সার্কভুক্ত দেশসমূহের মধ্যে স্ট্যান্ডার্ড হারমোনাইজেশনের মাধ্যমে অবাধ বাণিজ্য চালু করার নিমিত্ত ২০১১ সালে আঞ্চলিক মান সংস্থা হিসেবেSouth Asian Regional Standards Organization (SARSO) প্রতিষ্ঠিত হয়(www.sarso.org)। সংস্থাটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বিএসটিআইসহ সার্কভুক্ত ০৮ (আট) টি দেশের জাতীয় মান সংস্থাসমূহ SARSO-এর সদস্য। বিএসটিআই SARSO প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাকালীন সদস্য।SARSO-এর প্রথম মহাপরিচালক হিসেবে বিএসটিআই-এর সাবেক পরিচালক (মান) ড. সৈয়দ হুমায়ূন কবীর দায়িত্ব পালন করেন।