ্টি।
  • ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি সম্প্রসারণ ও আধুনিকায়ন।
  • ৩৪ জেলায় বিএসটিআই'র অফিস সম্প্রসারণের লক্ষ্যে জনবলের পদ সৃজন।
  • গ্যাস সিলিন্ডার, টায়ার-টিউব ও হেলমেট পরীক্ষার জন্য নতুন ল্যাবরেটরি প্রতিষ্ঠা।
  • ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন ও জনবলের পদসৃজন।