ক) বাধ্যতামূলক তালিকাভূক্ত ৭টি পণ্য এবং স্বেচ্ছাপ্রণোদিত ৭টি পণ্যসহ মোট ১৪টি পণ্যের অনুকূলে বিএসটিআই প্রোডাক্ট সার্টিফিকেশন ভারতের আন্তর্জাতিক সার্টিফিকেশন বডি ‘‘এনএবিসিবি’’ হতে এ্যাক্রিডিটেশন প্রাপ্ত হয়েছে। এ এ্যাক্রিডিটেশনের পরিধি ক্রমশঃ বিস্তৃত হচ্ছে।
খ) এ্যাক্রিডিটেশন প্রাপ্তির লক্ষ্যে প্রোডাক্ট সার্টিফিকেশনের ‘‘কোয়ালিটি ম্যানুয়াল’’ এবং ‘‘প্রোসিডিউর ম্যানুয়াল’’ আন্তর্জাতিক মান আইএসও/আইইসি ১৭০৬৫ অনুযায়ী তৈরী করা হয়েছে এবং এই ম্যানুয়াল অনুসরণ করে প্রোডাক্ট সার্টিফিকেশনের কার্যক্রম সম্পাদন করা হয়।