Wellcome to National Portal
  • 2024-11-10-04-49-e064d015e4cba5ee551434020ad53ec1
  • 2024-10-14-09-22-249441e7c3e6455877ac10c8c1fa10b4
  • 2024-10-14-09-31-088a388c403017edb4d975113a77cda4
  • 2024-10-14-09-32-daccf842356d22c01bb5015c637562b4
  • 2024-10-14-09-33-3f83a82cb1e50024c40ea9b3994e3dc3
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২০

ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) হ'ল শিল্প মন্ত্রণালয়ের অধীনে দেশের একমাত্র জাতীয় মান প্রণয়ন ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ (অধ্যাদেশ নং স্মারক ৩৭/১৯৮৫)বলে বিএসটিআই প্রতিষ্ঠিত। এ অধ্যাদে্শের ধারা ২০ এ প্রোডাক্টস সার্টিফিকেশন এবং সিস্টেম সার্টিফিকেশন এর দায়িত্ব বিএসটিআই’র উপর অর্পন করা হয়েছে। ২০০৯খ্রি: এর পূর্ব পর্যন্ত বিএসটিআই হতে শুধু প্রোডাকশন সার্টিফিকেট প্রদান করা হতো। ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান সংক্রান্ত প্রবিধানমালা না থাকার কারনে এতদিন ম্যানেজমেন্ট সিস্টেম এর উপর বিএসটিআ্ই কর্তৃক সনদ প্রদান করা যায়নি। ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশ থেকে সিস্টেম সার্টিফিকেট যথাঃ কোয়ালিটি ব্যবস্থাপনা পদ্ধতি (ISO 9001), পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতি ISO 14001, এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি ISO 22000 সার্টিফিকেট গ্রহন করতে হতো, এতে বিপুল পরিমান দেশীয় অর্থ বিদেশে চলে যেতো।

 

বিএসটিআই তার উপর অর্পিত দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআই’র পরিচিতি ও গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯খ্রি: থেকে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদানের কর্মর্সূচি গ্রহন করে। পাশাপাশি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার কর্তৃক বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন) প্রবিধানমালা ২০০০৯ এর এসআরও জারী করা হয়।‌ এ প্রবিধানমালা অনুসরনণে বিএসটিআই থেকে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট সনদ প্রদানের কাজ পরিচালিত হয়ে আসছে।

 

একই সময়ে বিএসটিআই ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান কার্য়যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি (Accreditation) অর্জনেরও ব্যবস্থা গ্রহণ করে। বিএসটিআইয়ের ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কার্যক্রম এবং ডকুমেন্টেশন পদ্ধতি এ্যাসেসমেন্ট করে ২০০৯খ্রি: নরওয়েজিয়ান এ্যাক্রেডিটেশন বডি কর্তৃক বিএসটিআইয়ের ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কার্যক্রমকে ৫ বছরের জন্য এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে।

 

পূর্বে বিএসটিআইয়ের ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কার্যক্রম ২০১৪ খ্রিঃ পর্যন্ত নরওয়েজিয়ান এক্রেডিটেশন কর্তৃক এক্রেডিটেশনপ্রাপ্ত ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক এক্রেডিটেশন ফোরাম (আইএএফ) থেকে নিজ নিজ দেশে বিদ্যমান জাতীয় এ্ক্রেডিটেশন বোর্ড থেকে এ্যাক্রেডিটেশন গ্রহনের নির্দেশনা জারী করায় ২০১৫খ্রি: তে দেশের বিদ্যমান জাতীয় এক্রিডিটেশন সংস্থা বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড(BAB) থেকে যথাযথ প্রক্রিয়ায় এ্যাক্রেডিটেশন গ্রহন করা হয় এবং পরবর্তীতে তা নির্ধারিত পদ্ধতি অনুসরনের মাধ্যমে নবায়ন করা হয়।

 

বিএসটিআইতে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন চালু হওয়ায় দেশের শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানগুলো বিদেশী সংস্থার পরিবর্তে বিএসটিআই থেকে স্বল্প ব্যয়ে কোয়ালিটি ব্যবস্থাপনা পদ্ধতির জন্য (ISO 9001), পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতির জন্য ISO 14001, এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির জন্য ISO 22000 এসব সনদ গ্রহন করতে পারছে।