ডিভিশনাল মেট্রোলজি ইন্সপেক্টরেট, ঢাকা
ভূমিকা: ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগের ০৩ (তিন)টি জেলা (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ) ডিএমআই অফিসের কার্যক্রমের আওতাধীন। বিএসটিআই'র মেট্রোলজি উইং এর লিগ্যাল মেট্রোলজির আওতায় ডিএমআই অফিসের মাধ্যমে আওতাধীন জেলা/উপজেলা এর বাজারে ব্যবসায়িক লেনদেনে ব্যবহৃত ওজন ও পরিমাপন যন্ত্রপাতির পরিমাপের সঠিকতা নিরূপণে কাজ করে আসছে।
ডিএমআই অফিসের সম্পাদিত কার্যক্রমের চুম্বকাংশ:
কার্যক্রম:
কার্যপরিচালনা:
ডিএমআই অফিস বিএসটিআই প্রধান কার্যালয়ের পূর্বপাশে অবস্থিত। ডিএমআই অফিসে প্রবেশের জন্য পৃথক গেইট রয়েছে। একজন উপপরিচালক (মেট্রোলজি) অফিস প্রধান হিসেবে উহার সার্বিক দায়িত্ব পালন করেন।উপরে বর্ণিত কার্যক্রমসমূহ নিম্নবর্ণিত জনবলের মাধ্যমে যথাযথভাবে সম্পাদিত হচ্ছে-
পদবি |
কর্মকর্তা/ কর্মচারী সংখ্যা |
উপপরিচালক (মেট্রোলজি) |
০১ জন |
সহকারীপরিচালক(মেট্রোলজি) |
০২ জন |
ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) |
০১ জন |
পরিদর্শক (মেট্রোলজি) |
০৭ জন |
প্রধান সহকারী |
০২ জন |
হিসাব রক্ষক |
০২ জন |
যন্ত্রসাহায্যকারী |
০২ জন |
অফিস সহায়ক |
০১ জন |
ড্রাইভার (দৈনিক হাজিরার ভিত্তিতে) |
০১ জন |
পরিচ্ছন্নকর্মী (দৈনিক হাজিরার ভিত্তিতে) |
০২ জন |
মোট = |
২১ জন |
যোগাযোগের ঠিকানা:
বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট (ডিএমআই)
বিএসটিআই এনেক্স বিল্ডিং
১১৬/এ, তেজগাওশিল্পএলাকা
ঢাকা-১২০৮
ফোন: ৫৫০৩০০৮৫
ই-মেইল:dmi@bsti.gov.bd
ফ্যাক্স: