টেকনিক্যাল বিষয়ে যোগাযোগ:
১. সোহানুর রহমান, পরীক্ষক (মেট্রোলজি)
ল্যাবের দায়িত্ব: মেট্রোলজিস্ট, ব্যালেন্স মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই
মোবাইল: +৮৮০১৩৩২৮২৫২৩২
ইমেইল: sohanur.rahman@bsti.gov.bd
২. মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি, ভৌত)
ল্যাবের দায়িত্ব: মেট্রোলজিস্ট, ব্যালেন্স মেজারমেন্ট ল্যাবরেটরি, এনএমএল-বিএসটিআই
মোবাইলঃ +৮৮০১৩৩২৮২৫২৩৬
ইমেইল: md.rashed@bsti.gov.bd
ভরের একক কিলোগ্রাম। ইহা কিলোগ্রামের আন্তর্জাতিক প্রোটোটাইপ ভরের সমান। কিলোগ্রামের আন্তর্জাতিক প্রোটোটাইপ ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (বিআইপিএম) এ সংরক্ষিত আছে। বিআইপিএম কর্তৃক বিশেষ পদ্ধতিতে পরিস্কার পরিচ্ছন্ন করার পর তাৎক্ষণিকভাবে এটাকে পূর্ণ এক কেজি ধরা হয়।
জাতীয় মেট্রোলজি পরীক্ষাগার, (এনএমএল-বিএসটিআই) এর ব্যালেন্স ল্যাবরেটরিতে বর্তমানে E2, F1, F2, M শ্রেণীর বাটখারা রয়েছে, যেগুলো (এনএমএল-বিএসটিআই) এর মাস ল্যাবরেটরি থেকে ক্যালিব্রেশন করা হয়ে থাকে।
ক্যালিব্রেশন সেবাসমূহ:
ব্যালেন্স ল্যাবরেটরিতে বর্তমানে বিভিন্ন ধরণের ওজনযন্ত্র ক্যালিব্রেশন করা হয়।